ETV Bharat / state

এসএসসি নিয়োগ দুর্নীতি: পার্থ-সহ 10 অভিযুক্তের জামিন-আবেদনের শুনানি শীঘ্রই - SSC Recruitment Scam

Bail Petitions of SSC Recruitment Scam Accused: এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষা দফতরের একাধিক শীর্ষ আধিকারিকরা জেলে বন্দি ৷ এই সংক্রান্ত মামলাগুলির তদন্ত করছে সিবিআই ৷ সঙ্গে রয়েছে ইডি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 26, 2024, 9:19 PM IST

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ইটিভি ভারত)

কলকাতা, 26 জুলাই: অবশেষে আবেদনের আট মাস পরে কলকাতা হাইকোর্টে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদনের শুনানি শুরু হতে চলেছে ৷ এর আগে সিবিআই জামিনের বিরোধিতা করে এবং মুখ্যসচিবের অনুমোদন না পেলে জামিনের মামলার শুনানি না করার আবেদন জানিয়েছিল ৷ জামিনের আবেদনের শুনানি হবে 28 অগস্ট ৷

আদালতের বক্তব্য

শুক্রবার সব পক্ষের বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের সেই আবেদন খারিজ করে দেয় ৷ এদিন আদালত কিছুটা অসন্তোষের সঙ্গেই জানায়, ধৃত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জ ফ্রেম করে বিচার শুরুর জন্য মুখ্যসচিব অনুমোদন দেবেন কি না, আজ রাজ্যের তা জানানোর কথা ছিল ৷ রাজ্যের প্রতিনিধি আদালতে হাজির হননি ৷ এই অবস্থায় আদালত মনে করে, ওই অনুমোদন পাওয়া বা না-পাওয়ার সঙ্গে ধৃতদের জামিনের আবেদনের বিচারের কোনও সম্পর্ক নেই ৷

এসএসসি দুর্নীতিতে অভিযুক্তদের জামিনের আবেদনের তালিকা

পার্থ ও সুবীরেশ ছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক কুমার সাহা, এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহা-সহ মোট 10 জনের জামিনের আবেদন করা হয়েছে ৷ আইনজীবীরা জানান গত ডিসেম্বর, জানুয়ারি থেকে এই আবেদনগুলি পড়ে রয়েছে ৷

মুখ্য সচিবের অনুমোদন বিতর্কে সব পক্ষের বক্তব্য শোনার পর এদিন আদালত সিবিআইকে জানিয়ে দেয়, বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, মিডলম্যান প্রসন্ন রায়কে সুপ্রিমকোর্ট এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে কলকাতা হাইকোর্ট জামিন দিয়েছে ৷ যদিও কল্যাণময় গঙ্গোপাধ্যায় সব মামলায় জামিন না পাওয়ায় এখনও জেল থেকে মুক্তি পাননি ৷

তাহলে অন্যদের জামিনের কেন হবে না ?

শুধুমাত্র অনুমোদন নেই এই যুক্তিতে অভিযুক্তদের আটকে রাখার মতো মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা যায় কি ? এছাড়া পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে গোটা ষড়যন্ত্রে লিপ্ত থাকলেও পর্ণা বোস এবং সমরজিৎ আচার্যের মতো আধিকারিকদের কেন গ্রেফতার করা হয়নি ? সিবিআই, ইডি এদেরকে কেন গ্রেফতার করল না ? সেই প্রশ্নও তুলেছেন তাঁর আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় ৷ একই সঙ্গে আইনজীবী মিলন মুখোপাধ্যায় জানান, সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই মামলায় 135 জন সাক্ষী রয়েছে ৷ তাঁদের সাক্ষ্য গ্রহণ করার পর এই মামলায় চার্জ ফ্রেম হবে ৷ তারপর বিচার শুরু হবে ? ততদিন তাঁদের জেলে থাকতে হবে ? এদের জামিনের আবেদনের বিচার তাহলে কবে হবে ?

এমন বেশ কিছু প্রশ্ন তুলে 28 অগস্ট পরবর্তী শুনানিতে সিবিআইকে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে ৷ উল্লেখ্য এর আগে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ একাধিক বার রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকাকে ভর্ৎসনা করেছেন ৷ এই সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জ ফ্রেম করার বিষয়ে তিনি কেন অনুমতি দিচ্ছেন না সেই প্রশ্ন তুলে ৷ রাজ্যের মুখ্যসচিবের তরফে বার বার জানানো হয়েছে, তিনি নির্বাচনী পরিস্থিতিতে নির্বাচনের কাজে ব্যস্ত ৷ তাই সময় চাওয়া হয় ৷ তাতে ক্ষুব্ধ বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, মুখ্যসচিবের মতো একজন আমলা যদি রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ না-করতে পারেন, তাহলে সেটা তার ব্যর্থতা ৷ তাঁকে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই কাজ করতে হবে ৷ কিন্তু সম্প্রতি বেঞ্চ পরিবর্তন হয়ে মামলাটি বর্তমানে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এসেছে ৷

কলকাতা, 26 জুলাই: অবশেষে আবেদনের আট মাস পরে কলকাতা হাইকোর্টে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদনের শুনানি শুরু হতে চলেছে ৷ এর আগে সিবিআই জামিনের বিরোধিতা করে এবং মুখ্যসচিবের অনুমোদন না পেলে জামিনের মামলার শুনানি না করার আবেদন জানিয়েছিল ৷ জামিনের আবেদনের শুনানি হবে 28 অগস্ট ৷

আদালতের বক্তব্য

শুক্রবার সব পক্ষের বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের সেই আবেদন খারিজ করে দেয় ৷ এদিন আদালত কিছুটা অসন্তোষের সঙ্গেই জানায়, ধৃত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জ ফ্রেম করে বিচার শুরুর জন্য মুখ্যসচিব অনুমোদন দেবেন কি না, আজ রাজ্যের তা জানানোর কথা ছিল ৷ রাজ্যের প্রতিনিধি আদালতে হাজির হননি ৷ এই অবস্থায় আদালত মনে করে, ওই অনুমোদন পাওয়া বা না-পাওয়ার সঙ্গে ধৃতদের জামিনের আবেদনের বিচারের কোনও সম্পর্ক নেই ৷

এসএসসি দুর্নীতিতে অভিযুক্তদের জামিনের আবেদনের তালিকা

পার্থ ও সুবীরেশ ছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক কুমার সাহা, এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহা-সহ মোট 10 জনের জামিনের আবেদন করা হয়েছে ৷ আইনজীবীরা জানান গত ডিসেম্বর, জানুয়ারি থেকে এই আবেদনগুলি পড়ে রয়েছে ৷

মুখ্য সচিবের অনুমোদন বিতর্কে সব পক্ষের বক্তব্য শোনার পর এদিন আদালত সিবিআইকে জানিয়ে দেয়, বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, মিডলম্যান প্রসন্ন রায়কে সুপ্রিমকোর্ট এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে কলকাতা হাইকোর্ট জামিন দিয়েছে ৷ যদিও কল্যাণময় গঙ্গোপাধ্যায় সব মামলায় জামিন না পাওয়ায় এখনও জেল থেকে মুক্তি পাননি ৷

তাহলে অন্যদের জামিনের কেন হবে না ?

শুধুমাত্র অনুমোদন নেই এই যুক্তিতে অভিযুক্তদের আটকে রাখার মতো মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা যায় কি ? এছাড়া পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে গোটা ষড়যন্ত্রে লিপ্ত থাকলেও পর্ণা বোস এবং সমরজিৎ আচার্যের মতো আধিকারিকদের কেন গ্রেফতার করা হয়নি ? সিবিআই, ইডি এদেরকে কেন গ্রেফতার করল না ? সেই প্রশ্নও তুলেছেন তাঁর আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় ৷ একই সঙ্গে আইনজীবী মিলন মুখোপাধ্যায় জানান, সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই মামলায় 135 জন সাক্ষী রয়েছে ৷ তাঁদের সাক্ষ্য গ্রহণ করার পর এই মামলায় চার্জ ফ্রেম হবে ৷ তারপর বিচার শুরু হবে ? ততদিন তাঁদের জেলে থাকতে হবে ? এদের জামিনের আবেদনের বিচার তাহলে কবে হবে ?

এমন বেশ কিছু প্রশ্ন তুলে 28 অগস্ট পরবর্তী শুনানিতে সিবিআইকে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে ৷ উল্লেখ্য এর আগে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ একাধিক বার রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকাকে ভর্ৎসনা করেছেন ৷ এই সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জ ফ্রেম করার বিষয়ে তিনি কেন অনুমতি দিচ্ছেন না সেই প্রশ্ন তুলে ৷ রাজ্যের মুখ্যসচিবের তরফে বার বার জানানো হয়েছে, তিনি নির্বাচনী পরিস্থিতিতে নির্বাচনের কাজে ব্যস্ত ৷ তাই সময় চাওয়া হয় ৷ তাতে ক্ষুব্ধ বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, মুখ্যসচিবের মতো একজন আমলা যদি রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ না-করতে পারেন, তাহলে সেটা তার ব্যর্থতা ৷ তাঁকে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই কাজ করতে হবে ৷ কিন্তু সম্প্রতি বেঞ্চ পরিবর্তন হয়ে মামলাটি বর্তমানে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এসেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.