ETV Bharat / state

26 এপ্রিল ব্রিগেড হচ্ছেই, ধোঁয়াশা কাটিয়ে বার্তা কামরুজ্জামানের - BRIGADE RALLY

ইমাম ইদাইন কারী ফজলুর রহমান একটি ভিডিয়ো বার্তা ঘিরে ব্রিগেড নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে ৷ সেই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন মহম্মদ কামরুজ্জামান ৷

Brigade rally
26 এপ্রিল ব্রিগেড হচ্ছেই বলে দাবি মহম্মদ কামরুজ্জামানের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 16, 2025 at 1:12 PM IST

3 Min Read

কলকাতা, 16 এপ্রিল: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে 26 এপ্রিল ব্রিগেড সমাবেশ হচ্ছেই ৷ ধোঁয়াশা কাটিয়ে এমনটাই বার্তা দিলেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে এই ব্রিগেড সমাবেশের অন্যতম যুগ্ম-আহ্বায়ক মহম্মদ কামরুজ্জামান ৷

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে 26 এপ্রিলের ব্রিগেড সমাবেশ হওয়ার কথা রয়েছে ৷ কিন্তু শেষ পর্যন্ত তা হবে কি না, সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । এই ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিলেন সংগঠনের আহ্বায়ক তথা ইমামে ইদাইন কারী ফজলুর রহমান ৷ কিন্তু সম্প্রতি তারই একটা ভিডিয়ো বার্তা প্রকাশ্যে আশায় এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । যদিও সংগঠকদের তরফ থেকে এখনই ওয়াকফ নিয়ে যে ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে তা বাতিল করার কথা বলা হচ্ছে না । উলটে ইমামে ইদাইন তথা প্রবীণ কারী ফজলুর রহমান কেন হঠাৎ করে এমন ভিডিয়ো বার্তা দিলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

মহম্মদ কামরুজ্জামান বলছেন, "ইতিমধ্যেই ব্রিগেডের প্রস্তুতি চরম পর্যায়ে চলছে । সেনা এবং প্রশাসনের তরফ থেকে এই মহাসমাবেশের জন্য অনুমতিও নেওয়া হয়েছে । আমরা জেলায় জেলায় এই নিয়ে পুরোদমে প্রচার করছি । প্রশাসনের তরফ থেকে ওয়াকফ নিয়ে সাম্প্রতিক পরিস্থিতিতে মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না । বলা হচ্ছে আপনারা সভা করুন ৷ সেইমতো বিভিন্ন জায়গায় সভা করে ব্রিগেডের প্রচার করা হচ্ছে । কিন্তু এর মধ্যেই কারী সাহেবের এই ধরনের বার্তা কারও সঙ্গে আলোচনা না-করে দেওয়া অত্যন্ত দুঃখজনক।"

মহম্মদ কামরুজ্জামানের বক্তব্য, "কারী সাহেবের দেওয়া বার্তা সংগঠনের সঙ্গে আলোচনার না-করেই দেওয়া হয়েছে । কাদের চাপে কী পরিস্থিতিতে তিনি এই বার্তা দিয়েছেন আমরা তা জানি না । তবে আমি অন্যান্য যুগ্ম-আহ্বায়কদের সঙ্গে কথা বলেছি, সকলেই আমার মতো এই বিষয়টি নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে । তবে সংগঠনের তরফ থেকে এখনই ব্রিগেড বাতিল করা হচ্ছে না । পুরো শক্তি নিয়েই ওইদিন ব্রিগেড থেকে মোদি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ হবে ।"

তিনি আরও জানিয়েছেন, ব্রিগেড সমাবেশের সিদ্ধান্ত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফে নেওয়া হয়েছে । শুধু কলকাতা নয়, অন্যান্য রাজ্যেও এই ধরনের বড় সমাবেশ হবে । এখনও পর্যন্ত যে সূচি জানানো হয়েছে, তাতে 19 এপ্রিল হায়দরাবাদে এই সমাবেশ হচ্ছে ৷ দিল্লিতে হচ্ছে 22 এপ্রিল ৷ আর কলকাতায় হবে 26 এপ্রিল ।

তাঁর কথায়, "যদি এই অনুষ্ঠান বাতিল করতে হয় তার ঘোষণা করা হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকেই । অতএব এই নিয়ে বিভ্রান্ত হওয়ার দরকার নেই । ব্রিগেড সমাবেশ হচ্ছেই । ইতিমধ্যেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি খালিদ সাইফুল্লাহ রহমানি সাহেব কলকাতায় এসে পৌঁছেছেন । এই নিয়ে কোনও ধোঁয়াশার জায়গা নেই ।"

কলকাতা, 16 এপ্রিল: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে 26 এপ্রিল ব্রিগেড সমাবেশ হচ্ছেই ৷ ধোঁয়াশা কাটিয়ে এমনটাই বার্তা দিলেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে এই ব্রিগেড সমাবেশের অন্যতম যুগ্ম-আহ্বায়ক মহম্মদ কামরুজ্জামান ৷

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে 26 এপ্রিলের ব্রিগেড সমাবেশ হওয়ার কথা রয়েছে ৷ কিন্তু শেষ পর্যন্ত তা হবে কি না, সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । এই ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিলেন সংগঠনের আহ্বায়ক তথা ইমামে ইদাইন কারী ফজলুর রহমান ৷ কিন্তু সম্প্রতি তারই একটা ভিডিয়ো বার্তা প্রকাশ্যে আশায় এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । যদিও সংগঠকদের তরফ থেকে এখনই ওয়াকফ নিয়ে যে ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে তা বাতিল করার কথা বলা হচ্ছে না । উলটে ইমামে ইদাইন তথা প্রবীণ কারী ফজলুর রহমান কেন হঠাৎ করে এমন ভিডিয়ো বার্তা দিলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

মহম্মদ কামরুজ্জামান বলছেন, "ইতিমধ্যেই ব্রিগেডের প্রস্তুতি চরম পর্যায়ে চলছে । সেনা এবং প্রশাসনের তরফ থেকে এই মহাসমাবেশের জন্য অনুমতিও নেওয়া হয়েছে । আমরা জেলায় জেলায় এই নিয়ে পুরোদমে প্রচার করছি । প্রশাসনের তরফ থেকে ওয়াকফ নিয়ে সাম্প্রতিক পরিস্থিতিতে মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না । বলা হচ্ছে আপনারা সভা করুন ৷ সেইমতো বিভিন্ন জায়গায় সভা করে ব্রিগেডের প্রচার করা হচ্ছে । কিন্তু এর মধ্যেই কারী সাহেবের এই ধরনের বার্তা কারও সঙ্গে আলোচনা না-করে দেওয়া অত্যন্ত দুঃখজনক।"

মহম্মদ কামরুজ্জামানের বক্তব্য, "কারী সাহেবের দেওয়া বার্তা সংগঠনের সঙ্গে আলোচনার না-করেই দেওয়া হয়েছে । কাদের চাপে কী পরিস্থিতিতে তিনি এই বার্তা দিয়েছেন আমরা তা জানি না । তবে আমি অন্যান্য যুগ্ম-আহ্বায়কদের সঙ্গে কথা বলেছি, সকলেই আমার মতো এই বিষয়টি নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে । তবে সংগঠনের তরফ থেকে এখনই ব্রিগেড বাতিল করা হচ্ছে না । পুরো শক্তি নিয়েই ওইদিন ব্রিগেড থেকে মোদি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ হবে ।"

তিনি আরও জানিয়েছেন, ব্রিগেড সমাবেশের সিদ্ধান্ত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফে নেওয়া হয়েছে । শুধু কলকাতা নয়, অন্যান্য রাজ্যেও এই ধরনের বড় সমাবেশ হবে । এখনও পর্যন্ত যে সূচি জানানো হয়েছে, তাতে 19 এপ্রিল হায়দরাবাদে এই সমাবেশ হচ্ছে ৷ দিল্লিতে হচ্ছে 22 এপ্রিল ৷ আর কলকাতায় হবে 26 এপ্রিল ।

তাঁর কথায়, "যদি এই অনুষ্ঠান বাতিল করতে হয় তার ঘোষণা করা হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকেই । অতএব এই নিয়ে বিভ্রান্ত হওয়ার দরকার নেই । ব্রিগেড সমাবেশ হচ্ছেই । ইতিমধ্যেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি খালিদ সাইফুল্লাহ রহমানি সাহেব কলকাতায় এসে পৌঁছেছেন । এই নিয়ে কোনও ধোঁয়াশার জায়গা নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.