ETV Bharat / state

বিজেপির 'চাক্কা জ্যামে' ঢুকল চারচাকা গাড়ি, মারমুখী গেরুয়া শিবিরের কর্মীরা - BJP Chakka Jam

BJP Chakka Jam at Bardhaman: আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি তুলে এদিন পূর্বস্থলী 1 নম্বর ব্লকের জাহান্নগর পঞ্চায়েতের বিদ্যানগর মোড়ে বিজেপির পক্ষ থেকে চাক্কা জ্যাম কর্মসূচি নেওয়া হয়। ঘটনার জেরে কালনা কাটোয়া এস টিকেকে রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবরোধ তুলতে যান নাদনঘাট থানার আইসি-সহ পুলিশ বাহিনী। বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় পুলিশের।

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2024, 5:53 PM IST

BJP Chakka Jam at Bardhaman
মারমুখী গেরুয়া শিবিরের কর্মীরা (ইটিভি ভারত)

পূর্বস্থলী, 6 সেপ্টেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য ৷ রাজ্যের বিভিন্ন জেলায় দিনে, রাতে চলছে প্রতিবাদ বিক্ষোভ। শুক্রবার প্রতিবাদ জানিয়ে চাক্কা জ্যামের কর্মসূচি নেয় রাজ্য বিজেপি। কলকাতার বিভিন্ন এলাকায় ছাড়াও বিভিন্ন জেলায় এই কর্মসূচি চলে। পূর্ব বর্ধমানেও চলে বিক্ষোভ অবরোধ।

বিজেপির 'চাক্কা জ্যামে' ঢুকল চারচাকা গাড়ি (ইটিভি ভারত)

সেই চাক্কা জ্যাম কর্মসূচি চলাকালীন একটা চারচাকা গাড়ি ঢুকে পড়লে বিজেপি কর্মী-সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা ড্রাইভারের দিকে মারমুখী হয়ে তেড়ে যান বলে অভিযোগ। গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে গাড়িটিকে বের করে দেয়। আর সে সময় বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পুলিশতকর্মীরা।

বিজেপির অভিযোগ, কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। এই হত্যাকাণ্ড সাধারণ কোনও হত্যার ঘটনা নয়। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের আরও অভিযোগ, এই ঘটনায় অনেক বড়ো মাথা জড়িত আছে। কিন্তু পুলিশ প্রশাসন সেই সব তথ্যকে লোপাট করার জন্য উঠেপড়ে লেগেছে। কলকাতা পুলিশ প্রথম থেকেই মামলা ধামাচাপা দিতে নির্যাতিতার পরিবারকে মোটা টাকার প্রলোভন দিয়েছিল। সেই সব তথ্য সামনে আসছে। প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ-সহ একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়। তারই অঙ্গ হিসেবে এদিন রাজ্যজুড়ে চাক্কা জ্যাম কর্মসূচি চলে।

বিজেপি নেতা রাজীব ভৌমিক বলেন, "এই হত্যা সাধারণ হত্যা নয় ৷ তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এমনকী তথ্য লোপাট করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য দফতর, এই রাজ্যের প্রশাসন সর্বোপরি মুখ্যমন্ত্রী উঠেপড়ে লেগেছে ৷ এখনও পর্যন্ত এই ষড়যন্ত্র কীভাবে হয়েছে সেটা সামনে আসতে দেয়নি। তাই আমরা এই আন্দোলন শুরু করেছি, যা চলবে ৷ মুখ্যমন্ত্রীর পদত্যাগ না-করা পর্যন্ত রাজ্যজুড়ে চাক্কা জ্যাম কর্মসূচি নেওয়া হয়েছে।"

পূর্বস্থলী, 6 সেপ্টেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য ৷ রাজ্যের বিভিন্ন জেলায় দিনে, রাতে চলছে প্রতিবাদ বিক্ষোভ। শুক্রবার প্রতিবাদ জানিয়ে চাক্কা জ্যামের কর্মসূচি নেয় রাজ্য বিজেপি। কলকাতার বিভিন্ন এলাকায় ছাড়াও বিভিন্ন জেলায় এই কর্মসূচি চলে। পূর্ব বর্ধমানেও চলে বিক্ষোভ অবরোধ।

বিজেপির 'চাক্কা জ্যামে' ঢুকল চারচাকা গাড়ি (ইটিভি ভারত)

সেই চাক্কা জ্যাম কর্মসূচি চলাকালীন একটা চারচাকা গাড়ি ঢুকে পড়লে বিজেপি কর্মী-সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা ড্রাইভারের দিকে মারমুখী হয়ে তেড়ে যান বলে অভিযোগ। গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে গাড়িটিকে বের করে দেয়। আর সে সময় বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পুলিশতকর্মীরা।

বিজেপির অভিযোগ, কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। এই হত্যাকাণ্ড সাধারণ কোনও হত্যার ঘটনা নয়। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের আরও অভিযোগ, এই ঘটনায় অনেক বড়ো মাথা জড়িত আছে। কিন্তু পুলিশ প্রশাসন সেই সব তথ্যকে লোপাট করার জন্য উঠেপড়ে লেগেছে। কলকাতা পুলিশ প্রথম থেকেই মামলা ধামাচাপা দিতে নির্যাতিতার পরিবারকে মোটা টাকার প্রলোভন দিয়েছিল। সেই সব তথ্য সামনে আসছে। প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ-সহ একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়। তারই অঙ্গ হিসেবে এদিন রাজ্যজুড়ে চাক্কা জ্যাম কর্মসূচি চলে।

বিজেপি নেতা রাজীব ভৌমিক বলেন, "এই হত্যা সাধারণ হত্যা নয় ৷ তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এমনকী তথ্য লোপাট করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য দফতর, এই রাজ্যের প্রশাসন সর্বোপরি মুখ্যমন্ত্রী উঠেপড়ে লেগেছে ৷ এখনও পর্যন্ত এই ষড়যন্ত্র কীভাবে হয়েছে সেটা সামনে আসতে দেয়নি। তাই আমরা এই আন্দোলন শুরু করেছি, যা চলবে ৷ মুখ্যমন্ত্রীর পদত্যাগ না-করা পর্যন্ত রাজ্যজুড়ে চাক্কা জ্যাম কর্মসূচি নেওয়া হয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.