ETV Bharat / state

চোপড়ায় আক্রান্ত যুগল পেল পুলিশি নিরাপত্তা, আজ আদালতে তোলা হবে 'জেসিবি'কে - Chopra Beaten Incident

Tajimul Haque (JCB) Arrested in Chopra Incident: বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর জন্য এক যুবক-যুবতীকে মাটিতে ফেলে বেধড়ক মারধরের ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ এই নারকীয় ঘটনার মূল অভিযুক্ত তথা এলাকার তৃণমূল নেতা তাজেমুল হক ওরফে 'জেসিবি'। রবিবারই তাকে গ্রেফতার করে চোপড়া থানার পুলিশ ৷ সেইসঙ্গে ওই যুবক-যবতীকে নিরাপত্তাও দেওয়া হয়েছে পুলিশের তরফে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 9:41 AM IST

Updated : Jul 1, 2024, 9:52 AM IST

Tajimul Haque Who Allegedly Thrashes Woman in Chopra
তৃণমূল নেতা তাজেমুল হক ওরফে 'জেসিবি' (ইটিভি ভারত)

চোপড়া, 1 জুলাই: চোপড়ার নেতা তাজেমুল হক ওরফে জেসিবির এক নারকীয় ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তরজা ৷ বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে প্রকাশ্যে রাস্তা ফেলে সে এক যুগলকে রাস্তায় ফেলে বাঁশের কঞ্চি দিয়ে অনবরত পেটাতে থাকে ৷ আঘাতের জেরে মাটিতে ওই যুবক-যুবতী ছটপট করতে থাকেন ৷ জনা পঞ্চাশের লোক সেখানে গোল করে নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়েছিলেন ৷ বাধা দিতে এগিয়ে আসেননি ৷ এই নারকীয় ভিডিয়ো সোশালে ছড়িয়ে পড়তেই অভিযুক্ত জেসিবিকে গ্রেফতার করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, ঘটনাটি 28 জুন, শুক্রবারের ৷ এই ঘটনায় চোপড়া থানার পুলিশ রবিবারই জেসিবিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে ৷ আজ অর্থাৎ সোমবার তাজেমুলকে ইসলামপুর মহাকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে পিলিশ সূত্রে ৷ এদিকে এনিয়ে ইসলামপুর পুলিশ ডিসট্রিক্টের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে জানানো হয়েছে, "চোপড়া থানার অন্তর্গত একটি ঘটনাকে ঘিরে ভুল তথ্য ছড়ানো হয়েছে ৷ কোনও নির্দিষ্ট মহল থেকে এই চেষ্টা করা হচ্ছে। আসল বিষয়টি হল, পুলিশ অবিলম্বে এক মহিলাকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ৷ এছাড়াও এই ঘটনায় একটি মামলাও রুজু করেছে পুলিশ ৷ আক্রান্ত যুগলকে নিরাপত্তাও দেওয়া হয়েছে ৷"

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাজেমুল ওরফে জেসিবি চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। একাধিক খুনের মামলা রয়েছে তার নামে । এনিয়ে উত্তর দিনাজপুর জেলার বিজেপি সহসভাপতি সুরজিৎ সেন অভিযোগ করেছেন, মূল অভিযুক্ত জেসিবির বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ কিন্তু, বিধায়কের খাস লোক হওয়ায় পুলিশ তাঁকে স্পর্শও করে না ৷

সালিশি সভায় যুবক-যুবতীকে 'মার', অভিযুক্তের পাশে দাঁড়িয়ে নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তৃণমূল নেতার

চোপড়া, 1 জুলাই: চোপড়ার নেতা তাজেমুল হক ওরফে জেসিবির এক নারকীয় ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তরজা ৷ বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে প্রকাশ্যে রাস্তা ফেলে সে এক যুগলকে রাস্তায় ফেলে বাঁশের কঞ্চি দিয়ে অনবরত পেটাতে থাকে ৷ আঘাতের জেরে মাটিতে ওই যুবক-যুবতী ছটপট করতে থাকেন ৷ জনা পঞ্চাশের লোক সেখানে গোল করে নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়েছিলেন ৷ বাধা দিতে এগিয়ে আসেননি ৷ এই নারকীয় ভিডিয়ো সোশালে ছড়িয়ে পড়তেই অভিযুক্ত জেসিবিকে গ্রেফতার করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, ঘটনাটি 28 জুন, শুক্রবারের ৷ এই ঘটনায় চোপড়া থানার পুলিশ রবিবারই জেসিবিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে ৷ আজ অর্থাৎ সোমবার তাজেমুলকে ইসলামপুর মহাকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে পিলিশ সূত্রে ৷ এদিকে এনিয়ে ইসলামপুর পুলিশ ডিসট্রিক্টের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে জানানো হয়েছে, "চোপড়া থানার অন্তর্গত একটি ঘটনাকে ঘিরে ভুল তথ্য ছড়ানো হয়েছে ৷ কোনও নির্দিষ্ট মহল থেকে এই চেষ্টা করা হচ্ছে। আসল বিষয়টি হল, পুলিশ অবিলম্বে এক মহিলাকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ৷ এছাড়াও এই ঘটনায় একটি মামলাও রুজু করেছে পুলিশ ৷ আক্রান্ত যুগলকে নিরাপত্তাও দেওয়া হয়েছে ৷"

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাজেমুল ওরফে জেসিবি চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। একাধিক খুনের মামলা রয়েছে তার নামে । এনিয়ে উত্তর দিনাজপুর জেলার বিজেপি সহসভাপতি সুরজিৎ সেন অভিযোগ করেছেন, মূল অভিযুক্ত জেসিবির বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ কিন্তু, বিধায়কের খাস লোক হওয়ায় পুলিশ তাঁকে স্পর্শও করে না ৷

সালিশি সভায় যুবক-যুবতীকে 'মার', অভিযুক্তের পাশে দাঁড়িয়ে নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তৃণমূল নেতার

Last Updated : Jul 1, 2024, 9:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.