ETV Bharat / state

বিদ্যুতের বিল বাঁচাতে রাজ্যে প্রথম এই সংশোধনাগারে সৌরশক্তির ব্যবহার - SOLAR ENERGY SYSTEM

লক্ষাধিক টাকা বিদ্যুতের বিল বাঁচাতে মাসখানেক আগে সংশোধনাগারে এই সৌর বিদ্যুৎ শক্তির ইনস্টলেশন করা হয়েছে ৷ যাবতীয় যন্ত্রপাতির যত্ন নেন আবাসিকরা ৷

Alipore Women Correctional home
আলিপুর মহিলা সংশোধনাগারে সৌর বিদ্যুৎ শক্তির ব্যবহার (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 10, 2025 at 7:58 PM IST

2 Min Read

কলকাতা, 10 জুন: রাজ্যে এই প্রথম কোনও সংশোধনাগারে বিদ্যুতের বিল বাঁচাতে সাহায্য নেওয়া হল সৌরশক্তির । আর এটা করা হয়েছে কলকাতার বুকে অবস্থিত সুপ্রাচীন আলিপুর মহিলা সংশোধনাগারে ।

ওখানকার এক কারারক্ষীর কথায়, সংশোধনাগারটিতে আগের তুলনায় মহিলা আবাসিকদের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে । বর্তমানে আলিপুর মহিলা সংশোধনাগারে প্রায় হাজার খানেক মহিলা আবাসিক রয়েছেন । পাশাপাশি রয়েছেন কারারক্ষী থেকে শুরু করে কারা আধিকারিকরা । যেহেতু এটি একটি সংশোধনাগার, ফলে এর নিরাপত্তা অত্যন্ত উন্নতমানের । তাই সংশোধনাগারে রয়েছে একাধিক বৈদ্যুতিক সরঞ্জাম থেকে শুরু করে বৈদ্যুতিক ডিভাইস । পাশাপাশি অত্যাধুনিক জ্যামারও রয়েছে ।

এছাড়াও সকল আবাসিকরা যাতে ভালোভাবে থাকতে পারেন তার জন্য রয়েছে একাধিক ফ্যান ও টিভি । ওষুধ রাখার জন্য রয়েছে ফ্রিজও ৷ আর এইসব বাবদ সংশোধনাগারে মাসে প্রায় কয়েক লক্ষ টাকা আসছিল বিদ্যুতের বিল । আর এই বিদ্যুতের বিল কম করতেই এবার রাজ্যে প্রথম কোনও সংশোধনাগারে ইনস্টল করা হল সৌর বিদ্যুৎ শক্তি ।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য কারা বিভাগের এক ডিআইজি পদমর্যাদার আধিকারিক ইটিভি ভারতকে বলেন, "কোনও সংশোধনাগারে সৌর বিদ্যুৎ শক্তি দিয়ে বিদ্যুতের চাহিদা মেটানো প্রথম পশ্চিমবঙ্গের মধ্যে আলিপুর মহিলা সংশোধনাগারেই করা হল ।"

জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থাকে দিয়ে মাসখানেক আগে এই সৌর বিদ্যুৎ শক্তির যাবতীয় ইনস্টলেশন করানো হয়েছে আলিপুর মহিলা সংশোধনাগারে । এমনকি সেইগুলি কীভাবে রক্ষণাবেক্ষণ করা হবে তারও প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেখানকার বন্দি আবাসিকদের । বর্তমানে সংশোধনাগরের মধ্যে যাবতীয় যন্ত্রপাতির যত্ন নেন সেই সংশোধনাগারের মহিলা আবাসিকরাই ।

আলিপুর মহিলা সংশোধনাগার সূত্রে খবর, মাস গেলে আগে সংশ্লিষ্ট সংশোধনাগারে প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা বিল আসতো । কিন্তু সৌর বিদ্যুৎ শক্তির ফলে বর্তমানে অনেকটাই কমেছে ইলেকট্রিক বিল । তবে সৌর বিদ্যুৎ শক্তি মূলত পরীক্ষামূলকভাবে আলিপুর মহিলা সংশোধনাগারে চালু করা হয়েছে । পরবর্তী সময়ে এটি রাজ্যের অন্যান্য সংশোধনাগারগুলোতেও চালু করা হবে বলে জানা গিয়েছে ।

কলকাতা, 10 জুন: রাজ্যে এই প্রথম কোনও সংশোধনাগারে বিদ্যুতের বিল বাঁচাতে সাহায্য নেওয়া হল সৌরশক্তির । আর এটা করা হয়েছে কলকাতার বুকে অবস্থিত সুপ্রাচীন আলিপুর মহিলা সংশোধনাগারে ।

ওখানকার এক কারারক্ষীর কথায়, সংশোধনাগারটিতে আগের তুলনায় মহিলা আবাসিকদের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে । বর্তমানে আলিপুর মহিলা সংশোধনাগারে প্রায় হাজার খানেক মহিলা আবাসিক রয়েছেন । পাশাপাশি রয়েছেন কারারক্ষী থেকে শুরু করে কারা আধিকারিকরা । যেহেতু এটি একটি সংশোধনাগার, ফলে এর নিরাপত্তা অত্যন্ত উন্নতমানের । তাই সংশোধনাগারে রয়েছে একাধিক বৈদ্যুতিক সরঞ্জাম থেকে শুরু করে বৈদ্যুতিক ডিভাইস । পাশাপাশি অত্যাধুনিক জ্যামারও রয়েছে ।

এছাড়াও সকল আবাসিকরা যাতে ভালোভাবে থাকতে পারেন তার জন্য রয়েছে একাধিক ফ্যান ও টিভি । ওষুধ রাখার জন্য রয়েছে ফ্রিজও ৷ আর এইসব বাবদ সংশোধনাগারে মাসে প্রায় কয়েক লক্ষ টাকা আসছিল বিদ্যুতের বিল । আর এই বিদ্যুতের বিল কম করতেই এবার রাজ্যে প্রথম কোনও সংশোধনাগারে ইনস্টল করা হল সৌর বিদ্যুৎ শক্তি ।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য কারা বিভাগের এক ডিআইজি পদমর্যাদার আধিকারিক ইটিভি ভারতকে বলেন, "কোনও সংশোধনাগারে সৌর বিদ্যুৎ শক্তি দিয়ে বিদ্যুতের চাহিদা মেটানো প্রথম পশ্চিমবঙ্গের মধ্যে আলিপুর মহিলা সংশোধনাগারেই করা হল ।"

জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থাকে দিয়ে মাসখানেক আগে এই সৌর বিদ্যুৎ শক্তির যাবতীয় ইনস্টলেশন করানো হয়েছে আলিপুর মহিলা সংশোধনাগারে । এমনকি সেইগুলি কীভাবে রক্ষণাবেক্ষণ করা হবে তারও প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেখানকার বন্দি আবাসিকদের । বর্তমানে সংশোধনাগরের মধ্যে যাবতীয় যন্ত্রপাতির যত্ন নেন সেই সংশোধনাগারের মহিলা আবাসিকরাই ।

আলিপুর মহিলা সংশোধনাগার সূত্রে খবর, মাস গেলে আগে সংশ্লিষ্ট সংশোধনাগারে প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা বিল আসতো । কিন্তু সৌর বিদ্যুৎ শক্তির ফলে বর্তমানে অনেকটাই কমেছে ইলেকট্রিক বিল । তবে সৌর বিদ্যুৎ শক্তি মূলত পরীক্ষামূলকভাবে আলিপুর মহিলা সংশোধনাগারে চালু করা হয়েছে । পরবর্তী সময়ে এটি রাজ্যের অন্যান্য সংশোধনাগারগুলোতেও চালু করা হবে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.