ETV Bharat / state

এবার শিলিগুড়িতে গোষ্ঠী-সংঘর্ষ, পাথরের আঘাতে আহত বেশ কয়েকজন - SILIGURI VIOLENCE

অভিযোগ, রাতের অন্ধকারে চরক পুজোর সন্ন্যাসীদের উপর আক্রমণ চালায় একদল দুষ্কৃতী। ওই ঘটনায় পুলিশেও অভিযোগ দায়ের করা হয়।

SILIGURI VIOLENCE
শিলিগুড়িতে দুই গোষ্ঠীর সংঘর্ষ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 14, 2025 at 12:24 PM IST

2 Min Read

শিলিগুড়ি, 14 এপ্রিল: নববর্ষের আগের দিন দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা ৷ আর তার জেরে তুমুল উত্তেজনা ছড়াল শিলিগুড়ি পুরনিগমের চার নম্বর ওয়ার্ডের জ্যোতিনগরে।

সোমবার সকালে এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে বলে খবর। ছোড়া হয় পাথর। তাতে আহত হন বেশ কয়েকজন এলাকাবাসী। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, র‍্যাফ। ঘটনাস্থলে পৌঁছন খোদ শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর-সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। যদিও ঘটনায় কোনওরকম গুজবে কান না দেওয়ার আবেদন জানান পুলিশ কমিশনার।

শিলিগুড়িতে দুই গোষ্ঠীর সংঘর্ষ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত শনিবার রাত থেকে। অভিযোগ, রাতের অন্ধকারে চরক পুজোর সন্ন্যাসীদের উপর আক্রমণ চালায় একদল দুষ্কৃতী। এরপর ওই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

এরই মাঝে প্রথমে রবিবার মাঝরাত থেকে দফায় দফায় ফের ঝামেলা বাঁধে ওই দুই গোষ্ঠীর মধ্যে। অভিযোগ, সকালে দুই গোষ্ঠী এলাকায় একে অপরকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। পাথরের জেরে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন এলাকাবাসী। আহতদের মধ্যে দু'জনকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি পৌঁছন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর, ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর-সহ অন্যান্য জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা। এলাকায় বসানো হয় পুলিশ পিকেট। এলাকাবাসীদের সঙ্গে দেখা করে কথা বলেন আধিকারিকরা। পরে ফের বাড়তি পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় রুটমার্চ করছে পুলিশ।

এই বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, "দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার জেরে ঘটনাটি ঘটেছে। পাথর ছোড়াছুড়ি হয়েছে। আমাদের সাধারণ মানুষের কাছে আবেদন, কেউ যেন কোনও গুজবে কান না দেন। তবে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।"

শিলিগুড়ি, 14 এপ্রিল: নববর্ষের আগের দিন দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা ৷ আর তার জেরে তুমুল উত্তেজনা ছড়াল শিলিগুড়ি পুরনিগমের চার নম্বর ওয়ার্ডের জ্যোতিনগরে।

সোমবার সকালে এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে বলে খবর। ছোড়া হয় পাথর। তাতে আহত হন বেশ কয়েকজন এলাকাবাসী। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, র‍্যাফ। ঘটনাস্থলে পৌঁছন খোদ শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর-সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। যদিও ঘটনায় কোনওরকম গুজবে কান না দেওয়ার আবেদন জানান পুলিশ কমিশনার।

শিলিগুড়িতে দুই গোষ্ঠীর সংঘর্ষ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত শনিবার রাত থেকে। অভিযোগ, রাতের অন্ধকারে চরক পুজোর সন্ন্যাসীদের উপর আক্রমণ চালায় একদল দুষ্কৃতী। এরপর ওই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

এরই মাঝে প্রথমে রবিবার মাঝরাত থেকে দফায় দফায় ফের ঝামেলা বাঁধে ওই দুই গোষ্ঠীর মধ্যে। অভিযোগ, সকালে দুই গোষ্ঠী এলাকায় একে অপরকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। পাথরের জেরে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন এলাকাবাসী। আহতদের মধ্যে দু'জনকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি পৌঁছন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর, ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর-সহ অন্যান্য জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা। এলাকায় বসানো হয় পুলিশ পিকেট। এলাকাবাসীদের সঙ্গে দেখা করে কথা বলেন আধিকারিকরা। পরে ফের বাড়তি পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় রুটমার্চ করছে পুলিশ।

এই বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, "দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার জেরে ঘটনাটি ঘটেছে। পাথর ছোড়াছুড়ি হয়েছে। আমাদের সাধারণ মানুষের কাছে আবেদন, কেউ যেন কোনও গুজবে কান না দেন। তবে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.