ETV Bharat / state

মেয়ের বিয়ে, 7 দিনের জামিনে মুক্ত বগটুই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত আনারুল

আগামী 24 নভেম্বর, রবিবার আনারুল হোসেনের মেয়ের বিয়ে । অনুষ্ঠান সম্পন্ন হলে 27 নভেম্বর ফের বগটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে সংশোধনাগারে ফিরতে হবে ।

Bogtui massacre
মেয়ের বিয়ের জন্য জামিন পেলেন আনারুল হোসেন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2024, 1:29 PM IST

রামপুরহাট, 20 নভেম্বর: মেয়ের বিয়ের জন্য সাতদিনের জন্য জামিন পেলেন বগটুই গণহত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত আনারুল হোসেন । মঙ্গলবার কলকাতা হাইকোর্টে তাঁর শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হয় ।

2022 সালের 21 মার্চ সন্ধ্যায় খুন হন তৃণমূল কংগ্রেসের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখ । সেই রাতেই কুপিয়ে ও আগুন জ্বালিয়ে গণহত্যার ঘটনা ঘটে বীরভূমের রামপুরহাট থানার বগটুই গ্রামে । মৃত্যু হয় এক নাবালিকা-সহ 10 জনের । ঘটনার একদিন পর বগটুইয়ে পীড়িতদের সঙ্গে দেখা করতে আসেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

Bogtui massacre
বগটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আনারুল হোসেন (নিজস্ব ছবি)

বগটুই গ্রামের পীড়িতদের সামনেই পুলিশকে তৎকালীন তৃণমূল কংগ্রেসের রামপুরহাট -1 নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতার করার আদেশ দেন মুখমন্ত্রী । সেইমতো 2022 সালের 24 মার্চ তারাপীঠ থানায় আত্মসমর্পণ করেন আনারুল হোসেন । কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিবিআইকে । গ্রেফতারের সময় থেকেই সংশোধনাগারে বন্দি রয়েছেন আনারুল হোসেন-সহ বাকি ধৃতরা ।

আগামী 24 নভেম্বর রবিবার আনারুল হোসেনের মেয়ের বিয়ে । রামপুরহাটের নিশ্চিন্তপুরের বাড়িতেই হবে বিয়ের যাবতীয় অনুষ্ঠান । আনারুল হোসেনের একমাত্র মেয়ে মমতাজ ৷ তাই তাঁর বিয়ে উপলক্ষে প্যারোলে তাঁকে সাতদিনের জন্য মুক্তি দিয়েছে কলকাতা হাইকোর্ট । বিয়ে সম্পন্ন হলে 27 নভেম্বর ফের আনারুল হোসেনকে সংশোধনাগারে ফিরতে হবে ।

মেয়ে হোসেন মমতাজ বেগমের বিয়ে উপলক্ষে প্যারোলে মুক্তি চেয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন আনারুল । বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে সেই আবেদনের শুনানি ছিল । শর্ত সাপেক্ষে জামিন দেন বিচারপতি বন্দ্যোপাধ্যায় ৷

উল্লেখ্য, 2023 সালে নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্য একদিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বগটুই গণহত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনকে । সেখান থেকে বেরিয়ে আসার সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, "জেলের মধ্যে কি শরীর ভালো থাকে ? আমার মতো ভালো ছেলে বিনা দোষে জেল খাটছে ।"

রামপুরহাট, 20 নভেম্বর: মেয়ের বিয়ের জন্য সাতদিনের জন্য জামিন পেলেন বগটুই গণহত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত আনারুল হোসেন । মঙ্গলবার কলকাতা হাইকোর্টে তাঁর শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হয় ।

2022 সালের 21 মার্চ সন্ধ্যায় খুন হন তৃণমূল কংগ্রেসের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখ । সেই রাতেই কুপিয়ে ও আগুন জ্বালিয়ে গণহত্যার ঘটনা ঘটে বীরভূমের রামপুরহাট থানার বগটুই গ্রামে । মৃত্যু হয় এক নাবালিকা-সহ 10 জনের । ঘটনার একদিন পর বগটুইয়ে পীড়িতদের সঙ্গে দেখা করতে আসেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

Bogtui massacre
বগটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আনারুল হোসেন (নিজস্ব ছবি)

বগটুই গ্রামের পীড়িতদের সামনেই পুলিশকে তৎকালীন তৃণমূল কংগ্রেসের রামপুরহাট -1 নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতার করার আদেশ দেন মুখমন্ত্রী । সেইমতো 2022 সালের 24 মার্চ তারাপীঠ থানায় আত্মসমর্পণ করেন আনারুল হোসেন । কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিবিআইকে । গ্রেফতারের সময় থেকেই সংশোধনাগারে বন্দি রয়েছেন আনারুল হোসেন-সহ বাকি ধৃতরা ।

আগামী 24 নভেম্বর রবিবার আনারুল হোসেনের মেয়ের বিয়ে । রামপুরহাটের নিশ্চিন্তপুরের বাড়িতেই হবে বিয়ের যাবতীয় অনুষ্ঠান । আনারুল হোসেনের একমাত্র মেয়ে মমতাজ ৷ তাই তাঁর বিয়ে উপলক্ষে প্যারোলে তাঁকে সাতদিনের জন্য মুক্তি দিয়েছে কলকাতা হাইকোর্ট । বিয়ে সম্পন্ন হলে 27 নভেম্বর ফের আনারুল হোসেনকে সংশোধনাগারে ফিরতে হবে ।

মেয়ে হোসেন মমতাজ বেগমের বিয়ে উপলক্ষে প্যারোলে মুক্তি চেয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন আনারুল । বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে সেই আবেদনের শুনানি ছিল । শর্ত সাপেক্ষে জামিন দেন বিচারপতি বন্দ্যোপাধ্যায় ৷

উল্লেখ্য, 2023 সালে নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্য একদিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বগটুই গণহত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনকে । সেখান থেকে বেরিয়ে আসার সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, "জেলের মধ্যে কি শরীর ভালো থাকে ? আমার মতো ভালো ছেলে বিনা দোষে জেল খাটছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.