ETV Bharat / state

বাংলাদেশের জলসীমায় 2টি ভারতীয় ট্রলার, ওপারে আটক কাকদ্বীপের 31 জন মৎস্যজীবী

সমুদ্রে মাছ ধরতে গিয়ে কোনওভাবে বাংলাদেশের জলসীমার মধ্যে ঢুকে পড়েছিল দু'টি ভারতীয় ট্রলার ৷ তাতে ট্রলার-সহ মৎস্যজীবীদের আটক করল বাংলাদেশের নৌবাহিনী ৷

Bangladesh Navy detains Indian Fishermen
দু'টি ভারতীয় ট্রলার ও মৎস্যজীবীদের আটক করল বাংলাদেশ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2024, 11:23 AM IST

কাকদ্বীপ, 17 অক্টোবর: দু'টি ভারতীয় ট্রলার আটক করল বাংলাদেশের নৌবাহিনী ৷ এছাড়া আটক হয়েছেন ওই দু'টি ট্রলারে থাকা 31 জন মৎস্যজীবীও ৷ ট্রলার দু'টি বাংলাদেশের জলসীমানার মধ্যে চলে যাওয়ায় তাঁদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ মৎস্যজীবীদের থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷

মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে, 12 অক্টোবর মাছ ধরার উদ্দেশ্যে এফবি মা বাসন্তী ও এফবি জয় জগন্নাথ নামক দু'টি ট্রলার সমুদ্রে পাড়ি দিয়েছিল ৷ 14 অক্টোবর বাংলাদেশের জল সীমানার ভিতরে চলে যাওয়ায় বাংলাদেশের নৌবাহিনী দু'টি ট্রলারকে আটক করে ৷

দু'টি ভারতীয় ট্রলার ও মৎস্যজীবীদের আটক করল বাংলাদেশ (ইটিভি ভারত)

প্রথমে মৎস্যজীবীদের আটক করে পটুয়াখালি মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাঁদের বাংলাদেশের কলাপাড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷ বুধবার সকালে এই খবর এসে পৌঁছয় কাকদ্বীপের মৎস্যজীবী সংগঠনগুলির কাছে ৷

এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, "বুধবার সকালে খবর পেয়েছি দু'টি ভারতীয় মা বাসন্তী ও জগন্নাথ ট্রলারকে বাংলাদেশের নৌবাহিনী আটক করেছে ৷ পটুয়াখালিতে নিয়ে গিয়েছে ৷ কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে ৷ আমরা জানতে পেরেছি, ওই দু'টি ট্রলারে 31 জন মৎস্যজীবী রয়েছেন ৷ সবাই কাকদ্বীপ এলাকার বাসিন্দা ৷"

বাংলাদেশে আটক হওয়া এক মৎস্যজীবীর স্ত্রী মঞ্জুরি দাস বলেন, "বুধবার সকাল 10টার সময় আমাদের কাছে খবর এসেছে ৷ শেষ সোমবার স্বামীর সঙ্গে কথা হয়েছে ৷ তিনি বললেন ট্রলার নিয়ে যাচ্ছি ৷ আমি জিজ্ঞেস করলাম কতজন যাচ্ছ ? স্বামী বললেন, 15 জন যাচ্ছি ৷ স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারছি না ৷" তাঁর স্বামী একটি ট্রলারের মাঝি ছিলেন বলে জানা গিয়েছে ৷ পরিবারের সবাই খুব চিন্তার মধ্যে রয়েছেন ৷

কাকদ্বীপ, 17 অক্টোবর: দু'টি ভারতীয় ট্রলার আটক করল বাংলাদেশের নৌবাহিনী ৷ এছাড়া আটক হয়েছেন ওই দু'টি ট্রলারে থাকা 31 জন মৎস্যজীবীও ৷ ট্রলার দু'টি বাংলাদেশের জলসীমানার মধ্যে চলে যাওয়ায় তাঁদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ মৎস্যজীবীদের থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷

মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে, 12 অক্টোবর মাছ ধরার উদ্দেশ্যে এফবি মা বাসন্তী ও এফবি জয় জগন্নাথ নামক দু'টি ট্রলার সমুদ্রে পাড়ি দিয়েছিল ৷ 14 অক্টোবর বাংলাদেশের জল সীমানার ভিতরে চলে যাওয়ায় বাংলাদেশের নৌবাহিনী দু'টি ট্রলারকে আটক করে ৷

দু'টি ভারতীয় ট্রলার ও মৎস্যজীবীদের আটক করল বাংলাদেশ (ইটিভি ভারত)

প্রথমে মৎস্যজীবীদের আটক করে পটুয়াখালি মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাঁদের বাংলাদেশের কলাপাড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷ বুধবার সকালে এই খবর এসে পৌঁছয় কাকদ্বীপের মৎস্যজীবী সংগঠনগুলির কাছে ৷

এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, "বুধবার সকালে খবর পেয়েছি দু'টি ভারতীয় মা বাসন্তী ও জগন্নাথ ট্রলারকে বাংলাদেশের নৌবাহিনী আটক করেছে ৷ পটুয়াখালিতে নিয়ে গিয়েছে ৷ কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে ৷ আমরা জানতে পেরেছি, ওই দু'টি ট্রলারে 31 জন মৎস্যজীবী রয়েছেন ৷ সবাই কাকদ্বীপ এলাকার বাসিন্দা ৷"

বাংলাদেশে আটক হওয়া এক মৎস্যজীবীর স্ত্রী মঞ্জুরি দাস বলেন, "বুধবার সকাল 10টার সময় আমাদের কাছে খবর এসেছে ৷ শেষ সোমবার স্বামীর সঙ্গে কথা হয়েছে ৷ তিনি বললেন ট্রলার নিয়ে যাচ্ছি ৷ আমি জিজ্ঞেস করলাম কতজন যাচ্ছ ? স্বামী বললেন, 15 জন যাচ্ছি ৷ স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারছি না ৷" তাঁর স্বামী একটি ট্রলারের মাঝি ছিলেন বলে জানা গিয়েছে ৷ পরিবারের সবাই খুব চিন্তার মধ্যে রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.