ETV Bharat / state

হাইকোর্টের নির্দেশ মেনে চাকরিহারাদের জন্য বায়ো টয়লেট-পানীয় জল, জানালেন বিধাননগরের মেয়র - UNEMPLOYED TEACHERS PROTEST

চাকরিহারাদের প্রতি সহমর্মী, আদালতের নির্দেশ মতো সব ব্যবস্থা করার আশ্বাস দিলেন কৃষ্ণা চক্রবর্তী ৷

UNEMPLOYED TEACHERS PROTEST
বিধাননগর পুরনিগম ৷ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2025 at 6:19 PM IST

2 Min Read

সল্টলেক, 24 মে: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চাকরিহারা আন্দোলনকারীদের জন্য বায়ো টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা করা হবে ৷ এমনটাই জানালেন বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ৷ সেন্ট্রাল পার্ক লাগোয়া রাস্তায় চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ সরে গেলেই, সেখানে বায়ো টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মেয়র ৷

উল্লেখ্য, বিকাশ ভবনের সামনের রাস্তায় প্রায় তিন সপ্তাহ ধরে অবস্থান-বিক্ষোভ চলছে চাকরিহারা 'যোগ্য' শিক্ষকদের ৷ কিন্তু, শুক্রবার কলকাতা হাইকোর্ট চাকরিহারাদের বিকাশ ভবনের সামনে থেকে উঠে সেন্ট্রাল পার্কের সামনে স্যুইমিং পুল লাগোয়া রাস্তায় অবস্থান-বিক্ষোভ করতে নির্দেশ দিয়েছেন ৷ এর পাশাপাশি একাধিক শর্তও আরোপ করেছে হাইকোর্ট ৷ তবে, আন্দোলনকারীদের তরফে পুলিশের বিরুদ্ধে শৌচালয় ও পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সমস্যা তৈরির অভিযোগ করা হয় ৷ যা নিয়ে বিধাননগর পুরনিগমকে ব্যবস্থা নিতে বলেছে কলকাতা হাইকোর্ট ৷

নির্দেশ অনুযায়ী, চাকরিহারা আন্দোলনকারীরা বিকাশ ভবনের সামনের রাস্তা থেকে উঠে গেলে, সেন্ট্রাল পার্কের সামনে স্যুইমিং পুল লাগোয়া রাস্তার সামনে বায়ো টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ যা নিয়ে বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, "মহামান্য আদালত যে নির্দেশ দিয়েছে, আমরা গুরুত্বের সঙ্গেই পালন করব ৷ যদিও, আমার হাতে এখনও নির্দেশের কপি আসেনি ৷ যদি আদালত কর্পোরেশনকে বলে থাকে আন্দোলনকারীদের জন্য পানীয় জল ও বায়ো টয়লেটের ব্যবস্থা করতে, তাহলে তেমনটাই করা হবে ৷"

পাশাপাশি চাকরিহারা আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা দেখিয়ে তিনি বলেন, "চাকরিহারাদের প্রতি আমার সহমর্মিতা আছে ৷ ওঁরা দিনরাত খোলা আকাশের নিচে থেকে আন্দোলন করছে ৷ ফলে ওদের প্রয়োজনীয় পানীয় জল ও বায়ো টয়লেটের ব্যবস্থা করার যা নির্দেশ দেবে আদালত, আমরা কার্যকর করব ৷"

উল্লেখ্য, লাগাতার আন্দোলন ও অবস্থান শুরু হওয়া থেকেই চাকরিহারাদের আশপাশের শৌচালয় ও পানীয় জলের ব্যবহারে প্রশাসনের বিরুদ্ধে অঘোষিতভাবে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এমনকি কিছু রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠন বায়ো টয়লেটের ব্যবস্থা করলেও, তা আন্দোলনকারীদের কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে ৷ সেই নিয়ে আদালতে অভিযোগ করা হলে, বিচারপতি বিষয়টি মানবিকভাবে দেখার কথা বলেন ৷ সেই সঙ্গে ন্যূনতম এই চাহিদাগুলি বিধাননগর পুরনিগমকে নিশ্চিত করতে নির্দেশ দেন বিচারপতি ৷

সল্টলেক, 24 মে: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চাকরিহারা আন্দোলনকারীদের জন্য বায়ো টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা করা হবে ৷ এমনটাই জানালেন বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ৷ সেন্ট্রাল পার্ক লাগোয়া রাস্তায় চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ সরে গেলেই, সেখানে বায়ো টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মেয়র ৷

উল্লেখ্য, বিকাশ ভবনের সামনের রাস্তায় প্রায় তিন সপ্তাহ ধরে অবস্থান-বিক্ষোভ চলছে চাকরিহারা 'যোগ্য' শিক্ষকদের ৷ কিন্তু, শুক্রবার কলকাতা হাইকোর্ট চাকরিহারাদের বিকাশ ভবনের সামনে থেকে উঠে সেন্ট্রাল পার্কের সামনে স্যুইমিং পুল লাগোয়া রাস্তায় অবস্থান-বিক্ষোভ করতে নির্দেশ দিয়েছেন ৷ এর পাশাপাশি একাধিক শর্তও আরোপ করেছে হাইকোর্ট ৷ তবে, আন্দোলনকারীদের তরফে পুলিশের বিরুদ্ধে শৌচালয় ও পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সমস্যা তৈরির অভিযোগ করা হয় ৷ যা নিয়ে বিধাননগর পুরনিগমকে ব্যবস্থা নিতে বলেছে কলকাতা হাইকোর্ট ৷

নির্দেশ অনুযায়ী, চাকরিহারা আন্দোলনকারীরা বিকাশ ভবনের সামনের রাস্তা থেকে উঠে গেলে, সেন্ট্রাল পার্কের সামনে স্যুইমিং পুল লাগোয়া রাস্তার সামনে বায়ো টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ যা নিয়ে বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, "মহামান্য আদালত যে নির্দেশ দিয়েছে, আমরা গুরুত্বের সঙ্গেই পালন করব ৷ যদিও, আমার হাতে এখনও নির্দেশের কপি আসেনি ৷ যদি আদালত কর্পোরেশনকে বলে থাকে আন্দোলনকারীদের জন্য পানীয় জল ও বায়ো টয়লেটের ব্যবস্থা করতে, তাহলে তেমনটাই করা হবে ৷"

পাশাপাশি চাকরিহারা আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা দেখিয়ে তিনি বলেন, "চাকরিহারাদের প্রতি আমার সহমর্মিতা আছে ৷ ওঁরা দিনরাত খোলা আকাশের নিচে থেকে আন্দোলন করছে ৷ ফলে ওদের প্রয়োজনীয় পানীয় জল ও বায়ো টয়লেটের ব্যবস্থা করার যা নির্দেশ দেবে আদালত, আমরা কার্যকর করব ৷"

উল্লেখ্য, লাগাতার আন্দোলন ও অবস্থান শুরু হওয়া থেকেই চাকরিহারাদের আশপাশের শৌচালয় ও পানীয় জলের ব্যবহারে প্রশাসনের বিরুদ্ধে অঘোষিতভাবে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এমনকি কিছু রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠন বায়ো টয়লেটের ব্যবস্থা করলেও, তা আন্দোলনকারীদের কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে ৷ সেই নিয়ে আদালতে অভিযোগ করা হলে, বিচারপতি বিষয়টি মানবিকভাবে দেখার কথা বলেন ৷ সেই সঙ্গে ন্যূনতম এই চাহিদাগুলি বিধাননগর পুরনিগমকে নিশ্চিত করতে নির্দেশ দেন বিচারপতি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.