ETV Bharat / state

বাড়ি-গাড়ির মতো সোনার গয়না কিনতেও মিলবে EMI-এর সুযোগ ! - EMI System in Gold Purchase

EMI System in Gold Purchase: পকেট থেকে একসঙ্গে খসবে না অনেক টাকা ৷ বাড়ি-গাড়ির মতো এবার EMI দিয়ে কিনতে পারবেন সোনার গয়নাও ৷ কবে থেকে চালু হচ্ছে এই ব্যবস্থা ? খোঁজ নিল ইটিভি ভারত ৷ জানতে পড়ুন এই বিস্তারিত প্রতিবেদনটি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 8:47 PM IST

EMI System in Gold Purchase
বদলে যেতে পারে সোনা কেনার ক্ষেত্রে ব্যবস্থা (নিজস্ব ছবি)

কলকাতা, 18 জুলাই: এখন EMI-এর যুগ ৷ বাড়ি, গাড়ি বা ফোন কেনার ক্ষেত্রে EMI-এর দিকেই বেশি ঝুঁকছেন ক্রেতারা ৷ এক সঙ্গে অনেকটা টাকা পকেট থেকে খসার বদলে ধীরে ধীরে টাকা পরিশোধ করাতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করছেন তাঁরা ৷ এবার EMI দিয়ে কিনতে পারবেন সোনার গয়নাও ৷ না এখনই এই ব্যবস্থা চালু হচ্ছে না ৷ তবে কেন্দ্রের কাছে গোনার গয়না কেনার ক্ষেত্রে EMI ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা ৷ তাতে সায় মিললেই এই ব্যবস্থা চালু হতে পারে ৷

সোনার গয়না কিনতেও মিলবে EMI (ইটিভি ভারত)

এই প্রসঙ্গে স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি সমর দে বলেন,"দেশে যে কোনও জিনিস কেনার ক্ষেত্রেই এখন EMI-এর সুযোগ আছে । একমাত্র সোনার ক্ষেত্রেই নেই । যেহেতু সোনার দাম অনেকটা বেড়ে গিয়েছে তাই ক্রেতাদের সুবিধার্থে EMI চালু করে দেওয়া হোক । এর ফলে বিয়ে-সহ নানা অনুষ্ঠানে প্রয়োজন মত তারা পছন্দের গয়না কিনতে পারবেন ।"

বর্তমান বাজারে সোনার দাম পেরিয়েছে 70 হাজারের গণ্ডি । 22 ক্যারেট হলমার্ক সোনার 10 গ্রামের দাম 70 হাজার টাকারও বেশি । এরপর জিএসটি ও মজুরি অতিরিক্ত । ফলে আমজনতার কাছে এখন প্রিয় ও পছন্দের সোনা কেনা দিবা স্বপ্ন । তবে স্বর্ণ ব্যবসায়ীরা কেন্দ্রীয় সরকারকে এই EMI ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে ৷ যার জেরে বহু মূল্যের সোনার গয়না কিনতে আর কোনও আর্থিক চিন্তা করতে হবে না । মুহূর্তে হবে মুশকিল আসান ।

EMI system in Gold purchase
EMI-তে সোনা কেনার সুযোগ (নিজস্ব ছবি)

ব্যবসায়ী সংগঠনের দাবি, EMI ব্যবস্থা চালু হলে ক্রেতাদের ভীষণ সুবিধা হবে ৷ আর বাজেটে কাটছাঁট করতে হবে না তাঁদের । কারণ প্রতি মাসে অল্প অল্প করে গয়নার টাকা পরিশোধ করা যাবে ৷ তাই মনপসন্দ গয়না কিনতে পারবেন ক্রেতারা । সুবিধা হবে বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রেও । অন্যদিকে EMI ব্যবস্থা চালু হলে সুবিধা হবে ব্যাবসায়ীদেরও ৷ মন্দা বাজারে আসবে জোয়ার ৷ ব্যবসা বাড়বে 10 গুণেরও বেশি । মুনাফা দেখবেন সোনার গয়না বিক্রেতারা ৷ চাঙ্গা হবে তাঁদের ব্যবসা । পাশাপাশি ক্রেতা ও বিক্রেতা উভয়ের সুবিধার মাঝেও সরকার পাবে বিপুল পরিমাণ জিএসটি বাবদ রাজস্বের টাকাও । তিন পক্ষের ক্ষেত্রেই এই প্রস্তাব ইতিবাচক হবে ।

EMI system in Gold purchase
সোনার ব্যবসায়ীদের EMI চালুর আর্জি কেন্দ্রের কাছে (নিজস্ব ছবি)

স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতির সমর দে'র বক্তব্য, "এতে সোনা কেনার ক্ষমতা যেমন বাড়বে, তেমন আমাদের ব্যবসাও বাড়বে ৷ একইভাবে আমাদের কাছে অর্ডার এলে গয়না শিল্পীরাও বেশি বরাত পাবেন ৷ বেশি আয় হবে সকলের । পাশাপাশি জিএসটি বাবদ সরকারের রাজস্ব আয় হবে বিপুল টাকা । আমরা এই দাবি নিয়ে চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ৷ আশা করছি আমাদের দাবিগুলি তিনি মানবেন ৷ তার আঁচও কিছুটা পেয়েছি । বাজেটে কোনও সিদ্ধান্তের কথা নিশ্চয়ই জানানো হবে ৷"

গয়নার ক্ষেত্রে EMI ব্যবস্থা চালুর বিষয়টিকে স্বাগত জানাচ্ছেন ক্রেতারাও ৷ সৌম্যদীপ ঘোষ ও প্রিয়াঙ্কা ময়রার কথায়, "ইএমআই ব্যবস্থা চালু হলে অত্যন্ত ভালো হয় । অনেক সময় একটা গয়না পছন্দ হলে তার দাম শুনে আর নেওয়া যায় না ৷ কারণ বাজেট তো নির্দিষ্ট থাকে । তবে সেই বাঁধন থাকবে না যদি EMI চালু হয় । তাহলে পছন্দকে গুরুত্ব দেওয়াটাই প্রধান হবে ৷ দাম মেটানো নিয়ে খুব চাপ হবে না । এমনটা যদি হয় তাহলে আমাদের মত আমজনতা হাতের নাগালে আসবে সোনা গয়না ।"

কলকাতা, 18 জুলাই: এখন EMI-এর যুগ ৷ বাড়ি, গাড়ি বা ফোন কেনার ক্ষেত্রে EMI-এর দিকেই বেশি ঝুঁকছেন ক্রেতারা ৷ এক সঙ্গে অনেকটা টাকা পকেট থেকে খসার বদলে ধীরে ধীরে টাকা পরিশোধ করাতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করছেন তাঁরা ৷ এবার EMI দিয়ে কিনতে পারবেন সোনার গয়নাও ৷ না এখনই এই ব্যবস্থা চালু হচ্ছে না ৷ তবে কেন্দ্রের কাছে গোনার গয়না কেনার ক্ষেত্রে EMI ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা ৷ তাতে সায় মিললেই এই ব্যবস্থা চালু হতে পারে ৷

সোনার গয়না কিনতেও মিলবে EMI (ইটিভি ভারত)

এই প্রসঙ্গে স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি সমর দে বলেন,"দেশে যে কোনও জিনিস কেনার ক্ষেত্রেই এখন EMI-এর সুযোগ আছে । একমাত্র সোনার ক্ষেত্রেই নেই । যেহেতু সোনার দাম অনেকটা বেড়ে গিয়েছে তাই ক্রেতাদের সুবিধার্থে EMI চালু করে দেওয়া হোক । এর ফলে বিয়ে-সহ নানা অনুষ্ঠানে প্রয়োজন মত তারা পছন্দের গয়না কিনতে পারবেন ।"

বর্তমান বাজারে সোনার দাম পেরিয়েছে 70 হাজারের গণ্ডি । 22 ক্যারেট হলমার্ক সোনার 10 গ্রামের দাম 70 হাজার টাকারও বেশি । এরপর জিএসটি ও মজুরি অতিরিক্ত । ফলে আমজনতার কাছে এখন প্রিয় ও পছন্দের সোনা কেনা দিবা স্বপ্ন । তবে স্বর্ণ ব্যবসায়ীরা কেন্দ্রীয় সরকারকে এই EMI ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে ৷ যার জেরে বহু মূল্যের সোনার গয়না কিনতে আর কোনও আর্থিক চিন্তা করতে হবে না । মুহূর্তে হবে মুশকিল আসান ।

EMI system in Gold purchase
EMI-তে সোনা কেনার সুযোগ (নিজস্ব ছবি)

ব্যবসায়ী সংগঠনের দাবি, EMI ব্যবস্থা চালু হলে ক্রেতাদের ভীষণ সুবিধা হবে ৷ আর বাজেটে কাটছাঁট করতে হবে না তাঁদের । কারণ প্রতি মাসে অল্প অল্প করে গয়নার টাকা পরিশোধ করা যাবে ৷ তাই মনপসন্দ গয়না কিনতে পারবেন ক্রেতারা । সুবিধা হবে বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রেও । অন্যদিকে EMI ব্যবস্থা চালু হলে সুবিধা হবে ব্যাবসায়ীদেরও ৷ মন্দা বাজারে আসবে জোয়ার ৷ ব্যবসা বাড়বে 10 গুণেরও বেশি । মুনাফা দেখবেন সোনার গয়না বিক্রেতারা ৷ চাঙ্গা হবে তাঁদের ব্যবসা । পাশাপাশি ক্রেতা ও বিক্রেতা উভয়ের সুবিধার মাঝেও সরকার পাবে বিপুল পরিমাণ জিএসটি বাবদ রাজস্বের টাকাও । তিন পক্ষের ক্ষেত্রেই এই প্রস্তাব ইতিবাচক হবে ।

EMI system in Gold purchase
সোনার ব্যবসায়ীদের EMI চালুর আর্জি কেন্দ্রের কাছে (নিজস্ব ছবি)

স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতির সমর দে'র বক্তব্য, "এতে সোনা কেনার ক্ষমতা যেমন বাড়বে, তেমন আমাদের ব্যবসাও বাড়বে ৷ একইভাবে আমাদের কাছে অর্ডার এলে গয়না শিল্পীরাও বেশি বরাত পাবেন ৷ বেশি আয় হবে সকলের । পাশাপাশি জিএসটি বাবদ সরকারের রাজস্ব আয় হবে বিপুল টাকা । আমরা এই দাবি নিয়ে চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ৷ আশা করছি আমাদের দাবিগুলি তিনি মানবেন ৷ তার আঁচও কিছুটা পেয়েছি । বাজেটে কোনও সিদ্ধান্তের কথা নিশ্চয়ই জানানো হবে ৷"

গয়নার ক্ষেত্রে EMI ব্যবস্থা চালুর বিষয়টিকে স্বাগত জানাচ্ছেন ক্রেতারাও ৷ সৌম্যদীপ ঘোষ ও প্রিয়াঙ্কা ময়রার কথায়, "ইএমআই ব্যবস্থা চালু হলে অত্যন্ত ভালো হয় । অনেক সময় একটা গয়না পছন্দ হলে তার দাম শুনে আর নেওয়া যায় না ৷ কারণ বাজেট তো নির্দিষ্ট থাকে । তবে সেই বাঁধন থাকবে না যদি EMI চালু হয় । তাহলে পছন্দকে গুরুত্ব দেওয়াটাই প্রধান হবে ৷ দাম মেটানো নিয়ে খুব চাপ হবে না । এমনটা যদি হয় তাহলে আমাদের মত আমজনতা হাতের নাগালে আসবে সোনা গয়না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.