ETV Bharat / state

আচমকাই বিধানসভায় হাজির বিনীত গোয়েল, কারণ ঘিরে ধোঁয়াশা - Vineet Goyal at Assembly

Vineet Goyal meets Speaker Biman Banerjee: এ দিন আচমকাই বিধানসভায় হাজির হলেন বিনীত গোয়েল ৷ বৈঠকও করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৷ তবে কী কারণে তাঁর বিধাবসভায় আগমন সেই নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2024, 6:45 PM IST

Vineet Goyal
বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক বিনীত গোয়েলের (ইটিভি ভারত)

কলকাতা, 25 সেপ্টেম্বর: আচমকাই বুধবার বিধানসভায় এসে উপস্থিত হলেন কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার তথা বর্তমান এডিজি এসটিএফ বিনীত গোয়েল । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি । যদিও এই বৈঠক নিয়ে দু'পক্ষের কেউই মুখ খোলেননি । আর এখান থেকেই শুরু হয়েছে জল্পনা । হঠাৎ করে কী কারণে বিধানসভায় পৌঁছে গেলেন বিনীত গোয়েল ! সেই প্রশ্নই উঠছে ৷

সাম্প্রতিক সময়ে আরজি কর-কাণ্ডের আবহে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এই দুঁদে পুলিশ অফিসারকে । তারপর থেকেই বিভিন্ন মহলে তাঁকে অপেক্ষাকৃত ভালো পদে বসানো হয়েছে বলে দাবি করে সমালোচনা চলে । কিন্তু সেই তিনিই আচমকা বিধানসভায় গিয়ে অধ্যক্ষের সঙ্গে বৈঠক করছেন, সেই বিষয়ের দিকে সকলের নজর রয়েছে । যেহেতু উভয়পক্ষের এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তাই স্পষ্ট করে বলা যাচ্ছে না, কী কারণে বিনীত গোয়েল বিধানসভায় গেলেন ।

ওয়াকিমহল মহলের কেউ কেউ মনে করছেন, আরজি কর-কাণ্ডের আবহে তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের নাম জড়িয়েছে ৷ সেই নিয়ে আলোচনা করতেই বিধানসভায় যেতে পারেন বিনীত গোয়েল । এও প্রশ্ন উঠছে, ওই কারণে নাকি বিধানসভা নিয়ে বিশেষ কোনও আশঙ্কার দিক রয়েছে ৷ আগেভাগে তা আঁচ করতে পেরেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এডিজি এফটিএফ বিনীত গোয়েলকে ডেকে পাঠাতে পারেন বলে অনেকের মত । যদিও বিধানসভার একটা সূত্র থেকে বিনীত গোয়েলের উপস্থিতিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখানো হচ্ছে । এমনটাও শোনা যাচ্ছে, ব্যক্তিগত আলোচনার কারণেই বিনীত গোয়েলের বিধানসভায় আসা ।

উল্লেখ্য, আরজি কর-কাণ্ডে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবি জানিয়েছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ৷ তাঁদের দাবি মেনে 17 সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে ৷ লালবাজার থেকে পাঠানো হয় ভবানী ভবনে ৷ এডিজি এসটিএফ পদে বহাল করা হয় বিনীত গোয়েলকে ৷ আর তাঁর পরিবর্তে কলকাতার নগরপাল করা হয় মনোজ ভার্মাকে ৷

কলকাতা, 25 সেপ্টেম্বর: আচমকাই বুধবার বিধানসভায় এসে উপস্থিত হলেন কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার তথা বর্তমান এডিজি এসটিএফ বিনীত গোয়েল । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি । যদিও এই বৈঠক নিয়ে দু'পক্ষের কেউই মুখ খোলেননি । আর এখান থেকেই শুরু হয়েছে জল্পনা । হঠাৎ করে কী কারণে বিধানসভায় পৌঁছে গেলেন বিনীত গোয়েল ! সেই প্রশ্নই উঠছে ৷

সাম্প্রতিক সময়ে আরজি কর-কাণ্ডের আবহে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এই দুঁদে পুলিশ অফিসারকে । তারপর থেকেই বিভিন্ন মহলে তাঁকে অপেক্ষাকৃত ভালো পদে বসানো হয়েছে বলে দাবি করে সমালোচনা চলে । কিন্তু সেই তিনিই আচমকা বিধানসভায় গিয়ে অধ্যক্ষের সঙ্গে বৈঠক করছেন, সেই বিষয়ের দিকে সকলের নজর রয়েছে । যেহেতু উভয়পক্ষের এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তাই স্পষ্ট করে বলা যাচ্ছে না, কী কারণে বিনীত গোয়েল বিধানসভায় গেলেন ।

ওয়াকিমহল মহলের কেউ কেউ মনে করছেন, আরজি কর-কাণ্ডের আবহে তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের নাম জড়িয়েছে ৷ সেই নিয়ে আলোচনা করতেই বিধানসভায় যেতে পারেন বিনীত গোয়েল । এও প্রশ্ন উঠছে, ওই কারণে নাকি বিধানসভা নিয়ে বিশেষ কোনও আশঙ্কার দিক রয়েছে ৷ আগেভাগে তা আঁচ করতে পেরেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এডিজি এফটিএফ বিনীত গোয়েলকে ডেকে পাঠাতে পারেন বলে অনেকের মত । যদিও বিধানসভার একটা সূত্র থেকে বিনীত গোয়েলের উপস্থিতিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখানো হচ্ছে । এমনটাও শোনা যাচ্ছে, ব্যক্তিগত আলোচনার কারণেই বিনীত গোয়েলের বিধানসভায় আসা ।

উল্লেখ্য, আরজি কর-কাণ্ডে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবি জানিয়েছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ৷ তাঁদের দাবি মেনে 17 সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে ৷ লালবাজার থেকে পাঠানো হয় ভবানী ভবনে ৷ এডিজি এসটিএফ পদে বহাল করা হয় বিনীত গোয়েলকে ৷ আর তাঁর পরিবর্তে কলকাতার নগরপাল করা হয় মনোজ ভার্মাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.