দুর্গাপুর, 12 এপ্রিল: কলকাতায় বেসরকারি বাস থেকে গেরুয়া পতাকা খুলে দেওয়ার অভিযোগ উঠেছিল ৷ হনুমান জয়ন্তীতে তারই প্রতিবাদে দুর্গাপুরের রাস্তায় নামল বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চ ৷ বাস ও গাড়িতে গেরুয়া পতাকা লাগালো এই সংগঠন ৷ আর তাদের সাহায্যের জন্য এগিয়ে এলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই এবং তাঁর অনুগামীরা ৷
শনিবার দুর্গাপুরের 50টি বাস ও পথচলতি একাধিক গাড়িতে জয় শ্রীরাম লেখা গেরুয়া পতাকা লাগান বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চ ৷ সম্প্রতি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ যেখানে দেখা যাচ্ছে, একটি গোষ্ঠীর প্রতিবাদ কর্মসূচি চলাকালীন কলকাতার রাস্তায় বেসরকারি বাস থেকে গেরুয়া পতাকা খোলানো হয় ৷ যদিও, সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
যে ভিডিয়োকে কেন্দ্র করে ইতিমধ্যে সরগরম রাজ্য রাজনীতি ৷ বিশেষত, বিজেপির তরফে সরাসরি সেই ঘটনার জন্য রাজ্য সরকার ও শাসকদল তৃণমূলকে দায়ী করা হয়েছে ৷ তার প্রতিবাদে এদিন সকাল থেকে দুর্গাপুরের বিভিন্ন রাস্তায় প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চ ৷ সংগঠনের সদস্যরা দুর্গাপুর সিটি সেন্টারের 50টি বাসে হনুমান ও রামের ছবি দেওয়া গেরুয়া পতাকা লাগান ৷

এ নিয়ে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা খুলে দেওয়া হচ্ছে ৷ আমরা তার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছি ৷" উল্লেখ্য, রাজ্য জুড়ে ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে ৷ তেমনই একটি প্রতিবাদ কর্মসূচিতে কলকাতার রাস্তায় বাস থেকে গেরুয়া পতাকা খোলার অভিযোগ ওঠে ৷ যা নিয়ে কলকাতার পুলিশ কমিশনার দাবি করেছেন, সেই ঘটনার তদন্ত চলছে ৷
