ETV Bharat / state

বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে 'আগুনের গোলা' ! আতঙ্কে বাসিন্দারা, কী বলল বিএসএফ ? - BSF Security Dril

Attack Fear in Nadia Village: রাতের অন্ধকারে বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে এসে পড়ল 'আগুনের গোলা' ৷ স্বাধীনতা দিবসের আগে পড়শি দেশের দিক থেকে আসা জিনিস দেখে আতঙ্কে গ্রামবাসীরা ৷ আশ্বস্ত করল বিএসএফ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 12, 2024, 3:08 PM IST

Attack Fear in Nadia Village
অজানা আলো দেখে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে আতঙ্ক (নিজস্ব ছবি)

নদিয়া, 12 অগস্ট: সামনেই 15 অগস্ট ৷ দেশের স্বাধীনতা দিবস ৷ পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি এখন যথেষ্ট উত্তেজনাপূর্ণ ৷ এরই মাঝে হঠাৎ বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার একটি গ্রামে বাড়ির উঠোনে রাতের অন্ধকারে এসে পড়ল 'আগুনের গোলা', যা দেখে আতঙ্কের সৃষ্টি হল গ্রামবাসীদের মধ্যে ৷

রাতের অন্ধকারে সীমান্তবর্তী গ্রামে 'আগুনের গোলা' (ইটিভি ভারত)

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম ধরমপুরে । যার পাশেই রয়েছে টুঙ্গি সীমান্ত ৷ মধ্যরাতে এই গ্রামেই বাংলাদেশের দিক থেকে 'আগুনের গোলা'র মতো একটি জিনিস হঠাৎ গৃহস্থের উঠোনে এসে পড়ে । এরপরেই গ্রামবাসীদের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক । ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । খবর দেওয়া হয় বিএসএফকেও ।

গ্রামবাসী ইসিতা সরকারের কথায়, "আমাদের এখান থেকে 200 মিটার দূরত্বে সীমান্ত ৷ গতকাল মধ্যরাতে সেখানে গুলি চলার আওয়াজ পাওয়া যায় ৷ তার কিছুক্ষণ পরেই কিছু একটা আকাশে উঠে চারিদিকে আলো হয়ে গেল ৷ আমরা তাতে খুব ভয় পেয়ে গিয়েছিলাম ৷ ওই আলোটা খানিক পরে নিভে যায় ৷ এর 15 মিনিট পর ফের গুলি চলার আওয়াজ হয় ৷ সেটা উপরে উঠে বাড়ির উঠোনে পড়ল ৷ আগুনের মতো জ্বলার পর নিভে যায় ৷ আমরা জানি না জিনিসটা কী, তাই প্রচণ্ড ভয় পেয়ে যাই ৷ মনে হল যদি কিছু বিস্ফোরণ ঘটে ৷"

বিএসএফের তরফ থেকে গ্রামবাসীদের জানানো হয়েছে, এতে আতঙ্কের কিছু নেই । সামনে 15 অগস্ট ৷ কোনওরকম জঙ্গি অনুপ্রবেশ যাতে সীমান্তবর্তী এলাকা দিয়ে দেশের মধ্যে না ঘটে, তার জন্য বিএসএফ এক ধরনের বিশেষ লাইট ব্যবহার করছে । যে লাইটের উজ্জ্বল আলোয় রাতের অন্ধকারেও কোনও ব্যক্তি সীমান্তবর্তী এলাকা দিয়ে ঢোকার চেষ্টা করলে তা স্পষ্ট চোখে পড়বে পাহারারত বিএসএফ কর্মীদের । কোনওভাবেই হাওয়ার দাপটে এই লাইট দিকভ্রষ্ট হয়ে বাড়ির উঠোনে গিয়ে পড়ে ।

বিএসএফের জওয়ানেরা গ্রামবাসীদের কাছে গিয়ে ব্যাপারটা সম্পূর্ণ খুলে বলেন । তাঁরা আরও আশ্বস্ত করেছেন, সীমান্তবর্তী গ্রামবাসীদের পাশে রয়েছেন কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা । বিএসএফের আধিকারিকদের কাছ থেকে আশ্বাসবার্তা পাওয়ার পরেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গ্রামবাসীরা ৷ স্বাধীনতা দিবসের আগে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে জোরদার করা হয়েছে বিএসএফের পাহারা । সম্প্রতি পড়শি দেশের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠায় পাহারা আগেই জোরাল ছিল সীমান্তবর্তী এলাকায় । সেই নজরদারিতে আরও এক ধাপ কড়াকড়ি করল বিএসএফ ।

নদিয়া, 12 অগস্ট: সামনেই 15 অগস্ট ৷ দেশের স্বাধীনতা দিবস ৷ পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি এখন যথেষ্ট উত্তেজনাপূর্ণ ৷ এরই মাঝে হঠাৎ বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার একটি গ্রামে বাড়ির উঠোনে রাতের অন্ধকারে এসে পড়ল 'আগুনের গোলা', যা দেখে আতঙ্কের সৃষ্টি হল গ্রামবাসীদের মধ্যে ৷

রাতের অন্ধকারে সীমান্তবর্তী গ্রামে 'আগুনের গোলা' (ইটিভি ভারত)

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম ধরমপুরে । যার পাশেই রয়েছে টুঙ্গি সীমান্ত ৷ মধ্যরাতে এই গ্রামেই বাংলাদেশের দিক থেকে 'আগুনের গোলা'র মতো একটি জিনিস হঠাৎ গৃহস্থের উঠোনে এসে পড়ে । এরপরেই গ্রামবাসীদের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক । ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । খবর দেওয়া হয় বিএসএফকেও ।

গ্রামবাসী ইসিতা সরকারের কথায়, "আমাদের এখান থেকে 200 মিটার দূরত্বে সীমান্ত ৷ গতকাল মধ্যরাতে সেখানে গুলি চলার আওয়াজ পাওয়া যায় ৷ তার কিছুক্ষণ পরেই কিছু একটা আকাশে উঠে চারিদিকে আলো হয়ে গেল ৷ আমরা তাতে খুব ভয় পেয়ে গিয়েছিলাম ৷ ওই আলোটা খানিক পরে নিভে যায় ৷ এর 15 মিনিট পর ফের গুলি চলার আওয়াজ হয় ৷ সেটা উপরে উঠে বাড়ির উঠোনে পড়ল ৷ আগুনের মতো জ্বলার পর নিভে যায় ৷ আমরা জানি না জিনিসটা কী, তাই প্রচণ্ড ভয় পেয়ে যাই ৷ মনে হল যদি কিছু বিস্ফোরণ ঘটে ৷"

বিএসএফের তরফ থেকে গ্রামবাসীদের জানানো হয়েছে, এতে আতঙ্কের কিছু নেই । সামনে 15 অগস্ট ৷ কোনওরকম জঙ্গি অনুপ্রবেশ যাতে সীমান্তবর্তী এলাকা দিয়ে দেশের মধ্যে না ঘটে, তার জন্য বিএসএফ এক ধরনের বিশেষ লাইট ব্যবহার করছে । যে লাইটের উজ্জ্বল আলোয় রাতের অন্ধকারেও কোনও ব্যক্তি সীমান্তবর্তী এলাকা দিয়ে ঢোকার চেষ্টা করলে তা স্পষ্ট চোখে পড়বে পাহারারত বিএসএফ কর্মীদের । কোনওভাবেই হাওয়ার দাপটে এই লাইট দিকভ্রষ্ট হয়ে বাড়ির উঠোনে গিয়ে পড়ে ।

বিএসএফের জওয়ানেরা গ্রামবাসীদের কাছে গিয়ে ব্যাপারটা সম্পূর্ণ খুলে বলেন । তাঁরা আরও আশ্বস্ত করেছেন, সীমান্তবর্তী গ্রামবাসীদের পাশে রয়েছেন কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা । বিএসএফের আধিকারিকদের কাছ থেকে আশ্বাসবার্তা পাওয়ার পরেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গ্রামবাসীরা ৷ স্বাধীনতা দিবসের আগে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে জোরদার করা হয়েছে বিএসএফের পাহারা । সম্প্রতি পড়শি দেশের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠায় পাহারা আগেই জোরাল ছিল সীমান্তবর্তী এলাকায় । সেই নজরদারিতে আরও এক ধাপ কড়াকড়ি করল বিএসএফ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.