ETV Bharat / state

চারদিন ধরে বন্ধ পানীয় জল, শিলিগুড়িতে পুরনিগম ঘেরাও করে বিক্ষোভ রাম-বামের - DRINKING WATER CRISIS

তীব্র পানীয় জলের সংকট । চারদিন ধরে পুরনিগম এলাকায় জল আসছে না । তাতেই মঙ্গলবার পুরনিগমের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি-সিপিএম ।

SILIGURI MUNICIPAL CORPORATION
শিলিগুড়ি কর্পোরেশনের সামনে বাম-বিজেপির বিক্ষোভের মুহূর্ত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 3, 2025 at 5:13 PM IST

2 Min Read

শিলিগুড়ি, 3 জুন: পানীয় জলের ইস্যুতে পুরনিগমের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে মিলে গেল রাম - বাম । চারদিন ধরে পানীয় জল পরিষেবা সম্পূর্ণরকমভাবে বন্ধ রয়েছে পুরনিগম এলাকায় । পাহাড়জুড়ে মেঘভাঙা বৃষ্টির কারণে তিস্তার জল অতিরিক্ত ঘোলা হয়ে যাওয়ায় তা পরিশ্রুত করা সম্ভব হচ্ছে না । যে কারণে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে শহরজুড়ে ৷ তাতেই মঙ্গলবার বিক্ষোভ দেখায় বিজেপি ও সিপিএম ।

প্রথমে আলাদা আলাদা করে মিছিল করে এলেও পুরনিগমের সামনে এসে দুই দলকে পানীয় জলের ইস্যুতে একত্রে বিক্ষোভ দেখাতে দেখা যায় । এদিন সকালে প্রথমে পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈনের নেতৃত্বে বিজেপি কাউন্সিলর-সহ দলীয় কর্মী সমর্থকরা পুরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখায় । এরপর বিক্ষোভ দেখায় সিপিএম এরিয়া কমিটি । দুই দলেরই কর্মী সমর্থকরা বালতি হাতে পুরনিগমে ব্যাপক বিক্ষোভ দেখায় ।

পানীয় জল সংকট নিয়ে বাম-বিজেপি ও শিলিগুড়ি পুরনিগমের মেয়রের বক্তব্য (ইটিভি ভারত)

অন্যদিকে, পানীয় জল পরিষেবার পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন ফুলবাড়ি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শনে যান মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ দুলাল দত্ত-সহ পুরনিগমের আধিকারিকরা । পানীয় জল সরবরাহ ব্যাহত হওয়ার পিছনে সিকিমে অপরিকল্পিতভাবে তৈরি বাঁধ ও মেঘভাঙা বৃষ্টির মতো প্রাকৃতিক বিপর্যয়কে দায়ী করেছেন মেয়র । তবে পানীয় জল পরিষেবা কবে স্বাভাবিক হবে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি মেয়র ।

CPIM AGITATION IN SILIGURI
ঝাঁটা-বালতি হাতে পানীয় জল সংকট ইস্যুতে শিলিগুড়ি কর্পোরেশনের সামনে বামেদের বিক্ষোভ (ইটিভি ভারত)

বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী বলেন, "এর আগে কোনওদিন শহরে পানীয় জলের এমন সংকট তৈরি হয়নি । এই বোর্ড ক্ষমতায় আসার আগে জানিয়েছিল শহরে কোনওদিন পানীয় জলের সংকট হবে না ৷ কিন্তু এই তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড পানীয় জল দিতে সম্পূর্ণ ব্যর্থ । অবিলম্বে মেয়রের পদত্যাগ করা উচিৎ ।"

বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, "ঠান্ডা ঘরে বসে সময় কাটাচ্ছে এই বোর্ডের সদস্যরা । আর এদিকে পানীয় জলের সংকটে মানুষ ভুগছে । এই পুরবোর্ড সম্পূর্ণ ব্যর্থ ।"

AGITATION IN SILIGURI ON DRINKING WATER CRISIS
শিলিগুড়ি পুরনিগমের সামনে বাম ও বিজেপির বিক্ষোভ (ইটিভি ভারত)

যদিও মেয়র গৌতম দেব বলেন, "নদীর জল অস্বাভাবিকভাবে ঘোলা আসছে । যে কারণে ফিল্টার করা সম্ভব হচ্ছে না ৷ প্রতিদিন শহরে 55 মিলিয়ন লিটার পানীয় জলের প্রয়োজন হয় । কিন্তু পরিশ্রুত করার পর মাত্র 22 মিলিয়ন লিটার পানীয় জল মিলছে । বিকল্প ব্যবস্থা হিসেবে পুরনিগমের 35টি ট্যাঙ্কার, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের 25টি ট্যাঙ্কার বিভিন্ন ওয়ার্ডে জল সরবরাহ করছে । এছাড়াও দেড় লক্ষ পাউচ সরবরাহ করা হবে । বাম বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে । কিন্তু আমরা পরিস্থিতির মোকাবিলা করছি । প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই পরিস্থিতি ।"

শিলিগুড়ি, 3 জুন: পানীয় জলের ইস্যুতে পুরনিগমের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে মিলে গেল রাম - বাম । চারদিন ধরে পানীয় জল পরিষেবা সম্পূর্ণরকমভাবে বন্ধ রয়েছে পুরনিগম এলাকায় । পাহাড়জুড়ে মেঘভাঙা বৃষ্টির কারণে তিস্তার জল অতিরিক্ত ঘোলা হয়ে যাওয়ায় তা পরিশ্রুত করা সম্ভব হচ্ছে না । যে কারণে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে শহরজুড়ে ৷ তাতেই মঙ্গলবার বিক্ষোভ দেখায় বিজেপি ও সিপিএম ।

প্রথমে আলাদা আলাদা করে মিছিল করে এলেও পুরনিগমের সামনে এসে দুই দলকে পানীয় জলের ইস্যুতে একত্রে বিক্ষোভ দেখাতে দেখা যায় । এদিন সকালে প্রথমে পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈনের নেতৃত্বে বিজেপি কাউন্সিলর-সহ দলীয় কর্মী সমর্থকরা পুরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখায় । এরপর বিক্ষোভ দেখায় সিপিএম এরিয়া কমিটি । দুই দলেরই কর্মী সমর্থকরা বালতি হাতে পুরনিগমে ব্যাপক বিক্ষোভ দেখায় ।

পানীয় জল সংকট নিয়ে বাম-বিজেপি ও শিলিগুড়ি পুরনিগমের মেয়রের বক্তব্য (ইটিভি ভারত)

অন্যদিকে, পানীয় জল পরিষেবার পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন ফুলবাড়ি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শনে যান মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ দুলাল দত্ত-সহ পুরনিগমের আধিকারিকরা । পানীয় জল সরবরাহ ব্যাহত হওয়ার পিছনে সিকিমে অপরিকল্পিতভাবে তৈরি বাঁধ ও মেঘভাঙা বৃষ্টির মতো প্রাকৃতিক বিপর্যয়কে দায়ী করেছেন মেয়র । তবে পানীয় জল পরিষেবা কবে স্বাভাবিক হবে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি মেয়র ।

CPIM AGITATION IN SILIGURI
ঝাঁটা-বালতি হাতে পানীয় জল সংকট ইস্যুতে শিলিগুড়ি কর্পোরেশনের সামনে বামেদের বিক্ষোভ (ইটিভি ভারত)

বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী বলেন, "এর আগে কোনওদিন শহরে পানীয় জলের এমন সংকট তৈরি হয়নি । এই বোর্ড ক্ষমতায় আসার আগে জানিয়েছিল শহরে কোনওদিন পানীয় জলের সংকট হবে না ৷ কিন্তু এই তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড পানীয় জল দিতে সম্পূর্ণ ব্যর্থ । অবিলম্বে মেয়রের পদত্যাগ করা উচিৎ ।"

বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, "ঠান্ডা ঘরে বসে সময় কাটাচ্ছে এই বোর্ডের সদস্যরা । আর এদিকে পানীয় জলের সংকটে মানুষ ভুগছে । এই পুরবোর্ড সম্পূর্ণ ব্যর্থ ।"

AGITATION IN SILIGURI ON DRINKING WATER CRISIS
শিলিগুড়ি পুরনিগমের সামনে বাম ও বিজেপির বিক্ষোভ (ইটিভি ভারত)

যদিও মেয়র গৌতম দেব বলেন, "নদীর জল অস্বাভাবিকভাবে ঘোলা আসছে । যে কারণে ফিল্টার করা সম্ভব হচ্ছে না ৷ প্রতিদিন শহরে 55 মিলিয়ন লিটার পানীয় জলের প্রয়োজন হয় । কিন্তু পরিশ্রুত করার পর মাত্র 22 মিলিয়ন লিটার পানীয় জল মিলছে । বিকল্প ব্যবস্থা হিসেবে পুরনিগমের 35টি ট্যাঙ্কার, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের 25টি ট্যাঙ্কার বিভিন্ন ওয়ার্ডে জল সরবরাহ করছে । এছাড়াও দেড় লক্ষ পাউচ সরবরাহ করা হবে । বাম বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে । কিন্তু আমরা পরিস্থিতির মোকাবিলা করছি । প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই পরিস্থিতি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.