ETV Bharat / state

বিজেপি সাংসদ-প্রার্থী জগন্নাথ সরকার ছুটলেন রেললাইনের কাজ দেখতে, কৃষ্ণনগর-আমঘাটা উদ্বোধন কবে ?

Lok Sabha Elections 2024: লোকসভা নির্বাচনের প্রথম দফার তালিকায় দ্বিতীয় বার প্রার্থী হয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ৷ এরপরেই বুধবার সকালে তিনি পৌঁছলেন কৃষ্ণনগর-আমঘাটা ট্রেনলাইনের কাজ পরিদর্শনে ৷ জানালেন, দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 2:14 PM IST

ETV Bharat
বিজেপি সাংসদ প্রার্থী জগন্নাথ সরকার
কৃষ্ণনগর-আমঘাটা রেললাইনের কাজ দেখতে ছুটলেন

কৃষ্ণনগর, 6 মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনে ফের প্রার্থী হয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ৷ 2024 সালের নির্বাচনে তিনি রানাঘাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷ গত শনিবার রাজ্যে 42টি আসনের 20টিতে নাম ঘোষণা করে বিজেপি ৷ এরপর বুধবার সকালে কৃষ্ণনগর-আমঘাটা ট্রেনলাইনের কাজ পরিদর্শন করলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ৷ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হলে এবং আদর্শ নির্বাচনী আচরণ বিধি শুরু হলে এই কাজকর্ম করতে অসুবিধে হবে ৷ তাই তার আগেই রেললাইনের কাজ দেখতে এসেছেন বলে জানালেন জগন্নাথ সরকার ৷

এই পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, "আমি সাংসদ হওয়ার পরেই একবার ডিআরএম, একবার জিএমকে এনে দেখিয়েছি ৷ তারপর তাঁরা সিগন্যাল দিয়েছেন ৷ রেলমন্ত্রী এই প্রকল্পটি নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত প্রকল্প পাশ করেছেন ৷ কিন্তু রাজ্য সরকার যেহেতু জমি অধিগ্রহণ করে দেয়নি ৷ তাই আমঘাটা পর্যন্ত হয়েই থেমে গিয়েছে ৷"

এই ফেব্রুয়ারিতে রেললাইনের উদ্বোধন হওয়ার কথা থাকলেও কিছু সমস্যার কারণে তাতে দেরি হয়েছে বলে জানালেন বিজেপি সাংসদ ৷ জগন্নাথ সরকার বলেন, "দ্রুত জোর কদমে কাজ চলছে ৷ এই রেল নবদ্বীপবাসীর স্বপ্নের প্রকল্প ৷ এটা চালু হলে, আমি মনে করব আমার পরিশ্রম সার্থক হবে ৷"

উল্লেখ্য 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির দলীয় টিকিটে লড়াই করেন জগন্নাথ সরকার ৷ রানাঘাট কেন্দ্র থেকে সাংসদ হওয়ার পরেই কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নেন ৷ সেই মর্মে পূর্ব রেলের ডিআরএম থেকে শুরু করে একাধিক উচ্চপদস্থ রেল আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি ৷ সেই অনুযায়ী রেল দফতরের আধিকারিকরা এলাকা পরিদর্শনে আসেন ৷ পরবর্তীকালে ছাড়পত্র পেয়ে শুরু হয় লাইন তৈরির কাজ ৷

প্রাথমিকভাবে কৃষ্ণনগর থেকে নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত এই রেল লাইন চালু হওয়ার কথা হলেও জমি জটে দীর্ঘদিন ধরে কাজ আটকে থাকে ৷ পরবর্তীকালে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথ তত্ত্বাবধানে শুরু হয় জমির অধিগ্রহণ ৷ যদিও প্রাথমিক ভাবে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত শুরু হবে এই রেল চলাচল ৷ তবে সাংসদের আশ্বাস, এই ট্রেন চলাচল শুরু হলে সাধারণ মানুষের প্রচুর সুবিধে হবে ৷ একদিকে যেমন টোটো চালকদের আয় অনেকটা বেড়ে যাবে, অন্যদিকে পর্যটকরাও অনেকটা স্বস্তি পাবে ৷

আরও পড়ুন:

  1. প্রার্থী ঘোষণার 24 ঘণ্টার মধ্যে আসানসোলে পদ্মে কাঁটা, ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন পবন
  2. প্রার্থী ঘোষণা হতেই কালীর চরণে লকেট, নজর কাটাতে লেবু দিয়ে পুজো মা'কে
  3. বাবার জয়ের ধারা অব্যাহত রাখতে শিশিরকে পাশেই পাচ্ছেন বিজেপি প্রার্থী ছেলে সৌমেন্দু

কৃষ্ণনগর-আমঘাটা রেললাইনের কাজ দেখতে ছুটলেন

কৃষ্ণনগর, 6 মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনে ফের প্রার্থী হয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ৷ 2024 সালের নির্বাচনে তিনি রানাঘাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷ গত শনিবার রাজ্যে 42টি আসনের 20টিতে নাম ঘোষণা করে বিজেপি ৷ এরপর বুধবার সকালে কৃষ্ণনগর-আমঘাটা ট্রেনলাইনের কাজ পরিদর্শন করলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ৷ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হলে এবং আদর্শ নির্বাচনী আচরণ বিধি শুরু হলে এই কাজকর্ম করতে অসুবিধে হবে ৷ তাই তার আগেই রেললাইনের কাজ দেখতে এসেছেন বলে জানালেন জগন্নাথ সরকার ৷

এই পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, "আমি সাংসদ হওয়ার পরেই একবার ডিআরএম, একবার জিএমকে এনে দেখিয়েছি ৷ তারপর তাঁরা সিগন্যাল দিয়েছেন ৷ রেলমন্ত্রী এই প্রকল্পটি নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত প্রকল্প পাশ করেছেন ৷ কিন্তু রাজ্য সরকার যেহেতু জমি অধিগ্রহণ করে দেয়নি ৷ তাই আমঘাটা পর্যন্ত হয়েই থেমে গিয়েছে ৷"

এই ফেব্রুয়ারিতে রেললাইনের উদ্বোধন হওয়ার কথা থাকলেও কিছু সমস্যার কারণে তাতে দেরি হয়েছে বলে জানালেন বিজেপি সাংসদ ৷ জগন্নাথ সরকার বলেন, "দ্রুত জোর কদমে কাজ চলছে ৷ এই রেল নবদ্বীপবাসীর স্বপ্নের প্রকল্প ৷ এটা চালু হলে, আমি মনে করব আমার পরিশ্রম সার্থক হবে ৷"

উল্লেখ্য 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির দলীয় টিকিটে লড়াই করেন জগন্নাথ সরকার ৷ রানাঘাট কেন্দ্র থেকে সাংসদ হওয়ার পরেই কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নেন ৷ সেই মর্মে পূর্ব রেলের ডিআরএম থেকে শুরু করে একাধিক উচ্চপদস্থ রেল আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি ৷ সেই অনুযায়ী রেল দফতরের আধিকারিকরা এলাকা পরিদর্শনে আসেন ৷ পরবর্তীকালে ছাড়পত্র পেয়ে শুরু হয় লাইন তৈরির কাজ ৷

প্রাথমিকভাবে কৃষ্ণনগর থেকে নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত এই রেল লাইন চালু হওয়ার কথা হলেও জমি জটে দীর্ঘদিন ধরে কাজ আটকে থাকে ৷ পরবর্তীকালে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথ তত্ত্বাবধানে শুরু হয় জমির অধিগ্রহণ ৷ যদিও প্রাথমিক ভাবে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত শুরু হবে এই রেল চলাচল ৷ তবে সাংসদের আশ্বাস, এই ট্রেন চলাচল শুরু হলে সাধারণ মানুষের প্রচুর সুবিধে হবে ৷ একদিকে যেমন টোটো চালকদের আয় অনেকটা বেড়ে যাবে, অন্যদিকে পর্যটকরাও অনেকটা স্বস্তি পাবে ৷

আরও পড়ুন:

  1. প্রার্থী ঘোষণার 24 ঘণ্টার মধ্যে আসানসোলে পদ্মে কাঁটা, ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন পবন
  2. প্রার্থী ঘোষণা হতেই কালীর চরণে লকেট, নজর কাটাতে লেবু দিয়ে পুজো মা'কে
  3. বাবার জয়ের ধারা অব্যাহত রাখতে শিশিরকে পাশেই পাচ্ছেন বিজেপি প্রার্থী ছেলে সৌমেন্দু
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.