ETV Bharat / state

তুফানগঞ্জে 2 বিজেপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল - TMC Attacks BJP

TMC Attacks BJP Leaders Houses: তুফানগঞ্জে দুই বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । রাতের অন্ধকারে ভাঙচুর করা হয় বাড়ি ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন শাসকদলের নেতা ৷ পালটা গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বকেই ঘটনার জন্য দায়ী করেছেন তিনি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2024, 3:26 PM IST

Updated : Oct 2, 2024, 3:39 PM IST

TMC Attacks BJP
বিজেপি নেতাদের বাড়িতে হামলায় অভিযুক্ত তৃণমূল (নিজস্ব ছবি)

কোচবিহার, 2 অক্টোবর: পুজোর মুখে রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার জেলার তুফানগঞ্জ । একই রাতে দুই বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযোগ, ভাঙচুর করা হয় তুফানগঞ্জ শহর বিজেপি যুব মোর্চার সম্পাদক নিমাই দাস ও তুফানগঞ্জ 1 পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য সুবল বর্মনের বাড়ি । তুফানগঞ্জ পুলিশের এসডিপিও ভৈরব বাঙার বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল । গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ।"

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরে । অভিযোগ, তুফানগঞ্জ শহর 2 নম্বর ওয়ার্ড ও অন্দরান ফুলবাড়ি এলাকায় তৃণমূলের বাইক বাহিনী তাণ্ডব চালায় এবং ভাঙচুর করে বিজেপির দুই নেতার বাড়ি । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে এসে প্রাণনাশের হুমকিও দিয়ে যায় বলে অভিযোগ । পুলিশ ঘটনাস্থলে আসে ৷ তবে পরবর্তীতে ভাঙচুরের সময় বহুবার পুলিশকে ফোন করা হলেও তারা ঘটনাস্থলে আসেনি বলে অভিযোগ ।

তুফানগঞ্জে বিজেপি নেতাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ (ইটিভি ভারত)

বিজেপির যুব মোর্চার সম্পাদক নিমাই দাস বলেন, "লোকসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল বিভিন্ন এলাকায় অশান্তি করে বেড়াচ্ছে । বিজেপির নেতাকর্মীদের বাড়িতে হামলা করছে । মঙ্গলবার রাতেও আমার বাড়িতে হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । ভাঙচুর চালানো হয় । পুলিশকে ফোন করলেও পুলিশ আসেনি ।" বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য সুবল বর্মনের কথায়, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার বাড়িতে রাতের অন্ধকারে এই হামলা চালিয়েছে ।"

যদিও দলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন তুফানগঞ্জ শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ ধর । এ দিন তিনি পালটা গেরুয়া শিবিরের উপরই ঘটনার দায় চাপিয়ে বলেন, "তুফানগঞ্জে বিজেপির একাধিক গোষ্ঠী আছে । সেই গোষ্ঠীকোন্দলের জেরেই ওই ভাঙচুরের ঘটনা ঘটেছে । তৃণমূলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে ।"

কোচবিহার, 2 অক্টোবর: পুজোর মুখে রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার জেলার তুফানগঞ্জ । একই রাতে দুই বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযোগ, ভাঙচুর করা হয় তুফানগঞ্জ শহর বিজেপি যুব মোর্চার সম্পাদক নিমাই দাস ও তুফানগঞ্জ 1 পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য সুবল বর্মনের বাড়ি । তুফানগঞ্জ পুলিশের এসডিপিও ভৈরব বাঙার বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল । গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ।"

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরে । অভিযোগ, তুফানগঞ্জ শহর 2 নম্বর ওয়ার্ড ও অন্দরান ফুলবাড়ি এলাকায় তৃণমূলের বাইক বাহিনী তাণ্ডব চালায় এবং ভাঙচুর করে বিজেপির দুই নেতার বাড়ি । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে এসে প্রাণনাশের হুমকিও দিয়ে যায় বলে অভিযোগ । পুলিশ ঘটনাস্থলে আসে ৷ তবে পরবর্তীতে ভাঙচুরের সময় বহুবার পুলিশকে ফোন করা হলেও তারা ঘটনাস্থলে আসেনি বলে অভিযোগ ।

তুফানগঞ্জে বিজেপি নেতাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ (ইটিভি ভারত)

বিজেপির যুব মোর্চার সম্পাদক নিমাই দাস বলেন, "লোকসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল বিভিন্ন এলাকায় অশান্তি করে বেড়াচ্ছে । বিজেপির নেতাকর্মীদের বাড়িতে হামলা করছে । মঙ্গলবার রাতেও আমার বাড়িতে হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । ভাঙচুর চালানো হয় । পুলিশকে ফোন করলেও পুলিশ আসেনি ।" বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য সুবল বর্মনের কথায়, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার বাড়িতে রাতের অন্ধকারে এই হামলা চালিয়েছে ।"

যদিও দলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন তুফানগঞ্জ শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ ধর । এ দিন তিনি পালটা গেরুয়া শিবিরের উপরই ঘটনার দায় চাপিয়ে বলেন, "তুফানগঞ্জে বিজেপির একাধিক গোষ্ঠী আছে । সেই গোষ্ঠীকোন্দলের জেরেই ওই ভাঙচুরের ঘটনা ঘটেছে । তৃণমূলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে ।"

Last Updated : Oct 2, 2024, 3:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.