খড়গপুর, 28 মার্চ: সামনেই রামনবমী ৷ তার আগে আখড়ায় গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ খড়গপুরে তিনি বলেন, "রামনবমীতে পুলিশ বাধা দিলে থানা ঘেরাও হবে ৷ এক কোটি মানুষের উপর সমাগম হবে ৷ পুলিশ যেখানে আটকাবে সেই থানা ঘেরাও করব আমরা।" রামনবমীর আগে আখড়ার প্রস্তুতি এসে বৃহস্পতিবার শক্তি প্রদর্শন নিয়ে মন্তব্য করলেন বিজেপি নেতা ৷
এদিন বিকেলে খড়গপুর শহরের 16 নম্বর ওয়ার্ড ধোবিখাট এলাকায় রামনবমীর আখড়ার প্রস্তুতিতে উপস্থিত হন রাজ্য বিজেপির এই প্রাক্তন সভাপতি। ভগবান শ্রীরাম চন্দ্রের পুজো দেওয়ার পাশাপাশি আখড়ার গুরুদের নিজের হাতে সম্মান জানান দিলীপ ঘোষ। এরপর গদা ও লাঠি হাতে এদিন কসরৎ করলেন বিজেপির এই সর্বভারতীয় নেতা।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, "এ রাজ্যে মানুষ নিরাপদে নেই। এখানে রামনবমীর মিছিল করতে বাধা দেওয়া হয়। তাই এবারে আমরা ঠিক করেছি দায়িত্ব নিজেরাই তুলে নেব। যেখানে যেখানে পুলিশ বাধা দেবে, আটকাবে, সেই থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাবে আমাদের লোকজন। রামনবমীর ব়্যালিতে এবারে এক কোটির মানুষ জমায়েত হবে এবং শক্তি প্রদর্শন করবে ৷"
সরকারের কটাক্ষ করে তিনি বলেন, "এখানকার সরকার চলছে পুলিশ এবং গুন্ডাদের বলে। আমরা প্রয়োজনে পুলিশের পাশাপাশি গুন্ডাদের সঙ্গে লড়ব।" অর্জুন সিংয়ের বাড়িতে পুলিশ যাওয়া নিয়ে তিনি মন্তব্য করেন, অর্জুন সিং যেদিন থেকে বিজেপিতে যোগদান করেছেন সেদিন থেকে পুলিশ তাঁকে টার্গেট করছে। তাঁকে যে কোনওভাবে শেষ করার চক্রান্ত চলছে।"
প্রসঙ্গত, কয়েকদিন আগে দিলীপ ঘোষকে নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল খড়গপুর এলাকায়। একটি রাস্তা উদ্বোধনে এলে তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয় ৷ এরপরই দিলীপ ঘোষকে কয়েকটি বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছিল ৷ যার জেরে রাজ্য-রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে ৷

অন্যদিকে, ঈদ ও রামনবমীতে আইনশৃঙ্খলা রক্ষায় আর্জি জানিয়ে রাজ্যপাল, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে প্রদেশ কংগ্রেস ৷ শুক্রবার বিধান ভবনে সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার। এই দিনগুলিতে যাতে কোনও হানাহানির ঘটনা না-হয় সেই দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা ।