ETV Bharat / state

সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রেখেছে কেন্দ্র, প্রতিহিংসাপরায়ণ বলে আক্রমণ ব্রাত্যর - Bratya Basu slams central govt

Bratya Basu slams central govt: সর্বশিক্ষা মিশনে রাজ্যকে টাকা দিচ্ছে না কেন্দ্র ৷ শুক্রবার এই অভিযোগের পর এবার কেন্দ্রীয় সরকারকে প্রতিহিংসাপরায়ণ বলে আক্রমণ ব্রাত্য বসুর ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 1:26 PM IST

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 30 মার্চ: রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য সর্বশিক্ষা মিশনের (এসএসএম) তৃতীয় কিস্তি এখনও প্রকাশ করেনি ৷ শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে ব্রাত্য দাবি করেছেন, কেন্দ্রীয় সরকার এখনও রাজ্যকে টাকা পাঠাতে পারেনি ৷ কারণ, পশ্চিমবঙ্গ 'প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া' প্রকল্পে কেন্দ্রের সঙ্গে কোনও মউ স্বাক্ষর করেনি। এরপর শনিবার সরাসরি কেন্দ্রীয় সরকারকে প্রতিহিংসাপরায়ণ বলেও আক্রমণ শানিয়েছেন ব্রাত্য ৷

শিক্ষামন্ত্রী এক্স-এ একটি পোস্টে লিখেছেন, "কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং শিক্ষামন্ত্রকের অভ্যন্তরীণ অর্থ বিভাগ এসএসএম-এর জন্য পশ্চিমবঙ্গের জন্য তৃতীয় কিস্তির টাকা ছাড়ার অনুমোদন দিয়েছে। তবে এখনও, আমাদের রাজ্যের তহবিল প্রকাশ করা হয়নি। অনির্দিষ্ট কারণ হল, আমরা প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া-র সঙ্গে মউ স্বাক্ষর করিনি।" এর সঙ্গেই, ব্রাত্য বসু কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক সুরে লিখেছেন, "একটি স্কিমের ফান্ড রিলিজকে একটি আলাদা স্কিমের সঙ্গে লিঙ্ক করা সম্পূর্ণ অনৈতিক এবং বেআইনি ৷"

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আরও অভিযোগ করে প্রশ্ন তুলেছেন, "যেখানে রাজ্য সরকার সেক্ষেত্রে 40 শতাংশ অংশীদারি বহন করছে, সেখানে কেন একটি প্রকল্পের নাম প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া (পিএম-শ্রী) রাখা হবে ?" এসব তুচ্ছ রাজনীতি ছাড়া আর কিছুই নয় বলে অভিযোগ করেন তিনি। ব্রাত্য বসু এই বিষয়ে শনিবার সাংবাদিকদের বলেন, "এমন প্রতিহিংসাপরায়ণ কেন্দ্রীয় সরকার এর আগে আমি দেখিনি। সরকারিভাবে আমাদের বকেয়া টাকা ছাড়ার পর, তারা প্রতি পদে পদে বাধা দিচ্ছে। এর মধ্যে দিয়ে তারা কি ছাত্র সমাজের স্বার্থে আঘাত করছে না ?"

উল্লেখ্য, সর্বশিক্ষা মিশন হল প্রাক-বিদ্যালয় থেকে 12 শ্রেণী পর্যন্ত স্কুল শিক্ষার জন্য একটি সমন্বিত স্কিম। স্কিমটি শিক্ষা ক্ষেত্রে দ্রুত উন্নয়নের লক্ষ্য অনুসারে কাজ করে। (পিটিআই)

কলকাতা, 30 মার্চ: রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য সর্বশিক্ষা মিশনের (এসএসএম) তৃতীয় কিস্তি এখনও প্রকাশ করেনি ৷ শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে ব্রাত্য দাবি করেছেন, কেন্দ্রীয় সরকার এখনও রাজ্যকে টাকা পাঠাতে পারেনি ৷ কারণ, পশ্চিমবঙ্গ 'প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া' প্রকল্পে কেন্দ্রের সঙ্গে কোনও মউ স্বাক্ষর করেনি। এরপর শনিবার সরাসরি কেন্দ্রীয় সরকারকে প্রতিহিংসাপরায়ণ বলেও আক্রমণ শানিয়েছেন ব্রাত্য ৷

শিক্ষামন্ত্রী এক্স-এ একটি পোস্টে লিখেছেন, "কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং শিক্ষামন্ত্রকের অভ্যন্তরীণ অর্থ বিভাগ এসএসএম-এর জন্য পশ্চিমবঙ্গের জন্য তৃতীয় কিস্তির টাকা ছাড়ার অনুমোদন দিয়েছে। তবে এখনও, আমাদের রাজ্যের তহবিল প্রকাশ করা হয়নি। অনির্দিষ্ট কারণ হল, আমরা প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া-র সঙ্গে মউ স্বাক্ষর করিনি।" এর সঙ্গেই, ব্রাত্য বসু কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক সুরে লিখেছেন, "একটি স্কিমের ফান্ড রিলিজকে একটি আলাদা স্কিমের সঙ্গে লিঙ্ক করা সম্পূর্ণ অনৈতিক এবং বেআইনি ৷"

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আরও অভিযোগ করে প্রশ্ন তুলেছেন, "যেখানে রাজ্য সরকার সেক্ষেত্রে 40 শতাংশ অংশীদারি বহন করছে, সেখানে কেন একটি প্রকল্পের নাম প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া (পিএম-শ্রী) রাখা হবে ?" এসব তুচ্ছ রাজনীতি ছাড়া আর কিছুই নয় বলে অভিযোগ করেন তিনি। ব্রাত্য বসু এই বিষয়ে শনিবার সাংবাদিকদের বলেন, "এমন প্রতিহিংসাপরায়ণ কেন্দ্রীয় সরকার এর আগে আমি দেখিনি। সরকারিভাবে আমাদের বকেয়া টাকা ছাড়ার পর, তারা প্রতি পদে পদে বাধা দিচ্ছে। এর মধ্যে দিয়ে তারা কি ছাত্র সমাজের স্বার্থে আঘাত করছে না ?"

উল্লেখ্য, সর্বশিক্ষা মিশন হল প্রাক-বিদ্যালয় থেকে 12 শ্রেণী পর্যন্ত স্কুল শিক্ষার জন্য একটি সমন্বিত স্কিম। স্কিমটি শিক্ষা ক্ষেত্রে দ্রুত উন্নয়নের লক্ষ্য অনুসারে কাজ করে। (পিটিআই)

আরও পড়ুন

কেন্দ্রের প্রকল্প মানছে না রাজ্য, অর্থ না দেওয়ার অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্যর

কলকাতায় ব্যবসায়ীর অফিসে আয়কর হানা, ভোটের মুখে উদ্ধার 58 লক্ষ টাকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.