ETV Bharat / state

প্রথম থেকে পরিশ্রম করলে রেজাল্ট আরও ভালো হত, আক্ষেপ মাধ্যমিকে পঞ্চম অর্ঘদীপের - WB Madhyamik Result 2024

Madhyamik 2024 5th Rank: মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমান জেলার অর্ঘদীপ বসাক ৷ মেধাতালিকায় স্থান পাবে আশা করলেও এতটা ভালো হবে তা ভাবেনি সে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 2:16 PM IST

MP Exam 2024 , মাধ্যমিক 2024
বাবা-মায়ের সঙ্গে মাধ্য়মিকে পঞ্চম অর্ঘদীপ বসাক
মাধ্যমিকে পঞ্চম অর্ঘদীপের বক্তব্য

বর্ধমান, 2 মে: আগামী দিনে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাকেই পাখির চোখ করে এগিয়ে চলেছে মাধ্যমিকের পঞ্চম অর্ঘদীপ বসাক । পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় এলাকায় পারুলডাঙা নসরতপুর হাইস্কুলের ছাত্র সে । মাধ্য়মিকে তার প্রাপ্ত নম্বর 689 । মেধাতালিকায় স্থান পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সে ৷

সমুদ্রগড়ের হাটসিমলার বাসিন্দা অর্ঘদীপ জানিয়েছে, তার নির্দিষ্ট কোনও বাঁধা ধরা রুটিন ছিল না । পড়াশোনাটা ছিল ভালোলাগার উপরে । তবে খুঁটিয়ে বই পড়াটা খুবই জরুরি । এমনকি পরীক্ষার আগে পড়ার সময় বাড়ানোর জন্য টিউশন পড়া ছেড়ে দিয়েছিল । ওই সময় সে নিজের মতো করে পড়াশোনা করত । মাঝপথে মনোবল ভেঙে যাওয়ায় মা-বাবা সাপোর্ট করেছিলেন ৷ তবে প্রথম থেকে পরিশ্রম করলে এক থেকে তিনের মধ্যে স্থান পেত বলে জানায় অর্ঘদীপ ৷

এদিন অর্ঘদীপ বলেন, "পড়াশোনা জন্য নির্দিষ্ট কোনও সময় ছিল না । যখন ইচ্ছে হতো তখনই পড়তে বসতাম । তবে পরীক্ষার আগে 12 থেকে 13 ঘণ্টা পড়াশোনা করতাম । আর যেহেতু শেষের দিকে টিউশন পড়া ছেড়ে দিয়েছিলাম ফলে পড়ার জন্য আরও বেশি সময় পেয়েছি । স্কুলের বেশ কয়েকজন আমাকে খুব সাহায্য করেছেন । যখন কোনও প্রশ্ন পারতাম না তখন তাদেরকে বললেই তারা সাহায্য করতেন । বিশেষ করে রাতের দিকে যখন কোনও প্রশ্নের উত্তর নিয়ে সমস্যা হত তখন আশিস স্যারকে জানালেই তিনি সঙ্গে সঙ্গে হেল্প করতেন । তাঁর কাছে আমি কৃতজ্ঞ । আমি ভেবেছিলাম 680 নম্বরের উপর মতো পাব । তবে এত ভালো ফল হবে আশা করিনি । প্রথম দিকে পাঁচজন শিক্ষকের কাছে টিউশনি পড়তাম । তবে ভালো লাগতো সায়েন্সের সাবজেক্টগুলো ।"

আরও পড়ুন :

  1. মাধ্যমিকে প্রথম হয়েও চরম উৎফুল্ল নয়, ভবিষ্যতে কী হতে চায় চন্দ্রচূড় ?
  2. প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, প্রথম দশে 57 জন; রইল মেধাতালিকা
  3. সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস, আজও তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে

মাধ্যমিকে পঞ্চম অর্ঘদীপের বক্তব্য

বর্ধমান, 2 মে: আগামী দিনে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাকেই পাখির চোখ করে এগিয়ে চলেছে মাধ্যমিকের পঞ্চম অর্ঘদীপ বসাক । পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় এলাকায় পারুলডাঙা নসরতপুর হাইস্কুলের ছাত্র সে । মাধ্য়মিকে তার প্রাপ্ত নম্বর 689 । মেধাতালিকায় স্থান পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সে ৷

সমুদ্রগড়ের হাটসিমলার বাসিন্দা অর্ঘদীপ জানিয়েছে, তার নির্দিষ্ট কোনও বাঁধা ধরা রুটিন ছিল না । পড়াশোনাটা ছিল ভালোলাগার উপরে । তবে খুঁটিয়ে বই পড়াটা খুবই জরুরি । এমনকি পরীক্ষার আগে পড়ার সময় বাড়ানোর জন্য টিউশন পড়া ছেড়ে দিয়েছিল । ওই সময় সে নিজের মতো করে পড়াশোনা করত । মাঝপথে মনোবল ভেঙে যাওয়ায় মা-বাবা সাপোর্ট করেছিলেন ৷ তবে প্রথম থেকে পরিশ্রম করলে এক থেকে তিনের মধ্যে স্থান পেত বলে জানায় অর্ঘদীপ ৷

এদিন অর্ঘদীপ বলেন, "পড়াশোনা জন্য নির্দিষ্ট কোনও সময় ছিল না । যখন ইচ্ছে হতো তখনই পড়তে বসতাম । তবে পরীক্ষার আগে 12 থেকে 13 ঘণ্টা পড়াশোনা করতাম । আর যেহেতু শেষের দিকে টিউশন পড়া ছেড়ে দিয়েছিলাম ফলে পড়ার জন্য আরও বেশি সময় পেয়েছি । স্কুলের বেশ কয়েকজন আমাকে খুব সাহায্য করেছেন । যখন কোনও প্রশ্ন পারতাম না তখন তাদেরকে বললেই তারা সাহায্য করতেন । বিশেষ করে রাতের দিকে যখন কোনও প্রশ্নের উত্তর নিয়ে সমস্যা হত তখন আশিস স্যারকে জানালেই তিনি সঙ্গে সঙ্গে হেল্প করতেন । তাঁর কাছে আমি কৃতজ্ঞ । আমি ভেবেছিলাম 680 নম্বরের উপর মতো পাব । তবে এত ভালো ফল হবে আশা করিনি । প্রথম দিকে পাঁচজন শিক্ষকের কাছে টিউশনি পড়তাম । তবে ভালো লাগতো সায়েন্সের সাবজেক্টগুলো ।"

আরও পড়ুন :

  1. মাধ্যমিকে প্রথম হয়েও চরম উৎফুল্ল নয়, ভবিষ্যতে কী হতে চায় চন্দ্রচূড় ?
  2. প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, প্রথম দশে 57 জন; রইল মেধাতালিকা
  3. সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস, আজও তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.