কলকাতা, 18 জুলাই: এখন EMI-এর যুগ ৷ বাড়ি, গাড়ি বা ফোন কেনার ক্ষেত্রে EMI-এর দিকেই বেশি ঝুঁকছেন ক্রেতারা ৷ এক সঙ্গে অনেকটা টাকা পকেট থেকে খসার বদলে ধীরে ধীরে টাকা পরিশোধ করাতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করছেন তাঁরা ৷ এবার EMI দিয়ে কিনতে পারবেন সোনার গয়নাও ৷ না এখনই এই ব্যবস্থা চালু হচ্ছে না ৷ তবে কেন্দ্রের কাছে গোনার গয়না কেনার ক্ষেত্রে EMI ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা ৷ তাতে সায় মিললেই এই ব্যবস্থা চালু হতে পারে ৷
এই প্রসঙ্গে স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি সমর দে বলেন,"দেশে যে কোনও জিনিস কেনার ক্ষেত্রেই এখন EMI-এর সুযোগ আছে । একমাত্র সোনার ক্ষেত্রেই নেই । যেহেতু সোনার দাম অনেকটা বেড়ে গিয়েছে তাই ক্রেতাদের সুবিধার্থে EMI চালু করে দেওয়া হোক । এর ফলে বিয়ে-সহ নানা অনুষ্ঠানে প্রয়োজন মত তারা পছন্দের গয়না কিনতে পারবেন ।"
বর্তমান বাজারে সোনার দাম পেরিয়েছে 70 হাজারের গণ্ডি । 22 ক্যারেট হলমার্ক সোনার 10 গ্রামের দাম 70 হাজার টাকারও বেশি । এরপর জিএসটি ও মজুরি অতিরিক্ত । ফলে আমজনতার কাছে এখন প্রিয় ও পছন্দের সোনা কেনা দিবা স্বপ্ন । তবে স্বর্ণ ব্যবসায়ীরা কেন্দ্রীয় সরকারকে এই EMI ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে ৷ যার জেরে বহু মূল্যের সোনার গয়না কিনতে আর কোনও আর্থিক চিন্তা করতে হবে না । মুহূর্তে হবে মুশকিল আসান ।
ব্যবসায়ী সংগঠনের দাবি, EMI ব্যবস্থা চালু হলে ক্রেতাদের ভীষণ সুবিধা হবে ৷ আর বাজেটে কাটছাঁট করতে হবে না তাঁদের । কারণ প্রতি মাসে অল্প অল্প করে গয়নার টাকা পরিশোধ করা যাবে ৷ তাই মনপসন্দ গয়না কিনতে পারবেন ক্রেতারা । সুবিধা হবে বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রেও । অন্যদিকে EMI ব্যবস্থা চালু হলে সুবিধা হবে ব্যাবসায়ীদেরও ৷ মন্দা বাজারে আসবে জোয়ার ৷ ব্যবসা বাড়বে 10 গুণেরও বেশি । মুনাফা দেখবেন সোনার গয়না বিক্রেতারা ৷ চাঙ্গা হবে তাঁদের ব্যবসা । পাশাপাশি ক্রেতা ও বিক্রেতা উভয়ের সুবিধার মাঝেও সরকার পাবে বিপুল পরিমাণ জিএসটি বাবদ রাজস্বের টাকাও । তিন পক্ষের ক্ষেত্রেই এই প্রস্তাব ইতিবাচক হবে ।
স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতির সমর দে'র বক্তব্য, "এতে সোনা কেনার ক্ষমতা যেমন বাড়বে, তেমন আমাদের ব্যবসাও বাড়বে ৷ একইভাবে আমাদের কাছে অর্ডার এলে গয়না শিল্পীরাও বেশি বরাত পাবেন ৷ বেশি আয় হবে সকলের । পাশাপাশি জিএসটি বাবদ সরকারের রাজস্ব আয় হবে বিপুল টাকা । আমরা এই দাবি নিয়ে চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ৷ আশা করছি আমাদের দাবিগুলি তিনি মানবেন ৷ তার আঁচও কিছুটা পেয়েছি । বাজেটে কোনও সিদ্ধান্তের কথা নিশ্চয়ই জানানো হবে ৷"
গয়নার ক্ষেত্রে EMI ব্যবস্থা চালুর বিষয়টিকে স্বাগত জানাচ্ছেন ক্রেতারাও ৷ সৌম্যদীপ ঘোষ ও প্রিয়াঙ্কা ময়রার কথায়, "ইএমআই ব্যবস্থা চালু হলে অত্যন্ত ভালো হয় । অনেক সময় একটা গয়না পছন্দ হলে তার দাম শুনে আর নেওয়া যায় না ৷ কারণ বাজেট তো নির্দিষ্ট থাকে । তবে সেই বাঁধন থাকবে না যদি EMI চালু হয় । তাহলে পছন্দকে গুরুত্ব দেওয়াটাই প্রধান হবে ৷ দাম মেটানো নিয়ে খুব চাপ হবে না । এমনটা যদি হয় তাহলে আমাদের মত আমজনতা হাতের নাগালে আসবে সোনা গয়না ।"