ETV Bharat / state

সুপ্রিম-শুনানির আগে 'ভোর দখল'-এর ডাক অর্জুন পুরস্কারপ্রাপ্ত মান্তু ঘোষের - RG Kar Doctor Rape and Murder

RG Kar Doctor Rape and Murder: সুপ্রিম কোর্টের শুনানির দিন 'ভোর দখলে'র ডাক দিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষ ৷ শিলিগুড়িতে ওইদিন ভোর চারটে থেকে এই কর্মসূচি হবে ৷ পাশাপাশি, সুবিচারের দাবিতে তাঁরা আন্দোলন জারি রাখবেন বলে জানিয়েছেন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2024, 8:03 PM IST

RG Kar Doctor Rape and Murder
সুপ্রিম-শুনানির আগে 'ভোর দখলে'র ডাক অর্জুন পুরস্কারপ্রাপ্ত মান্তু ঘোষের ৷ (নিজস্ব চিত্র)

শিলিগুড়ি, 6 সেপ্টেম্বর: রাত দখলের পর এবার ভোর দখলের ডাক ৷ এই ডাক দিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষ ৷ সেই সঙ্গে চিকিৎসক তথা উত্তরবঙ্গের স্বাস্থ্য দফতরের প্রাক্তন ওএসডি সুশান্ত রায়ের গ্রেফতারির দাবিও উঠল আজ ৷ সচেতন সমাজের পক্ষ থেকে এই দাবি তোলা হয়েছে ৷ উল্লেখ্য, আরজি কর-কাণ্ডে সুশান্তকুমার রায় এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে ৷

সুপ্রিম-শুনানির আগে 'ভোর দখলে'র ডাক অর্জুন পুরস্কারপ্রাপ্ত মান্তু ঘোষের ৷ (ইটিভি ভারত)

আরজি করের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে এবার আন্দোলনে নামলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ ৷ শিলিগুড়ির মান্তু-সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন 9 সেপ্টেম্বর 'ভোর দখলে'র ডাক দিয়েছে ৷ ওইদিন ভোর 4টে 10 মিনিট থেকে সকাল 6টা পর্যন্ত 'ভোর দখলে'র কর্মসূচি ঘোষণা করা হয়েছে ৷ মূলত, ওইদিন সুপ্রিম কোর্টে পিছিয়ে যাওয়া আরজি কর মামলার শুনানির হবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে ৷ তার আগে শিলিগুড়িতে ভোর দখলের মাধ্যমে সুবিচার দাবি তোলা হবে ৷

মান্তু ঘোষ জানিয়েছেন, 9 সেপ্টেম্বর শিলিগুড়ির হাসমিচকে ভোরের দখল নেবেন তাঁরা ৷ এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন মান্তু ঘোষ-সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের মহিলারা ৷ সচেতন সমাজের ডাকে এই ভোর দখলের ডাক দেওয়া হয়েছে ৷ সেদিন মঙ্গল প্রার্থনা ও শপথ বাক্য পাঠ করা হবে বলে ঘোষণা করেছেন তাঁরা ৷

এ দিন ওই স্বেচ্ছাসেবী সংগঠন জানিয়েছে, "আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব ৷ আমরা 9 সেপ্টেম্বর ভোর দখল করব ৷ আমরা চাই শুধু শিলিগুড়ি নয়, আপামোর জনসাধারণ ভোর দখল করুক ৷ সচেতন সমাজের পক্ষ থেকে সমাজের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচী করা হবে ৷" তাঁরা কলকাতা পুলিশের ডিসি নর্থের অপসারণ দাবি করেছেন ৷ পাশাপাশি, চিকিৎসক সুশান্তকুমার রায়, অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস-সহ দুর্নীতিতে যুক্ত স্বাস্থ্য দফতরের আধিকারিকদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে ৷

তাঁরা বলেন, "আরজি করের আন্দোলন না হলে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুর্নীতি সামনে আসত না ৷ আমরা চাই দুর্নীতি মুক্ত স্বাস্থ্যব্যবস্থা ও সমাজ ৷ মান্তু ঘোষ বলেন, "আমি একজন মহিলা, পাশাপাশি একজন খেলোয়াড় ৷ আমারও রাতে ভয় হয় ৷ তিলোত্তমা তাড়াতাড়ি বিচার পাক, এটাই চাই ৷ তিলোত্তমার বিচার এখনও অধরা ৷ আগামী 9 তারিখ আরজি কর-কাণ্ডের খুনের একমাস হচ্ছে ৷ ওই দিন সুপ্রিম কোর্টে শুনানি আছে ৷"

শিলিগুড়ি, 6 সেপ্টেম্বর: রাত দখলের পর এবার ভোর দখলের ডাক ৷ এই ডাক দিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষ ৷ সেই সঙ্গে চিকিৎসক তথা উত্তরবঙ্গের স্বাস্থ্য দফতরের প্রাক্তন ওএসডি সুশান্ত রায়ের গ্রেফতারির দাবিও উঠল আজ ৷ সচেতন সমাজের পক্ষ থেকে এই দাবি তোলা হয়েছে ৷ উল্লেখ্য, আরজি কর-কাণ্ডে সুশান্তকুমার রায় এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে ৷

সুপ্রিম-শুনানির আগে 'ভোর দখলে'র ডাক অর্জুন পুরস্কারপ্রাপ্ত মান্তু ঘোষের ৷ (ইটিভি ভারত)

আরজি করের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে এবার আন্দোলনে নামলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ ৷ শিলিগুড়ির মান্তু-সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন 9 সেপ্টেম্বর 'ভোর দখলে'র ডাক দিয়েছে ৷ ওইদিন ভোর 4টে 10 মিনিট থেকে সকাল 6টা পর্যন্ত 'ভোর দখলে'র কর্মসূচি ঘোষণা করা হয়েছে ৷ মূলত, ওইদিন সুপ্রিম কোর্টে পিছিয়ে যাওয়া আরজি কর মামলার শুনানির হবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে ৷ তার আগে শিলিগুড়িতে ভোর দখলের মাধ্যমে সুবিচার দাবি তোলা হবে ৷

মান্তু ঘোষ জানিয়েছেন, 9 সেপ্টেম্বর শিলিগুড়ির হাসমিচকে ভোরের দখল নেবেন তাঁরা ৷ এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন মান্তু ঘোষ-সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের মহিলারা ৷ সচেতন সমাজের ডাকে এই ভোর দখলের ডাক দেওয়া হয়েছে ৷ সেদিন মঙ্গল প্রার্থনা ও শপথ বাক্য পাঠ করা হবে বলে ঘোষণা করেছেন তাঁরা ৷

এ দিন ওই স্বেচ্ছাসেবী সংগঠন জানিয়েছে, "আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব ৷ আমরা 9 সেপ্টেম্বর ভোর দখল করব ৷ আমরা চাই শুধু শিলিগুড়ি নয়, আপামোর জনসাধারণ ভোর দখল করুক ৷ সচেতন সমাজের পক্ষ থেকে সমাজের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচী করা হবে ৷" তাঁরা কলকাতা পুলিশের ডিসি নর্থের অপসারণ দাবি করেছেন ৷ পাশাপাশি, চিকিৎসক সুশান্তকুমার রায়, অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস-সহ দুর্নীতিতে যুক্ত স্বাস্থ্য দফতরের আধিকারিকদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে ৷

তাঁরা বলেন, "আরজি করের আন্দোলন না হলে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুর্নীতি সামনে আসত না ৷ আমরা চাই দুর্নীতি মুক্ত স্বাস্থ্যব্যবস্থা ও সমাজ ৷ মান্তু ঘোষ বলেন, "আমি একজন মহিলা, পাশাপাশি একজন খেলোয়াড় ৷ আমারও রাতে ভয় হয় ৷ তিলোত্তমা তাড়াতাড়ি বিচার পাক, এটাই চাই ৷ তিলোত্তমার বিচার এখনও অধরা ৷ আগামী 9 তারিখ আরজি কর-কাণ্ডের খুনের একমাস হচ্ছে ৷ ওই দিন সুপ্রিম কোর্টে শুনানি আছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.