ETV Bharat / state

'ফোঁস করলেই ডান্ডা মেরে ঠান্ডা করে দেবেন', বিজেপি কর্মীদের পরামর্শ সুকান্তর - Sukanta Majumdar

Sukanta Majumdar on 2026 Assembly Election: আগামী বিধানসভা নির্বাচনে বুলডোজার সরকার গঠন করবে বিজেপি ৷ এমনটাই জানালেন দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2024, 12:57 PM IST

Updated : Sep 22, 2024, 4:52 PM IST

Sukanta Majumdar
মারের পালটা মারের নিদান সুকান্তর (নিজস্ব চিত্র)

বাঁকুড়া, 22 সেপ্টেম্বর: ফের দলীয় কর্মীদের মারের পালটা মারের পরামর্শ দিলেন বিজেপির রাজ্য় সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ৷ সেই সঙ্গে তাঁর সাফ বার্তা, 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে 'বুলডোজার সরকার' গঠন করবে বিজেপি ৷

ডান্ডা মেরে ঠান্ডা করার নিদান দিলেন সুকান্ত (ইটিভি ভারত)

তিনি বলেন, "আমরা গণতন্ত্রে বিশ্বাস করি ৷ তাই প্রথমে আমরা কারও উপর আক্রমণ করি না ৷ তবে কেউ মারলে তার পালটা জবাব দিতে হবে ৷ রাজ্য সভাপতি হিসাবে পরিস্কার বলছি, মার খেয়ে কাঁদতে কাঁদতে আসবেন না ৷ মার দিয়ে আসুন ৷ বাকিটা আমি দেখে নেব ৷" তিনি আরও বলেন, "সাপের মতো ফোঁস করলেই জবাবে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবেন ৷"

শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার মাচানতলার আকাশ মুক্ত মঞ্চে আরজি কর ঘটনার প্রতিবাদে একটি কর্মসূচির আয়োজন করা হয় বিজেপির তরফে ৷ সুকান্তের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিলও করেন বিজেপির কর্মী-সমর্থকরা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তোলেন তাঁরা ৷ সুকান্ত জানান, আরজি কর হাসপাতালের ঘটনায় নির্যাতিতার বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে ৷ এরপরই তৃণমূল সরকারের আক্রমণ করে তিনি বলেন, "এখন টাকা রোজগার করার করে নিন ৷ 2026 সালের নির্বাচনে এই রাজ্যে বুলডোজার সরকার গঠন করবে বিজেপি ৷"

এদিন সভার শুরুতেই আকাশ মুক্ত মঞ্চে তালা দেওয়া নিয়ে বাঁকুড়া পুরসভাকে আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি । এই মঞ্চে ওঠার দু'টি গেট রয়েছে ৷ আর দু'টি গেটেই তালা দেওয়া থাকে ৷ এদিন সেই গেট টপকে বিজেপি রাজ্য সভাপতি-সহ দলের নেতা-কর্মীরা মঞ্চে উপস্থিত হন ৷ সুকান্তের অভিযোগ, "অনুমতি থাকার সত্ত্বেও তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভা আকাশ মুক্ত মঞ্চের চাবি দেয়নি ৷ তৃণমুল ভয় পেয়ে গিয়েছে ৷ তাই তালা দিয়ে রেখেছে ৷"

অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল শিবির ৷ বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, "আমাদের দুর্ভাগ্য একটা অসভ্য লোককে বিজেপি মন্ত্রী করেছে । বাঁকুড়া লোকসভা হারের জ্বালা ভুলতে পারছে না বিজেপি ৷ তাই যা মুখে আসছে তাই বলছে । একটা অসভ্য অভদ্র লোকের কথার প্রতিক্রিয়া দিতে আমাদের লজ্জা লাগে ৷"

বাঁকুড়া, 22 সেপ্টেম্বর: ফের দলীয় কর্মীদের মারের পালটা মারের পরামর্শ দিলেন বিজেপির রাজ্য় সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ৷ সেই সঙ্গে তাঁর সাফ বার্তা, 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে 'বুলডোজার সরকার' গঠন করবে বিজেপি ৷

ডান্ডা মেরে ঠান্ডা করার নিদান দিলেন সুকান্ত (ইটিভি ভারত)

তিনি বলেন, "আমরা গণতন্ত্রে বিশ্বাস করি ৷ তাই প্রথমে আমরা কারও উপর আক্রমণ করি না ৷ তবে কেউ মারলে তার পালটা জবাব দিতে হবে ৷ রাজ্য সভাপতি হিসাবে পরিস্কার বলছি, মার খেয়ে কাঁদতে কাঁদতে আসবেন না ৷ মার দিয়ে আসুন ৷ বাকিটা আমি দেখে নেব ৷" তিনি আরও বলেন, "সাপের মতো ফোঁস করলেই জবাবে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবেন ৷"

শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার মাচানতলার আকাশ মুক্ত মঞ্চে আরজি কর ঘটনার প্রতিবাদে একটি কর্মসূচির আয়োজন করা হয় বিজেপির তরফে ৷ সুকান্তের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিলও করেন বিজেপির কর্মী-সমর্থকরা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তোলেন তাঁরা ৷ সুকান্ত জানান, আরজি কর হাসপাতালের ঘটনায় নির্যাতিতার বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে ৷ এরপরই তৃণমূল সরকারের আক্রমণ করে তিনি বলেন, "এখন টাকা রোজগার করার করে নিন ৷ 2026 সালের নির্বাচনে এই রাজ্যে বুলডোজার সরকার গঠন করবে বিজেপি ৷"

এদিন সভার শুরুতেই আকাশ মুক্ত মঞ্চে তালা দেওয়া নিয়ে বাঁকুড়া পুরসভাকে আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি । এই মঞ্চে ওঠার দু'টি গেট রয়েছে ৷ আর দু'টি গেটেই তালা দেওয়া থাকে ৷ এদিন সেই গেট টপকে বিজেপি রাজ্য সভাপতি-সহ দলের নেতা-কর্মীরা মঞ্চে উপস্থিত হন ৷ সুকান্তের অভিযোগ, "অনুমতি থাকার সত্ত্বেও তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভা আকাশ মুক্ত মঞ্চের চাবি দেয়নি ৷ তৃণমুল ভয় পেয়ে গিয়েছে ৷ তাই তালা দিয়ে রেখেছে ৷"

অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল শিবির ৷ বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, "আমাদের দুর্ভাগ্য একটা অসভ্য লোককে বিজেপি মন্ত্রী করেছে । বাঁকুড়া লোকসভা হারের জ্বালা ভুলতে পারছে না বিজেপি ৷ তাই যা মুখে আসছে তাই বলছে । একটা অসভ্য অভদ্র লোকের কথার প্রতিক্রিয়া দিতে আমাদের লজ্জা লাগে ৷"

Last Updated : Sep 22, 2024, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.