বসিরহাট, 11 এপ্রিল: বাবা পেশায় রাজমিস্ত্রি এবং মা গৃহবধূ ৷ নজির গড়ল সেই পরিবারের ছেলে মহম্মদ জাহির মণ্ডল ৷ পঞ্চম শ্রেণির পড়ুয়া জাহির রাজ্যস্তরে প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্পে চ্যাম্পিয়ন হয়েছে ৷ জাহিরের সাফল্যে ইছামতীর তীরে আজ খুশির হাওয়া ৷
উত্তর 24 পরগনার বসিরহাটের মহকুমার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীগড়ির বাসিন্দা জাহির ৷ বয়স মাত্র 11 বছর ৷ এই ছোট্ট বয়সেই মহম্মদ জাহির মণ্ডল নিজের প্রতিভাকে তুলে ধরেছে ৷ জেলা স্তরে লং জাম্প প্রতিযোগিতায় ইতিমধ্যেই তাঁর ঝুলিতে এসেছে একাধিক পদক ৷ এবার রাজ্যস্তরে প্রাথমিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতা জাহিরের সাফল্যে গর্বিত তাঁর পরিবার তথা বসিরহাটবাসী ৷
তবে, লড়াইটা এত সহজ ছিল না জাহিরের ক্ষেত্রে ৷ প্রতি পদে তাঁকে আর্থিক সমস্যার সঙ্গে লড়াই করতে হয়েছে ৷ জাহিরের বাবা মোজাফফর মণ্ডল পেশায় রাজমিস্ত্রি ৷ তাঁর সামান্য আয়ে কোনও রকমে সংসার চলে পরিবারের ৷ তবে, পরিবারে অভাব অনটন থাকলেও ছেলের প্রতিভাকে কখনও হারিয়ে যেতে দেননি মোজাফফর ৷
পঞ্চম শ্রেণির ছাত্র জাহির ৷ নিজের প্রচেষ্টায় ও কঠোর পরিশ্রমে ধীরে-ধীরে এগিয়ে চলেছে সে ৷ আর সেই পরিশ্রমের ফল হিসাবে স্কুল স্তরের পাশাপাশি জেলা স্তরে প্রতিযোগিতাতেও পরপর সাফল্য পেয়েছে ৷ শুধু জেলা স্তর নয় ৷ নিজের প্রতিভাকে তুলে ধরতে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে সুনাম অর্জন করেছে প্রত্যন্ত গ্রামের এই বালক ৷

রাজ্য স্তরে প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্পে প্রথম হয়ে সকলের নজর কেড়েছে জাহির ৷ সম্প্রতি রাজ্য ক্রীড়া পর্ষদের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে আয়োজিত হয়েছিল প্রাথমিক বিদ্যালয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতা ৷ সেই প্রতিযোগিতায় লং জাম্পে জাহির 4.61 মিটার দূরত্ব অতিক্রম করে সাফল্যের শিখরে পৌঁছেছে ৷

ট্রফি ও মেডেল হাতে নিয়ে বাড়ি ফিরতেই ফুল-মিষ্টি দিয়ে জাহিরকে বরণ করে নেন প্রতিবেশীরা ৷ তার এই সাফল্যে গর্বে বুক ভরে উঠেছে মণ্ডল পরিবারেরও ৷ আনন্দে ছেলেকে মিষ্টি মুখও করিয়েছেন জাহিরের মা ৷ জাহির বড় হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করে দেশের সুনাম বাড়াতে চায় ৷ কিন্তু, তার ভবিষ্যৎ খেতাবের স্বপ্নে কাঁটা হয়ে দাঁড়িয়েছে পারিবারের আর্থিক সমস্যা ৷ তবুও দু'চোখে স্বপ্ন বড় হয়ে অলিম্পিকের আসরে সে খেলবে ৷
জাহির বলছে, "এর আগে আমি জেলা স্তরের একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য পেয়েছি ৷ রাজ্য স্তরের এই সাফল্য বাড়তি অক্সিজেন জোগাবে ৷ ভবিষ্যতে জাতীয় স্তরের পাশাপাশি অলিম্পিকেও অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করতে চাই ৷ সেদিকেই এখন নজর আমার ৷"
জাহিরের কাকা মহম্মদ আসতুফা মণ্ডল বলেন, "কষ্ট হলেও আমরা সবসময় চেষ্টা করেছি জাহির যাতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও সুনাম অর্জন করে ৷ ভালো লাগছে ও আজ রাজ্য স্তরের প্রতিযোগিতায় লং জাম্পে প্রথম স্থান অধিকার করেছে ৷ আমরা চাই জাহির আরও বড় হোক ৷ বসিরহাটের নাম উজ্জ্বল করুক ৷ ভবিষ্যতে অলিম্পিকে অংশগ্রহণ করতে চায় ৷ ও'র স্বপ্ন যাতে পূরণ হয়, সেই চেষ্টাই করব আমরা ৷"
স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসন জাহিরের সাফল্যকে কুর্নিশ জানিয়ে, তার পাশে থাকার আশ্বাস দিয়েছে ৷ রাজেন্দ্রপুর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সমীর বাছার বলেন, "জাহির আমাদের বসিরহাটের গর্ব ৷ আমাদের ঘরের কৃতী সন্তান ৷ ও'র সাফল্যে আজ গোটা বসিরহাটের নাম রাজ্য স্তরে আলোচিত হচ্ছে ৷ আগামিদিনে জাহির আরও বড় সাফল্য পাক সেটাই আমরা চাই ৷ আমরা জাহিরের পাশে সবসময় রয়েছি ৷ ও'কে সবরকম ভাবে সাহায্য করব ৷"