কলকাতা, 26 মার্চ: বাইরে থেকে তালাবন্ধ ফ্ল্যাট ৷ কালো ধোঁয়া বের হচ্ছে ঘর থেকে ৷ দরজা ভাঙতেই মিলল বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ ৷ উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে পাটুলি থানা এলাকার বাঘাযতীনের একটি ফ্ল্যাটে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছেলের সঙ্গে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন বৃদ্ধা । বুধবার ফ্ল্যাটের ভিতর থেকে কালো ধোঁয়া বেরতে দেখে আঁতকে ওঠেন বাসিন্দারা । সেই সময় বাইরে থেকে দরজায় তালা দেওয়া ছিল বলে পুলিশকে জানায় বাসিন্দারা । খবর পেয়ে পাটুলি থানার পুলিশ ঘটনাস্থলে আসে । এরপর দরজা ভেঙে দেহ উদ্ধার করে তারা । পরে দেহটিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । তবে ঘটনার পর থেকে বৃদ্ধার ছেলের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে ৷
নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । দেহটি দেখে তাদের প্রাথমিকভাবে অনুমান, ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে । এছাড়াও ঘটনার পর থেকে তাঁর ছেলে নিখোঁজ ৷ এই ব্যাপারটি খুনের দিকে বিষয়টিকে আরও বেশি করে ইঙ্গিত করছে । তবে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ।"
সন্ধ্যার দিকে ঘটনাস্থলে যেতে পারেন কলকাতা পুলিশের ফরেন্সিক বিভাগের গোয়েন্দারা । ফলে বাইরে থেকে কোনও লোকজন যাতে ঘটনাস্থলে পৌঁছতে না পারে, তথ্যপ্রমাণ যাতে ঘেঁটে না যায়, তার জন্য এলাকাটি ঘিরে রাখা হয়েছে । ঘরের বাইরে বসানো হয়েছে পুলিশ পিকেট । তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে এদিন দুপুরবেলা পোড়া গন্ধ বের হচ্ছিল ওই ফ্ল্যাট থেকে । বেশ কয়েকবার দরজা ধাক্কা দিলেও কেউ দরজা খোলেননি । যেহেতু দরজা বাইরে থেকে বন্ধ ছিল ফলে এলাকার বাসিন্দারা প্রথমে খবর দেয় পাটুলি থানায় । তবে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে ।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলকে । আগুন কোনোভাবে নিয়ন্ত্রণ করে দরজা খুললে দেখা যায়, ওই বৃদ্ধা মেঝেতে পড়ে রয়েছেন । অগ্নিদগ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তাঁকে । কিন্তু ঘটনার নেপথ্যে কী কারণ, তা এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি । ইতিমধ্যেই নিখোঁজ ছেলের সন্ধান চালাচ্ছে পুলিশ ।
ঘটনা তদন্ত নেমে পাটুলি থানার পুলিশ বাড়ি সংলগ্ন বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে । ঘটনার আগে নাকি পরে তাঁর ছেলে বাড়ি থেকে বেরিয়েছে, সেই বিষয়টিও খোঁজখবর শুরু করেছে পুলিশ । ঘটনার তদন্তে এলাকার বাসিন্দাদের সঙ্গে পুলিশ কথা বলে গোটা বিষয়টি বোঝার চেষ্টা করছে । কিন্তু কী থেকে আগুন ধরল কিংবা আগুন লাগানো হল কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় । পরীক্ষার পরেই আগুন লাগার সঠিক কারণ জানা যাবে । দমকলের প্রাথমিক অনুমান, আগুন জ্বালানোর জন্য কোনও রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে ।