ETV Bharat / state

বিজেপি করার অপরাধে রেশন বন্ধ, মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগে মিলল সমাধান - BJP Suppoters Deprived Of Ration

Ration Stopped in Arambagh: বিজেপি করার অপরাধে তিনটি পরিবারের রেশন বন্ধ করে দেওয়ার অভিযোগ ৷ আরামবাগের মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ করতেই মিলল সুরাহা ৷ গ্রাহকদের বাড়িতে গিয়ে রেশন পৌঁছে দিলেন স্থানীয় ডিলার ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 12:45 PM IST

Ration Stopped
বিজেপি কর্মীদের রেশন বন্ধের অভিযোগ (নিজস্ব ছবি)

আরামবাগ, 1 জুলাই: তৃণমূলের রোশের মুখে পড়লেন এবার বেশ কয়েকজন বিজেপি কর্মী ৷ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরই বিজেপি করার অপরাধে রেশন বন্ধের অভিযোগ উঠল । মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন বঞ্চিতরা ৷ ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরহাটি 1 নম্বর পঞ্চায়েত এলাকায় ৷

অভিযোগ করতেই রেশন মিলল বিজেপি কর্মীদের (ইটিভি ভারত)

যদিও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আরামবাগের মহকুমা শাসক সুভাষিনী ই ৷ তিনি ওই ব্যক্তিদের বাড়িতে তাঁদের রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার কথাও জানান । এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন । বিজেপি করার অপরাধে রেশন থেকে বঞ্চিতদের বাড়িতে গিয়ে রেশনের সামগ্রী তুলে দেন ডিলার । তাঁদের পাশে থাকারও আশ্বাস দেন তিনি ।

অভিযোগ করতেই রেশন মিলল বিজেপি কর্মীদের (ইটিভি ভারত)

গৌরহাটি 1 নম্বর পঞ্চায়েত প্রধান জ্যোৎস্নারা খাতুনও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ৷ তিনি বলেন, "রেশন বন্ধের বিষয়ে আমার কাছে কোনও লিখিত অভিযোগ আসেনি ৷ ঘটনাটা যদি সত্যি হয় আমি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব ৷ রাজ্য সরকারের প্রকল্পের দল দেখে দেওয়া হয় না ৷ এই সুবিধা সকলের প্রাপ্য ৷" তৃণমূলের সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী দলীয়ভাবে রেশন বন্ধের বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন ।

বিজেপির দাবি, ফল ঘোষণা হওয়ার পর থেকেই এলাকার তৃণমূলের নেতারা দাদাগিরি ফলাচ্ছে । বিজেপি কর্মী পলাশ ঘোষ, রেনুপদ ধক ও ধীরেন ধককে তৃণমূলের দলীয় অফিসে ডাকা হয় ৷ তাঁরা সেখানে না যাওয়ায় তাঁদের রেশন একেবারেই বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ । এছাড়াও অভিযোগ, বাড়ির মহিলারা রেশন আনতে গেলে তাঁদেরকে লাইন থেকে তাড়িয়ে দেওয়া হয় । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে ওই পরিবারগুলি । বাড়ির বাইরে গেলে তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ । এই বিষয়ে প্রশাসনের দারস্থ হয় স্থানীয় বিজেপি নেতৃত্ব । শুক্রবার আরামবাগ মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা ।

এলাকার রেশন ডিলার গোপাল কোলের অবশ্য দাবি, "তৃণমূলের নির্দেশে 20-22 জনের রেশন বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ পর তাঁদের আবার রেশন দেওয়া হয় ৷ কিন্তু কোনওভাবে এই তিনজন রেশন থেকে বঞ্চিত থেকে গিয়েছে ৷ তাঁরা দোকানে এলেই তাঁদের রেশন দিয়ে দেওয়া হবে ।" যদিও এই ঘটনার পর থেকে ওই রেশন ডিলারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে । তাঁকে নাকি গ্রাম ছাড়া করা হবে বলেই নিদান দেন তৃণমূলের গুন্ডাবাহিনী । এই ঘটনায় ওই রেশন ডিলার থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান ।

রেশন দুর্নীতি নিয়ে আগেই রাজ্যে কম জলঘোলা হয়নি । লোকসভা ভোটের আগে কলকাতা হাইকোর্টে রেশন দুর্নীতি মামলায় রিপোর্ট পেশ করেছিল রাজ্য সরকার । সেই রিপোর্টে বলা হয়েছিল, গোটা রাজ্য জুড়ে এখনও পর্যন্ত রেশন দুর্নীতি সংক্রান্ত 87টি অভিযোগ দায়ের হয়েছে । তার মধ্যে চার্জশিট জমা দেওয়া হয়েছে 65টি মামলায় । 20টি মামলার তদন্ত চলছে । বাকি, 2টি মামলা ত্রুটিপূর্ণ বলে দাবি রাজ্য সরকারের । এবার সেই রেশন আটকে দিল তৃণমূল নেতৃত্ব বলেই অভিযোগ বিজেপির । লোকসভা নির্বাচনে ফল ঘোষণা হওয়ার পর থেকেই আরামবাগ মহকুমায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠে আসছে ।

আরামবাগ, 1 জুলাই: তৃণমূলের রোশের মুখে পড়লেন এবার বেশ কয়েকজন বিজেপি কর্মী ৷ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরই বিজেপি করার অপরাধে রেশন বন্ধের অভিযোগ উঠল । মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন বঞ্চিতরা ৷ ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরহাটি 1 নম্বর পঞ্চায়েত এলাকায় ৷

অভিযোগ করতেই রেশন মিলল বিজেপি কর্মীদের (ইটিভি ভারত)

যদিও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আরামবাগের মহকুমা শাসক সুভাষিনী ই ৷ তিনি ওই ব্যক্তিদের বাড়িতে তাঁদের রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার কথাও জানান । এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন । বিজেপি করার অপরাধে রেশন থেকে বঞ্চিতদের বাড়িতে গিয়ে রেশনের সামগ্রী তুলে দেন ডিলার । তাঁদের পাশে থাকারও আশ্বাস দেন তিনি ।

অভিযোগ করতেই রেশন মিলল বিজেপি কর্মীদের (ইটিভি ভারত)

গৌরহাটি 1 নম্বর পঞ্চায়েত প্রধান জ্যোৎস্নারা খাতুনও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ৷ তিনি বলেন, "রেশন বন্ধের বিষয়ে আমার কাছে কোনও লিখিত অভিযোগ আসেনি ৷ ঘটনাটা যদি সত্যি হয় আমি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব ৷ রাজ্য সরকারের প্রকল্পের দল দেখে দেওয়া হয় না ৷ এই সুবিধা সকলের প্রাপ্য ৷" তৃণমূলের সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী দলীয়ভাবে রেশন বন্ধের বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন ।

বিজেপির দাবি, ফল ঘোষণা হওয়ার পর থেকেই এলাকার তৃণমূলের নেতারা দাদাগিরি ফলাচ্ছে । বিজেপি কর্মী পলাশ ঘোষ, রেনুপদ ধক ও ধীরেন ধককে তৃণমূলের দলীয় অফিসে ডাকা হয় ৷ তাঁরা সেখানে না যাওয়ায় তাঁদের রেশন একেবারেই বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ । এছাড়াও অভিযোগ, বাড়ির মহিলারা রেশন আনতে গেলে তাঁদেরকে লাইন থেকে তাড়িয়ে দেওয়া হয় । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে ওই পরিবারগুলি । বাড়ির বাইরে গেলে তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ । এই বিষয়ে প্রশাসনের দারস্থ হয় স্থানীয় বিজেপি নেতৃত্ব । শুক্রবার আরামবাগ মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা ।

এলাকার রেশন ডিলার গোপাল কোলের অবশ্য দাবি, "তৃণমূলের নির্দেশে 20-22 জনের রেশন বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ পর তাঁদের আবার রেশন দেওয়া হয় ৷ কিন্তু কোনওভাবে এই তিনজন রেশন থেকে বঞ্চিত থেকে গিয়েছে ৷ তাঁরা দোকানে এলেই তাঁদের রেশন দিয়ে দেওয়া হবে ।" যদিও এই ঘটনার পর থেকে ওই রেশন ডিলারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে । তাঁকে নাকি গ্রাম ছাড়া করা হবে বলেই নিদান দেন তৃণমূলের গুন্ডাবাহিনী । এই ঘটনায় ওই রেশন ডিলার থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান ।

রেশন দুর্নীতি নিয়ে আগেই রাজ্যে কম জলঘোলা হয়নি । লোকসভা ভোটের আগে কলকাতা হাইকোর্টে রেশন দুর্নীতি মামলায় রিপোর্ট পেশ করেছিল রাজ্য সরকার । সেই রিপোর্টে বলা হয়েছিল, গোটা রাজ্য জুড়ে এখনও পর্যন্ত রেশন দুর্নীতি সংক্রান্ত 87টি অভিযোগ দায়ের হয়েছে । তার মধ্যে চার্জশিট জমা দেওয়া হয়েছে 65টি মামলায় । 20টি মামলার তদন্ত চলছে । বাকি, 2টি মামলা ত্রুটিপূর্ণ বলে দাবি রাজ্য সরকারের । এবার সেই রেশন আটকে দিল তৃণমূল নেতৃত্ব বলেই অভিযোগ বিজেপির । লোকসভা নির্বাচনে ফল ঘোষণা হওয়ার পর থেকেই আরামবাগ মহকুমায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠে আসছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.