কলকাতা, 7 এপ্রিল: দুঃষ্প্রাপ্য বস্তুর সংগ্রহের সখ থাকে মানুষের ৷ যেমন প্রাচীন মুদ্রা কিংবা মূর্তি ৷ তাই বলে 15 লক্ষ টাকার কলম ! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যিই ৷ শহরে 4 থেকে 6 এপ্রিল পর্যন্ত চলা 'পেন মহোৎসবে' এমনই একটি ঝর্ণা কলম নিয়ে এসেছিলেন মুম্বইয়ের পেন সংগ্রাহক ভিনিশা সিংহী ৷ যে পেনটি তাঁর বাবা বিশাল সিংভীর সংরক্ষণে রয়েছে ৷
নতুন প্রজন্মের কাছে ঝর্ণা কলমের পরিচিতি ঘটাতে তথা অস্তিত্ব বজায় রাখতে চতুর্থ পেন মহোৎসবের আয়োজন হয় কলকাতার হো চি মিন সরণিতে অবস্থিত আইসিসিআর প্রেক্ষাগৃহে ৷ যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পেন ব্যবসায়ীরা হাজির হন ৷ সেই তালিকায় ছিল মুম্বইয়ের এক পেন ব্যবসায়ী সংস্থা ৷ তাদের সংগ্রহে ছিল এই 15 লাখি ঝর্ণা কলম ৷
আর এর বিশেষত্ব হল, পেনের গায়ে অ্যালবার্ট আইনস্টাইনের হাতে লেখা সমীকরণ জ্বলজ্বল করছে ৷ সঙ্গে পেনের খাপে রয়েছে আইনস্টাইনের 'অভিকর্ষের চাপে দুমড়ে যাওয়া স্থান–কালে'র বিখ্যাত ছক ৷ আর পেনের নিব তৈরি করা হয়েছে বিশুদ্ধ হোয়াইট গোল্ড দিয়ে ৷ এটি বিখ্যাত পেন প্রস্তুতকারী সংস্থা মঁ ব্লাঁ-র তৈরি ৷ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের স্মৃতিতে সামান্য কয়েকটি কালেকশন তৈরি করেছিল সংস্থাটি ৷ এটি তারই একটি ৷
ভিনিশা সিংহী বলেন, "বাবার পেন কালেকশনের খুব সখ ৷ তিনি গত কয়েক বছর ধরে মঁ ব্লাঁ কোম্পানির একটি 15 লক্ষ টাকার পেনের মালিক ৷ অ্যালবার্ট আইনস্টাইনের স্মৃতিতে তৈরি এই কলমের খাপে অভিকর্ষের চাপে দুমড়ে যাওয়া স্থান–কালের বিখ্যাত ছক আছে ৷ মনে করা হচ্ছে, এটি দেশের সবচেয়ে দামি পেন ৷ এছাড়াও, বিখ্যাত কোম্পানি শেফার্ড-এর শতবর্ষের কালেকশনও আছে ৷ যার দাম আবার 3 লক্ষ টাকা ৷"

ভিনিশার সংস্থার সংগ্রহে রয়েছে 35 হাজার টাকার একটি ঝর্ণা কলম ৷ যার বিশেষত্ব হল পেনের গায়ে আঁকা দেবী লক্ষ্মীর ছবি ৷ পেনটির খাপের প্যাঁচ যেকোনও পজিশন থেকে বন্ধ করা হোক না-কেন, সেটি বন্ধ করার পর লক্ষ্মীর পূর্ণ অবয়ব ফুটে উঠবে ৷ আর এই পেনের নিব তৈরি করা হয়েছে সোনা দিয়ে ৷ এছাড়াও, বিখ্যাত কোম্পানি শেফার্ড-এর শতবর্ষের কালেকশনও রয়েছে ভিনিশার কাছে ৷ যার দাম 3 লক্ষ টাকা ৷

'পেন মহোৎসব'-এর অন্যতম উদ্যোক্তা প্রসেনজিৎ গুছাইত বলেন, "আজকাল তিন টাকা পা পাঁচ টাকা পেনের চাহিদা বেশি ৷ নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাতেই লিখতে অভ্যস্ত ৷ কিন্তু, ঝর্ণা কলমে লিখলে হাতের লেখা ভালো হয় ৷ সেটা অনেকেই জানেন ৷ আমরা এই ঝর্ণা কলমের পরিচয় নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই ৷ কারণ, রবি ঠাকুরের সেই ঝর্ণা কলম ধীরে-ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে ৷ আমরা সেই কলমকেই বাঁচিয়ে রাখতে চাই ৷ শুধু কলকাতা নয়, গোটা রাজ্য থেকে পেন প্রেমীরা এসে ভিড় করছেন এখানে ৷ এ কারণে আমরা 99 টাকা থেকে 15 লাখের কলম সংগ্রহে রেখেছি ৷ প্রথমদিনেই 500 পিস পেন বিক্রি হয়েছে ৷"

আসানসোল থেকে এই পেন মহোৎসবে এসেছিলেন সুব্রত সরকার ৷ 75 বছর বয়সী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি জানান, তাঁর কালেকশনে 56টি ঝর্ণা কলম রয়েছে ৷ সেই সংখ্যা তিনি আরও বাড়াতে চান ৷ সেই কারণেই আসানসোল থেকে কলকাতা আসা ৷ শুধু তাই নয়, তাঁর ছেলে এবং ছেলের অফিস কলিগদের বায়না নিয়ে হাজির হয়েছিলেন তিনি ৷
