ETV Bharat / state

ধুলিয়ান ও সুতিতে আইনশৃঙ্খলা ফেরাতে বিশেষ ব্যবস্থা ভবানী ভবনের - MURSHIDABAD VIOLENCE

নজরদারি সোশাল মিডিয়ায় ৷ সক্রিয় করা হল সিআইডি-র সাইন্টিফিক উইং এবং সাইবার সেলকে ৷

MURSHIDABAD VIOLENCE
ভবানী ভবন ৷ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 12, 2025 at 8:59 PM IST

2 Min Read

কলকাতা, 12 এপ্রিল: ওয়াকফ বিল সংশোধনী আইনের বিরোধিতায় ইতিমধ্যেই কলকাতা শহরের বেশ কিছু এলাকা অচল হয়েছে ৷ তারই সঙ্গে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে মালদা ও মুর্শিদাবাদ জেলায় ৷ বিশেষত, মুর্শিদাবাদের ধুলিয়ান ও সুতিতে ৷ এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এবার নড়েচড়ে বসল ভবানী ভবন তথা রাজ্য পুলিশ ৷

ভবানী ভবন সূত্রে খবর, সিআইডি-র সাইন্টিফিক উইং ও সাইবার সেল এবং 16 জন আইপিএস আধিকারিককে অগ্নিগর্ভ এলাকায় পাঠানো হচ্ছে ৷ জানা গিয়েছে, সিআইডি-র সাইন্টিফিক উইং ও সাইবার সেলের বেশ কয়েকজন গোয়েন্দাকে পাঠানো হয়েছে মুর্শিদাবাদের সুতি ও ধুলিয়ানে ৷

মূলত, কোন-কোন ইলেকট্রনিক্স ডিভাইস থেকে বিতর্কিত পোস্ট সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে, তার উপর নজরদারি করবেন গোয়েন্দারা ৷ পাশাপাশি, কোন পোস্টের জন্য উত্তেজনা তৈরি হচ্ছে, সেই সমস্ত দিকগুলিও খতিয়ে দেখবেন সাইন্টিফিক উইং ও সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই সিআইডি-র একটি বিশেষ দল মুর্শিদাবাদের ধুলিয়ানে পৌঁছেছে ৷

অন্যদিকে, আইনশৃঙ্খলার অবনতির জন্য কারা দায়ী এবং কাদের উস্কানি রয়েছে, তা খুঁজে বের করতেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের নির্দেশে বিভিন্ন জেলা থেকে 16 জনের আইপিএস আধিকারিকদের একটি দলকে পাঠানো হয়েছে ধুলিয়ানে ৷ এই আইপিএস আধিকারিকরা মুর্শিদাবাদের ধুলিয়ান ও সুতির একাধিক জায়গায় টহল দেবেন ৷ আইনশৃঙ্খলার অবনতি যেখানে হয়েছে, সেখানে আইনের শাসন ফিরিয়ে আনতে কাজ করবেন তাঁরা ৷

রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম জানিয়েছেন, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সুজার মোড়ে চার রাউন্ড গুলি চালানো হয়েছে ৷ তবে, কে বা কারা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ তাঁর কথায়, "একজনও ব্যাড এলিমেন্ট'কে ছাড়া হবে না ৷"

কলকাতা, 12 এপ্রিল: ওয়াকফ বিল সংশোধনী আইনের বিরোধিতায় ইতিমধ্যেই কলকাতা শহরের বেশ কিছু এলাকা অচল হয়েছে ৷ তারই সঙ্গে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে মালদা ও মুর্শিদাবাদ জেলায় ৷ বিশেষত, মুর্শিদাবাদের ধুলিয়ান ও সুতিতে ৷ এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এবার নড়েচড়ে বসল ভবানী ভবন তথা রাজ্য পুলিশ ৷

ভবানী ভবন সূত্রে খবর, সিআইডি-র সাইন্টিফিক উইং ও সাইবার সেল এবং 16 জন আইপিএস আধিকারিককে অগ্নিগর্ভ এলাকায় পাঠানো হচ্ছে ৷ জানা গিয়েছে, সিআইডি-র সাইন্টিফিক উইং ও সাইবার সেলের বেশ কয়েকজন গোয়েন্দাকে পাঠানো হয়েছে মুর্শিদাবাদের সুতি ও ধুলিয়ানে ৷

মূলত, কোন-কোন ইলেকট্রনিক্স ডিভাইস থেকে বিতর্কিত পোস্ট সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে, তার উপর নজরদারি করবেন গোয়েন্দারা ৷ পাশাপাশি, কোন পোস্টের জন্য উত্তেজনা তৈরি হচ্ছে, সেই সমস্ত দিকগুলিও খতিয়ে দেখবেন সাইন্টিফিক উইং ও সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই সিআইডি-র একটি বিশেষ দল মুর্শিদাবাদের ধুলিয়ানে পৌঁছেছে ৷

অন্যদিকে, আইনশৃঙ্খলার অবনতির জন্য কারা দায়ী এবং কাদের উস্কানি রয়েছে, তা খুঁজে বের করতেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের নির্দেশে বিভিন্ন জেলা থেকে 16 জনের আইপিএস আধিকারিকদের একটি দলকে পাঠানো হয়েছে ধুলিয়ানে ৷ এই আইপিএস আধিকারিকরা মুর্শিদাবাদের ধুলিয়ান ও সুতির একাধিক জায়গায় টহল দেবেন ৷ আইনশৃঙ্খলার অবনতি যেখানে হয়েছে, সেখানে আইনের শাসন ফিরিয়ে আনতে কাজ করবেন তাঁরা ৷

রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম জানিয়েছেন, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সুজার মোড়ে চার রাউন্ড গুলি চালানো হয়েছে ৷ তবে, কে বা কারা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ তাঁর কথায়, "একজনও ব্যাড এলিমেন্ট'কে ছাড়া হবে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.