ETV Bharat / state

তাজপুরের মহিলা ফরেস্ট অফিসারকে নিরাপত্তা দেওয়ার দাবি বিজেপির - Akhil Giri Threats Female Officer

Akhil Giri Threats Female Forest Officer: মহিলা ফরেস্ট অফিসারকে রাজ্যের কারামন্ত্রীর হুমকি দেওয়া এবং গালিগালাজ করার ঘটনায় চাপে শাসকদল ৷ এবার সেই চাপ বাড়াতে ওই মহিলা ফরেস্ট অফিসারকে নিরাপত্তা দেওয়ার দাবি তুলল রাজ্য বিজেপির একাংশ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 8:35 PM IST

Akhil Giri Threats Female Forest Officer
তাজপুরের মহিলা ফরেস্ট অফিসারকে নিরাপত্তা দেওয়ার দাবি বিজেপির ৷ (নিজস্ব চিত্র)

কলকাতা, 3 অগস্ট: তাজপুরে বন দফতরের মহিলা আধিকারিককে কারামন্ত্রীর গালাগালি ও লাঠিপেটার হুমকির ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি ৷ এবার সেই ঘটনায় মনীষা সাউ নামে ওই ফরেস্ট অফিসারকে নিরাপত্তা দেওয়ার দাবি তুললেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি ৷ তাঁর অভিযোগ, অখিল গিরি যেভাবে ওই মহিলা আধিকারিককে হুমকি দিয়েছেন তাতে তাঁর প্রাণ সংশয় হলেও হতে পারে ৷

তাজপুরের মহিলা ফরেস্ট অফিসারকে নিরাপত্তা দেওয়ার দাবি বিজেপির ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য, রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফুটপাথ ও সরকারি বিভিন্ন জমি হকার মুক্ত করার কাজ শুরু হয়েছে ৷ এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরের তাজপুরে সমুদ্র সৈকতের ধারে বন দফতরের জমিতে বেআইনিভাবে দোকান তৈরির অভিযোগ উঠেছিল ৷ অভিযোগ সেই বেআইনি দোকান তৈরি করিয়েছিলেন কারামন্ত্রী অখিল গিরি ৷ সেই বেআইনি দোকান ভাঙতে গিয়ে মন্ত্রীর রোষের মুখে পড়েন বন দফতরের এক মহিলা আধিকারিক ৷

প্রকাশিত ভিডিয়োয় মন্ত্রীকে ওই মহিলার উদ্দেশ্যে গালাগালি করতে দেখা যায় ৷ এমনকী তাঁকে 'ডাং দিয়ে পেটানো'র হুমকিও দেন কারামন্ত্রী ৷ যা নিয়ে রাজ্যের বিরোধী দল বিজেপির তরফে ওই মহিলা আধিকারিককে নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়েছে ৷ চন্দনা বাউড়ি বলেন, "তৃণমূলের নেতারা যা মুখে বলেন, সেটা করেন ৷ অখিল গিরি মহিলাকে এক সপ্তাহ সময় দিয়েছেন ৷ আমার মনে হয়, ওই মহিলা অফিসারের উপর হামলা হতে পারে ৷ ওঁকে এখনই নিরাপত্তা দেওয়া হোক ৷"

অন্যদিকে, বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের প্রশ্ন, অখিল গিরি কি তাহলে মুখ্যমন্ত্রীর নির্দেশের বিরুদ্ধে আঙুল তুললেন ? কারণ, মমতার নির্দেশেই রাজ্যজুড়ে বেআইনি হকার উচ্ছেদ চলছে ৷ এমনকী দলীয় স্তরে নানা ক্ষোভ-বিক্ষোভের পরেও নিজের সিদ্ধান্ত অনড় মমতা ৷ সেখানে তাঁর মন্ত্রিসভার সদস্যের এমন আচরণ, বিরোধীদের হাতে সমালোচনার হাতিয়ার তুলে দেবেই ৷ পাশাপাশি, শঙ্কর ঘোষ বলেন, "এবার কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন ? নাকি তাঁর মন্ত্রিসভার সদস্য, অখিল গিরিকে মন্ত্রিত্ব থেকে সরতে বাধ্য করবেন ?"

কলকাতা, 3 অগস্ট: তাজপুরে বন দফতরের মহিলা আধিকারিককে কারামন্ত্রীর গালাগালি ও লাঠিপেটার হুমকির ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি ৷ এবার সেই ঘটনায় মনীষা সাউ নামে ওই ফরেস্ট অফিসারকে নিরাপত্তা দেওয়ার দাবি তুললেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি ৷ তাঁর অভিযোগ, অখিল গিরি যেভাবে ওই মহিলা আধিকারিককে হুমকি দিয়েছেন তাতে তাঁর প্রাণ সংশয় হলেও হতে পারে ৷

তাজপুরের মহিলা ফরেস্ট অফিসারকে নিরাপত্তা দেওয়ার দাবি বিজেপির ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য, রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফুটপাথ ও সরকারি বিভিন্ন জমি হকার মুক্ত করার কাজ শুরু হয়েছে ৷ এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরের তাজপুরে সমুদ্র সৈকতের ধারে বন দফতরের জমিতে বেআইনিভাবে দোকান তৈরির অভিযোগ উঠেছিল ৷ অভিযোগ সেই বেআইনি দোকান তৈরি করিয়েছিলেন কারামন্ত্রী অখিল গিরি ৷ সেই বেআইনি দোকান ভাঙতে গিয়ে মন্ত্রীর রোষের মুখে পড়েন বন দফতরের এক মহিলা আধিকারিক ৷

প্রকাশিত ভিডিয়োয় মন্ত্রীকে ওই মহিলার উদ্দেশ্যে গালাগালি করতে দেখা যায় ৷ এমনকী তাঁকে 'ডাং দিয়ে পেটানো'র হুমকিও দেন কারামন্ত্রী ৷ যা নিয়ে রাজ্যের বিরোধী দল বিজেপির তরফে ওই মহিলা আধিকারিককে নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়েছে ৷ চন্দনা বাউড়ি বলেন, "তৃণমূলের নেতারা যা মুখে বলেন, সেটা করেন ৷ অখিল গিরি মহিলাকে এক সপ্তাহ সময় দিয়েছেন ৷ আমার মনে হয়, ওই মহিলা অফিসারের উপর হামলা হতে পারে ৷ ওঁকে এখনই নিরাপত্তা দেওয়া হোক ৷"

অন্যদিকে, বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের প্রশ্ন, অখিল গিরি কি তাহলে মুখ্যমন্ত্রীর নির্দেশের বিরুদ্ধে আঙুল তুললেন ? কারণ, মমতার নির্দেশেই রাজ্যজুড়ে বেআইনি হকার উচ্ছেদ চলছে ৷ এমনকী দলীয় স্তরে নানা ক্ষোভ-বিক্ষোভের পরেও নিজের সিদ্ধান্ত অনড় মমতা ৷ সেখানে তাঁর মন্ত্রিসভার সদস্যের এমন আচরণ, বিরোধীদের হাতে সমালোচনার হাতিয়ার তুলে দেবেই ৷ পাশাপাশি, শঙ্কর ঘোষ বলেন, "এবার কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন ? নাকি তাঁর মন্ত্রিসভার সদস্য, অখিল গিরিকে মন্ত্রিত্ব থেকে সরতে বাধ্য করবেন ?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.