ETV Bharat / state

মাঝনদীতে ঝড়বৃষ্টির কবলে নৌকা, তার পর কী হল! দেখুন ভিডিয়ো - BOAT PASSENGERS FORTUNATELY SAVED

মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার গোসাবায় ৷ বিদ্যাধরী নদীতে গোসাবা থেকে গদখালি যাওয়ার পথে হয় এই ঘটনা ৷

BOAT PASSENGERS FORTUNATELY SAVED
মাঝনদীতে ঝড়বৃষ্টির কবলে নৌকা, তার পর কী হল! (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 4, 2025 at 4:28 PM IST

3 Min Read

গোসাবা (দক্ষিণ 24 পরগনা), 4 জুন: রাখে হরি মারে কে ! এই বাক্যটিই মঙ্গলবার বিকেলে সত্যি প্রমাণিত হল নীলাদ্রি-সুপ্রিয়াদের জীবনে ৷ মাঝনদীতে ঝড়বৃষ্টির কবলে পড়েও নৌকা পাড়ে নিয়ে আসতে সক্ষম হন মাঝি ৷ প্রাণ বাঁচে প্রায় 50-60 জন যাত্রীর ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার গোসাবায় ৷

যাত্রীরা জানাচ্ছেন, মঙ্গলবার বিকেল থেকেই আকাশ মেঘলা ছিল ৷ বৃষ্টি হবে বলেই মনে হচ্ছিল ৷ সেই পরিস্থিতিতে তাঁরা গোসাবা থেকে একটি নৌকায় ওঠেন ৷ গন্তব্য ছিল গদখালি ৷ বৃষ্টি নামার আগে গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে বলেই মনে করা হয়েছিল ৷ মাঝিও তেমনটাই মনে করেছিলেন ৷

মাঝনদীতে ঝড়বৃষ্টির কবলে নৌকা, তার পর কী হল! (ইটিভি ভারত)

কিন্তু মাঝনদীতে পৌঁছানোর পর বৃষ্টি শুরু হয় ৷ সঙ্গে ঝড়৷ ফলে বিদ্যাধরী নদী উত্তাল হয়ে ওঠে ৷ নৌকাও দুলতে শুরু করে ৷ বেশ কয়েকবার উলটে যাওয়ার উপক্রম হয় ৷ আতঙ্কে যাত্রীরা চিৎকার শুরু করেন ৷ তাঁদের চিৎকার পাড় থেকেই শোনা যাচ্ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ৷

নদীতে নৌকার অবস্থান যেখানে ছিল, সেখান থেকে চণ্ডীপুর ঘাট সবচেয়ে কাছে ছিল ৷ তবুও ওই পরিস্থিতিতে নৌকা ঘাটের কাছে আনতে সক্ষম হননি মাঝি ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় মনে হচ্ছিল যে নৌকা যেকোনও মুহূর্তে উলটে যাবে ৷ নৌকায় শিশু থেকে বৃদ্ধ-বৃদ্ধা-সহ অনেকেই ছিলেন ৷ মোটরবাইক ও অন্যান্য সরঞ্জাম ছিল ৷ পরিস্থিতি এমনই ছিল যে মনে হচ্ছিল যেকোনও মুহূর্তে মর্মান্তিক পরিণতি হতে চলেছে যাত্রীদের ৷

তবে নৌকার মাঝি হাল ছাড়েননি ৷ তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ধীরে ধীরে নৌকা পাড়ের দিকে নিয়ে আসেন ৷ তার পর কেউ কেউ নদীতেই ঝাঁপিয়ে পড়েন ৷ কোনোমতে উঠে আসেন পাড়ে ৷ মহিলা, বৃদ্ধা, শিশু যাঁরা ছিলেন, তাঁরা প্রত্যেকেই গাছের ডাল ধরে ঝড়বৃষ্টি থামার অপেক্ষা শুরু করেন ৷

স্থানীয়দের মাধ্যমেই খবর যায় গোসাবা থানায় ৷ পুলিশ যায় ঘটনাস্থলে৷ খবর যায় গোসাবা বিডিও-তেও ৷ সেখান থেকেও উদ্ধারের ব্যবস্থা করা হয় ৷ উদ্ধারে এগিয়ে যান স্থানীয় বাসিন্দারা ৷ শেষপর্যন্ত নিরাপদে বাঁচানো সম্ভব হয় সব যাত্রীকে ৷ ওই নৌকাতেই ছিলেন নীলাদ্রি মণ্ডল ৷ তিনি বলেন, ‘‘মাঝনদীতে হঠাৎ করে ঝড় ওঠে ৷ বৃষ্টি শুরু হয় ৷ নৌকার মধ্যে জল ঢুকে যায় ৷ তার পর মাঝি কোনোমতে পাড়ে নিয়ে আসে ৷ এখন আমরা সবাই সুস্থ আছি ৷’’

দক্ষিণ 24 পরগনার গোসাবার সুমন চক্রবর্তী বলেন, ‘‘গতকাল গোসাবার গদখালিতে যাত্রী পারাপার করার সময় হঠাৎই আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং হঠাৎ করে প্রবল ঝড় শুরু হয় । ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির জেরে হঠাৎই নৌকো দুলতে থাকে । নৌকার মাঝি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নৌকোটি চড়ে নিয়ে আসে । এই ঘটনায় মাঝি-সহ 60 জন যাত্রী, কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি । এই ঘটনার খবর পেয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা ওই এলাকায় পৌঁছাই এবং যাত্রীদের নিরাপদে উদ্ধার করি ৷ যাত্রীরা সকলের সুস্থ রয়েছে ।’’

তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনা থেকে শিক্ষা নিক সমস্ত মাঝিরা ৷ কারণ, খারাপ আবহাওয়ার মধ্যে নদীতে নৌকা না-নিয়ে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হয় মাঝিদের ৷ কিন্তু অধিকাংশক্ষেত্রেই তাঁরা কথা শোনেন না ৷ প্রশাসনের তরফে দেওয়া সচেতনতা ও সতর্কতার বার্তাকে গুরুত্ব দেন না মাঝিরা ৷ তার জেরে মঙ্গলবার বড় বিপদের মধ্য়ে পড়ে ওই নৌকাটি ৷ সৌভাগ্যক্রমে কারও কোনও ক্ষতি হয়নি বটে ! কিন্তু হতেও তো পারত ! ভবিষ্যতে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে মাঝিরা যাতে ঝুঁকি না-নেয় সেই বার্তাই দিয়েছে প্রশাসন ৷

আরও পড়ুন -

  1. মাঝপথে জ্বলে উঠল নৌকা ! আগুনে পুড়ে, জলে ডুবে মৃত 143
  2. ঝড়ের দাপটে নদীতে তলিয়ে গেল একাধিক নৌকা, নিখোঁজ বহু মৎস্যজীবী

গোসাবা (দক্ষিণ 24 পরগনা), 4 জুন: রাখে হরি মারে কে ! এই বাক্যটিই মঙ্গলবার বিকেলে সত্যি প্রমাণিত হল নীলাদ্রি-সুপ্রিয়াদের জীবনে ৷ মাঝনদীতে ঝড়বৃষ্টির কবলে পড়েও নৌকা পাড়ে নিয়ে আসতে সক্ষম হন মাঝি ৷ প্রাণ বাঁচে প্রায় 50-60 জন যাত্রীর ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার গোসাবায় ৷

যাত্রীরা জানাচ্ছেন, মঙ্গলবার বিকেল থেকেই আকাশ মেঘলা ছিল ৷ বৃষ্টি হবে বলেই মনে হচ্ছিল ৷ সেই পরিস্থিতিতে তাঁরা গোসাবা থেকে একটি নৌকায় ওঠেন ৷ গন্তব্য ছিল গদখালি ৷ বৃষ্টি নামার আগে গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে বলেই মনে করা হয়েছিল ৷ মাঝিও তেমনটাই মনে করেছিলেন ৷

মাঝনদীতে ঝড়বৃষ্টির কবলে নৌকা, তার পর কী হল! (ইটিভি ভারত)

কিন্তু মাঝনদীতে পৌঁছানোর পর বৃষ্টি শুরু হয় ৷ সঙ্গে ঝড়৷ ফলে বিদ্যাধরী নদী উত্তাল হয়ে ওঠে ৷ নৌকাও দুলতে শুরু করে ৷ বেশ কয়েকবার উলটে যাওয়ার উপক্রম হয় ৷ আতঙ্কে যাত্রীরা চিৎকার শুরু করেন ৷ তাঁদের চিৎকার পাড় থেকেই শোনা যাচ্ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ৷

নদীতে নৌকার অবস্থান যেখানে ছিল, সেখান থেকে চণ্ডীপুর ঘাট সবচেয়ে কাছে ছিল ৷ তবুও ওই পরিস্থিতিতে নৌকা ঘাটের কাছে আনতে সক্ষম হননি মাঝি ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় মনে হচ্ছিল যে নৌকা যেকোনও মুহূর্তে উলটে যাবে ৷ নৌকায় শিশু থেকে বৃদ্ধ-বৃদ্ধা-সহ অনেকেই ছিলেন ৷ মোটরবাইক ও অন্যান্য সরঞ্জাম ছিল ৷ পরিস্থিতি এমনই ছিল যে মনে হচ্ছিল যেকোনও মুহূর্তে মর্মান্তিক পরিণতি হতে চলেছে যাত্রীদের ৷

তবে নৌকার মাঝি হাল ছাড়েননি ৷ তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ধীরে ধীরে নৌকা পাড়ের দিকে নিয়ে আসেন ৷ তার পর কেউ কেউ নদীতেই ঝাঁপিয়ে পড়েন ৷ কোনোমতে উঠে আসেন পাড়ে ৷ মহিলা, বৃদ্ধা, শিশু যাঁরা ছিলেন, তাঁরা প্রত্যেকেই গাছের ডাল ধরে ঝড়বৃষ্টি থামার অপেক্ষা শুরু করেন ৷

স্থানীয়দের মাধ্যমেই খবর যায় গোসাবা থানায় ৷ পুলিশ যায় ঘটনাস্থলে৷ খবর যায় গোসাবা বিডিও-তেও ৷ সেখান থেকেও উদ্ধারের ব্যবস্থা করা হয় ৷ উদ্ধারে এগিয়ে যান স্থানীয় বাসিন্দারা ৷ শেষপর্যন্ত নিরাপদে বাঁচানো সম্ভব হয় সব যাত্রীকে ৷ ওই নৌকাতেই ছিলেন নীলাদ্রি মণ্ডল ৷ তিনি বলেন, ‘‘মাঝনদীতে হঠাৎ করে ঝড় ওঠে ৷ বৃষ্টি শুরু হয় ৷ নৌকার মধ্যে জল ঢুকে যায় ৷ তার পর মাঝি কোনোমতে পাড়ে নিয়ে আসে ৷ এখন আমরা সবাই সুস্থ আছি ৷’’

দক্ষিণ 24 পরগনার গোসাবার সুমন চক্রবর্তী বলেন, ‘‘গতকাল গোসাবার গদখালিতে যাত্রী পারাপার করার সময় হঠাৎই আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং হঠাৎ করে প্রবল ঝড় শুরু হয় । ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির জেরে হঠাৎই নৌকো দুলতে থাকে । নৌকার মাঝি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নৌকোটি চড়ে নিয়ে আসে । এই ঘটনায় মাঝি-সহ 60 জন যাত্রী, কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি । এই ঘটনার খবর পেয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা ওই এলাকায় পৌঁছাই এবং যাত্রীদের নিরাপদে উদ্ধার করি ৷ যাত্রীরা সকলের সুস্থ রয়েছে ।’’

তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনা থেকে শিক্ষা নিক সমস্ত মাঝিরা ৷ কারণ, খারাপ আবহাওয়ার মধ্যে নদীতে নৌকা না-নিয়ে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হয় মাঝিদের ৷ কিন্তু অধিকাংশক্ষেত্রেই তাঁরা কথা শোনেন না ৷ প্রশাসনের তরফে দেওয়া সচেতনতা ও সতর্কতার বার্তাকে গুরুত্ব দেন না মাঝিরা ৷ তার জেরে মঙ্গলবার বড় বিপদের মধ্য়ে পড়ে ওই নৌকাটি ৷ সৌভাগ্যক্রমে কারও কোনও ক্ষতি হয়নি বটে ! কিন্তু হতেও তো পারত ! ভবিষ্যতে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে মাঝিরা যাতে ঝুঁকি না-নেয় সেই বার্তাই দিয়েছে প্রশাসন ৷

আরও পড়ুন -

  1. মাঝপথে জ্বলে উঠল নৌকা ! আগুনে পুড়ে, জলে ডুবে মৃত 143
  2. ঝড়ের দাপটে নদীতে তলিয়ে গেল একাধিক নৌকা, নিখোঁজ বহু মৎস্যজীবী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.