ETV Bharat / state

পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজি ! উঠোনে পড়ে না-ফাটা 2 বোমা, আতঙ্কে হাড়হিম - BOMB EXPLOSION IN SANTIPUR

চারটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ ৷ দুটি বোমা ফাটে এবং না ফাটা অবস্থায় দুটি বোমা উদ্ধার করে পুলিশ । পরিবারে আতঙ্ক বিরাজ করছে ৷

Bomb explosion in Santipur
পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2024, 2:37 PM IST

নদিয়া, 4 নভেম্বর: গভীর রাতে কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ ৷ ঘটনায় আতঙ্কে পরিবার ৷ টালির টিনের মাটির বাড়িতে বোমা বিস্ফোরণস্থলের মাত্র দুহাত দূরে এক বারান্দায় শুয়েছিলেন পঞ্চায়েত সদস্য কালিদাস বিশ্বাসের মা ও বাবা ৷ পাশের ঘরে ছিলেন ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী ৷ অপর ঘরে তাঁর স্ত্রী এবং সন্তানকে নিয়ে ছিলেন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য । সেই অবস্থায় পরপর দুটি বোমা বিস্ফোরণ হয় ৷

ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েত এলাকার ৷ পঞ্চায়েত সদস্য কালিদাস বিশ্বাসের কথায়, "রাজকুমার নামে কাউকে ডাকাডাকি করে প্রথমে গালিগালাজ শুরু করে দুষ্কৃতীরা ৷ এরপরেই বোমা ছোড়া হয় ৷ প্রথম বোমাটি মা-বাবা শুয়ে থাকা বারান্দার কাছে, আর অপরটি ফাটে টিনের দরজায় ৷ এর ফলে দরজাটি ফেটে চৌচির হয়ে যায় ৷ তৃতীয় বোমাটি ছোড়া হলে তা একটি টিনের ফাঁকে ঢুকে যায় ৷ তবে সেটা ফাটেনি ৷ চার নম্বর বোমাটিও উঠোনে না ফাটা অবস্থায় পড়ে থাকে ৷ এই পরিস্থিতিতে পুলিশ এসে বিস্ফোরণ হওয়া বোমার টুকরো এবং না-ফাটা বোমাদুটি উদ্ধার করে নিয়ে যায় ।"

উদ্ধার দুটি তাজা বোমা (ইটিভি ভারত)

জানা গিয়েছে, হরিপুর পঞ্চায়েতের 9 নম্বর সংসদে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য কালিদাস বিশ্বাসের বাড়িতে রবিবার রাতে আনুমানিক 1টা নাগাদ ভয়ংকর শব্দে চিৎকার করে ওঠে সকলে ৷ চারিদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায় এবং বোমার মধ্যে থাকা খোয়া ও অন্যান্য ধাতব বস্তু টিনের উপর পড়তে থাকে ৷ যার ফলে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয় । এরপর সারা রাতে আর দু'চোখের পাতা এক করতে পারেননি পরিবারের কেউ, এমনকি প্রতিবেশীরাও তীব্র আতঙ্কে ছিলেন ।

Bomb explosion in Santipur
বোমা (নিজস্ব ছবি)

তাঁরা জানাচ্ছেন, যেখানে পঞ্চায়েত সদস্যর বাড়িতে এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা পড়ে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ! এই মুহূর্তে শান্তিপুর ব্লকে 6টি পঞ্চায়েতের মধ্যে দলত্যাগ না করা একমাত্র কংগ্রেসের পঞ্চায়েত সদস্য এই কালিদাস বিশ্বাস ৷ সেই কারণেই কি কোনও রাজনৈতিক দলে টানার হুমকি দিতে এই বোমাবাজি ? এই প্রশ্ন তুলছেন প্রতিবেশীরা ৷

Bomb explosion in Santipur
অন্তঃসত্ত্বা ঘরে থাকা অবস্থায় বোমাবাজি (নিজস্ব ছবি)

এই বিষয়ে অবশ্য কালিদাস বিশ্বাস বলেন, "জয়লাভের পরবর্তী সময়ে হুমকি থাকলেও এখন সেসব ব্যাপারে কোনও সমস্যা নেই । তবে যেহেতু রাজনৈতিক প্রতীক চিহ্নে জয়লাভ করেছি, তাই হয়তো রাজনৈতিক শত্রু থাকতে পারে ৷ অন্যদিকে জনপ্রতিনিধি হওয়ার কারণে হয়তো কোনও ঘটনার পরিপ্রেক্ষিতে আমার উপর কারও ব্যক্তিগত রাগ সৃষ্টি হতে পারে ৷ সেটাও সঠিকভাবে বলা যাচ্ছে না ৷ তবে পুলিশের কাছে এখন লিখিত অভিযোগ জানাব ৷ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক প্রশাসন ।"

এই ঘটনার বিষয়ে দলীয় নেতৃত্বকে তিনি অবগত করেছেন বলে জানিয়েছেন কংগ্রেস পঞ্চায়েত সদস্য । বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ।

নদিয়া, 4 নভেম্বর: গভীর রাতে কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ ৷ ঘটনায় আতঙ্কে পরিবার ৷ টালির টিনের মাটির বাড়িতে বোমা বিস্ফোরণস্থলের মাত্র দুহাত দূরে এক বারান্দায় শুয়েছিলেন পঞ্চায়েত সদস্য কালিদাস বিশ্বাসের মা ও বাবা ৷ পাশের ঘরে ছিলেন ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী ৷ অপর ঘরে তাঁর স্ত্রী এবং সন্তানকে নিয়ে ছিলেন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য । সেই অবস্থায় পরপর দুটি বোমা বিস্ফোরণ হয় ৷

ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েত এলাকার ৷ পঞ্চায়েত সদস্য কালিদাস বিশ্বাসের কথায়, "রাজকুমার নামে কাউকে ডাকাডাকি করে প্রথমে গালিগালাজ শুরু করে দুষ্কৃতীরা ৷ এরপরেই বোমা ছোড়া হয় ৷ প্রথম বোমাটি মা-বাবা শুয়ে থাকা বারান্দার কাছে, আর অপরটি ফাটে টিনের দরজায় ৷ এর ফলে দরজাটি ফেটে চৌচির হয়ে যায় ৷ তৃতীয় বোমাটি ছোড়া হলে তা একটি টিনের ফাঁকে ঢুকে যায় ৷ তবে সেটা ফাটেনি ৷ চার নম্বর বোমাটিও উঠোনে না ফাটা অবস্থায় পড়ে থাকে ৷ এই পরিস্থিতিতে পুলিশ এসে বিস্ফোরণ হওয়া বোমার টুকরো এবং না-ফাটা বোমাদুটি উদ্ধার করে নিয়ে যায় ।"

উদ্ধার দুটি তাজা বোমা (ইটিভি ভারত)

জানা গিয়েছে, হরিপুর পঞ্চায়েতের 9 নম্বর সংসদে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য কালিদাস বিশ্বাসের বাড়িতে রবিবার রাতে আনুমানিক 1টা নাগাদ ভয়ংকর শব্দে চিৎকার করে ওঠে সকলে ৷ চারিদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায় এবং বোমার মধ্যে থাকা খোয়া ও অন্যান্য ধাতব বস্তু টিনের উপর পড়তে থাকে ৷ যার ফলে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয় । এরপর সারা রাতে আর দু'চোখের পাতা এক করতে পারেননি পরিবারের কেউ, এমনকি প্রতিবেশীরাও তীব্র আতঙ্কে ছিলেন ।

Bomb explosion in Santipur
বোমা (নিজস্ব ছবি)

তাঁরা জানাচ্ছেন, যেখানে পঞ্চায়েত সদস্যর বাড়িতে এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা পড়ে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ! এই মুহূর্তে শান্তিপুর ব্লকে 6টি পঞ্চায়েতের মধ্যে দলত্যাগ না করা একমাত্র কংগ্রেসের পঞ্চায়েত সদস্য এই কালিদাস বিশ্বাস ৷ সেই কারণেই কি কোনও রাজনৈতিক দলে টানার হুমকি দিতে এই বোমাবাজি ? এই প্রশ্ন তুলছেন প্রতিবেশীরা ৷

Bomb explosion in Santipur
অন্তঃসত্ত্বা ঘরে থাকা অবস্থায় বোমাবাজি (নিজস্ব ছবি)

এই বিষয়ে অবশ্য কালিদাস বিশ্বাস বলেন, "জয়লাভের পরবর্তী সময়ে হুমকি থাকলেও এখন সেসব ব্যাপারে কোনও সমস্যা নেই । তবে যেহেতু রাজনৈতিক প্রতীক চিহ্নে জয়লাভ করেছি, তাই হয়তো রাজনৈতিক শত্রু থাকতে পারে ৷ অন্যদিকে জনপ্রতিনিধি হওয়ার কারণে হয়তো কোনও ঘটনার পরিপ্রেক্ষিতে আমার উপর কারও ব্যক্তিগত রাগ সৃষ্টি হতে পারে ৷ সেটাও সঠিকভাবে বলা যাচ্ছে না ৷ তবে পুলিশের কাছে এখন লিখিত অভিযোগ জানাব ৷ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক প্রশাসন ।"

এই ঘটনার বিষয়ে দলীয় নেতৃত্বকে তিনি অবগত করেছেন বলে জানিয়েছেন কংগ্রেস পঞ্চায়েত সদস্য । বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.