হাওড়া, 11 সেপ্টেম্বর: এখনও বহু মানুষের ধারণা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী 'দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি' খেতাব হাওড়ার আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেনের শতাব্দী প্রাচীন বটগাছের নামে রয়েছে ৷ ইন্টারনেট বা বিভিন্ন পাবলিক ডোমেনে খুঁজলে, উত্তর তাই আসে ৷ যদিও, সেই ঘটনা অতীত ৷ বর্তমানে 'দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি' লোকপ্রিয় বোটানিক্যাল গার্ডেনের শতাব্দী প্রাচীন গাছের নামে নেই ৷ তবে সেই হৃত সম্মান ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে ৷
একদা এই বটগাছ আয়তনের নিরিখে পৃথিবীর সবচেয়ে বিস্তৃত গাছের শিরোপা পেয়েছিল ৷ 1984 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে বিস্তৃতির নিরিখে 'দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি' হিসেবে অন্তর্ভুক্ত করা হয় বটগাছটিকে ৷ তবে, সেই শিরোপা এখন বোটানিক গার্ডেনের বটগাছের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে ৷ এই শিরোপার বর্তমান অধিকারী অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার থিন্নাম্মাপুরে অবস্থিত একটি দৈত্যাকার বটগাছ ৷ তবে, সম্প্রতি আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেনের গবেষকরা 250 বছরের প্রাচীন বটবৃক্ষের হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার করার প্রস্তুতি নিচ্ছেন ৷
বোটানিক্যাল গার্ডেনের আধিকারিক গবেষক দেবেন্দ্র সিং বলেন, "আয়তনের দিক থেকে 1984 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে প্রায় 250 বছরের পুরনো 'দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি' হিসাবে যে শিরোপাটি দেওয়া হয়েছিল, তা এখন আর নেই ৷ তা ছিনিয়ে নেওয়া হয়েছে বলতে পারেন ৷ বর্তমানে অন্ধ্রপ্রদেশের এক বিশাল বটগাছের নামে শিরোপাটি নথিভুক্ত করা হয়েছে ৷ যদিও, বলে রাখি এটা শুধুমাত্র আয়তনের দিক থেকে ৷ আমরা যদি এখানকার গাছের শাখাগুলি দেখি, তবে এই পার্কের বিশাল বটগাছটির পাঁচ হাজারের বেশি শাখা রয়েছে ৷"
তাঁর কথায়, "এটা শহুরে এলাকার একটি পার্কে অবস্থিত ৷ যেখানে অন্ধ্রপ্রদেশে অবস্থিত বিশাল বটগাছটি জঙ্গলে রয়েছে ৷ আর তার শাখা 5 হাজারেরও কম ৷ তাই আমাদের একটি বৈজ্ঞানিক দল অন্ধ্রপ্রদেশের সেই বিশাল বটগাছ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যাবে ৷ কতটা এরিয়া নিয়ে সেটি বিস্তৃত এবং অন্যান্য আরও তথ্য সংগ্রহ করতে এই মাসে রওনা হবেন তাঁরা ৷ সেই তথ্যের উপর নির্ভর করে, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে এখানকার দৈত্যাকার বটগাছের হারিয়ে যাওয়া 'দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি' শিরোপাটি ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আবার আবেদন করব ৷"
তিনি জানান, বর্তমানে হাওড়ার বোটানিক গার্ডেনের বটগাছটি 19,667 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত ৷ এটি পৃথিবীর মধ্যে জীবিত একটি বিশাল বটগাছ ৷ যেখানে অন্ধ্রপ্রদেশে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম নথিভুক্ত করা বটগাছের ক্ষেত্রফল বলা হচ্ছে, 21 হাজার বর্গমিটার ৷