ETV Bharat / state

নবান্নে সরকার গড়াই মূল লক্ষ্য, মমতার ঘুম ওড়াবে বিজেপি: সুকান্ত - BJP State Committee Meeting

BJP State Committee Meeting: নবান্নে গেরুয়া পতাকা উত্তোলন করাই বিজেপির আসল লক্ষ্য ৷ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ঘুম ওড়াবে বিজেপি ৷ রাজ্য কমিটির বৈঠকে এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 1:53 PM IST

Updated : Jul 17, 2024, 3:42 PM IST

ETV BHARAT
বিজেপির রাজ্য কমিটির বৈঠকে সুকান্ত (নিজস্ব চিত্র)

কলকাতা, 17 জুলাই: নবান্নের উপরে গেরুয়া পতাকা উত্তোলন করাই বিজেপির আসল লক্ষ্য । মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়িয়ে বিজেপি থামবে । আজ রাজ্য কমিটির বৈঠকে বিজেপির কর্মকর্তাদের প্রতি এই বার্তাই দিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।

লোকসভা নির্বাচনের পর আজ সকাল থেকেই সায়েন্স সিটিতে বঙ্গ বিজেপির রাজ্য কমিটির বৈঠক বসেছে । লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি থেকে শুরু করে আগামীদিনে দল কীভাবে পথ চলবে, কী বা হবে আগামী দিনের কর্মসূচি, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজ । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল ছাড়াও কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খাট্টারও উপস্থিত রয়েছেন এই বৈঠকে । এছাড়াও রয়েছেন রাজ্যে বিজেপির তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পান্ডে, সুনীল বনশাল ও অমিত মালব্য । বৈঠকে উপস্থিত রয়েছেন জেলা থেকে মণ্ডল বুথ এবং শক্তি কেন্দ্রের সমস্ত সভাপতিরা ।

আজ এই বৈঠকে প্রথমে বক্তব্য রাখেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । কর্মীদের উদ্দেশে তিনি বলেন যে, "বিজেপি হেরে গেলেও বিজেপি হারিয়ে যায়নি । বিজেপি এখনও পশ্চিমবঙ্গের রাজনীতিতে ততটাই প্রাসঙ্গিক রয়েছে যতটা আগে ছিল । বিজেপির পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে । আগের কর্মী সমর্থক এবং প্রাক্তন সভাপতিদের পরিশ্রমের ফল এখন বিজেপি পাচ্ছে । বিজেপি এক আছে । নতুন পুরনো সব মিলিয়ে বিজেপির একটাই স্রোত । সেই স্রোতে সবাই মিলিত হবে । মিডিয়ার কথায় কান দেবেন না । বিজেপি হচ্ছে গঙ্গার মতো ।"

ETV BHARAT
বিজেপির রাজ্য কমিটির বৈঠক (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন যে, "এই লোকসভা নির্বাচন বিজেপির একটা সাময়িক স্টপেজ কিন্তু এটা বিজেপির গন্তব্য নয় । লোকসভা নির্বাচনে বিজেপির যে ফলাফল হয়েছে তাতে অনেকেই বলছেন যে বিজেপি হেরে গিয়েছে । বিজেপি হারিয়ে গিয়েছে । কিন্তু এর থেকেও শিক্ষা নেওয়ার রয়েছে । রাজ্যে হয়তো বিজেপি লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেনি, তবে দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরে এবার নরেন্দ্র মোদি তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হলেন । আগে দূর দূরের মানুষজন প্রধানমন্ত্রী কে জিজ্ঞেস করলে বলতে পারতেন না ৷ তবে এখন প্রধানমন্ত্রী কে বললে এক কথায় সবাই নরেন্দ্র মোদির নাম করেন । তাই 2026 এর বিধানসভাকে লক্ষ্যমাত্রা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে ।"

সুকান্তর কথায়, এবারে পুরনিগম ও পুরসভাগুলি মিলিয়ে বেশ ভালো ফলাফল করেছে বিজেপি ৷ তবে মুখ্যমন্ত্রীর আশ্বাসে সাধারণ মানুষ হয়তো সাময়িকভাবে বোকা বনেছেন । বিজেপির রাজ্য সভাপতির হুঁশিয়ারি, "তবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়িয়ে তবেই ছাড়ব ৷ তার আগে স্তব্ধ হব না ।"

কলকাতা, 17 জুলাই: নবান্নের উপরে গেরুয়া পতাকা উত্তোলন করাই বিজেপির আসল লক্ষ্য । মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়িয়ে বিজেপি থামবে । আজ রাজ্য কমিটির বৈঠকে বিজেপির কর্মকর্তাদের প্রতি এই বার্তাই দিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।

লোকসভা নির্বাচনের পর আজ সকাল থেকেই সায়েন্স সিটিতে বঙ্গ বিজেপির রাজ্য কমিটির বৈঠক বসেছে । লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি থেকে শুরু করে আগামীদিনে দল কীভাবে পথ চলবে, কী বা হবে আগামী দিনের কর্মসূচি, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজ । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল ছাড়াও কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খাট্টারও উপস্থিত রয়েছেন এই বৈঠকে । এছাড়াও রয়েছেন রাজ্যে বিজেপির তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পান্ডে, সুনীল বনশাল ও অমিত মালব্য । বৈঠকে উপস্থিত রয়েছেন জেলা থেকে মণ্ডল বুথ এবং শক্তি কেন্দ্রের সমস্ত সভাপতিরা ।

আজ এই বৈঠকে প্রথমে বক্তব্য রাখেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । কর্মীদের উদ্দেশে তিনি বলেন যে, "বিজেপি হেরে গেলেও বিজেপি হারিয়ে যায়নি । বিজেপি এখনও পশ্চিমবঙ্গের রাজনীতিতে ততটাই প্রাসঙ্গিক রয়েছে যতটা আগে ছিল । বিজেপির পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে । আগের কর্মী সমর্থক এবং প্রাক্তন সভাপতিদের পরিশ্রমের ফল এখন বিজেপি পাচ্ছে । বিজেপি এক আছে । নতুন পুরনো সব মিলিয়ে বিজেপির একটাই স্রোত । সেই স্রোতে সবাই মিলিত হবে । মিডিয়ার কথায় কান দেবেন না । বিজেপি হচ্ছে গঙ্গার মতো ।"

ETV BHARAT
বিজেপির রাজ্য কমিটির বৈঠক (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন যে, "এই লোকসভা নির্বাচন বিজেপির একটা সাময়িক স্টপেজ কিন্তু এটা বিজেপির গন্তব্য নয় । লোকসভা নির্বাচনে বিজেপির যে ফলাফল হয়েছে তাতে অনেকেই বলছেন যে বিজেপি হেরে গিয়েছে । বিজেপি হারিয়ে গিয়েছে । কিন্তু এর থেকেও শিক্ষা নেওয়ার রয়েছে । রাজ্যে হয়তো বিজেপি লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেনি, তবে দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরে এবার নরেন্দ্র মোদি তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হলেন । আগে দূর দূরের মানুষজন প্রধানমন্ত্রী কে জিজ্ঞেস করলে বলতে পারতেন না ৷ তবে এখন প্রধানমন্ত্রী কে বললে এক কথায় সবাই নরেন্দ্র মোদির নাম করেন । তাই 2026 এর বিধানসভাকে লক্ষ্যমাত্রা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে ।"

সুকান্তর কথায়, এবারে পুরনিগম ও পুরসভাগুলি মিলিয়ে বেশ ভালো ফলাফল করেছে বিজেপি ৷ তবে মুখ্যমন্ত্রীর আশ্বাসে সাধারণ মানুষ হয়তো সাময়িকভাবে বোকা বনেছেন । বিজেপির রাজ্য সভাপতির হুঁশিয়ারি, "তবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়িয়ে তবেই ছাড়ব ৷ তার আগে স্তব্ধ হব না ।"

Last Updated : Jul 17, 2024, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.