মালদা, 5 এপ্রিল: গত লোকসভা নির্বাচনে মালদা জেলার 2টি আসনের একটিতে বিজেপি, অন্যটিতে কংগ্রেস জেতে । তবে গত বিধানসভা নির্বাচনের পর জেলাজুড়ে শাসকদলের ভোট ব্যাঙ্ক বেশ খানিকটা বেড়েছে । আসন্ন লোকসভা নির্বাচনে সেই ভোট ব্যাঙ্ক ধরে রাখতে এবং তার জন্য নির্বাচনী কৌশল ঠিক করতে শুক্রবার মালদা জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে বৈঠক করলেন তৃণমূলের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
অভিষেকের মালদা জেলা সফরকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই গোটা শহর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। দুপুর 2টো নাগাদ মালদা শহরের যুব আবাস সংলগ্ন ময়দানে অভিষেকের হেলিকপ্টার নামে । সেখান থেকে তিনি সোজা চলে যান পুরাতন মালদার একটি হোটেলে । প্রায় ঘণ্টা তিনেক ওই হোটেলেই ছিলেন তিনি । ওই হোটেলে তৃণমূলের জন প্রতিনিধি-সহ দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
হোটেল থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "মালদা জেলায় 2টো লোকসভা কেন্দ্র রয়েছে । তৃতীয় দফাতে 2টি কেন্দ্রে নির্বাচন হতে চলেছে । সেই দুই লোকসভা কেন্দ্রে নির্বাচন নিয়ে আমাদের আলোচনা হয়েছে । গত লোকসভা নির্বাচনে উত্তর মালদা আসনে বিজেপি আর দক্ষিণ মালদা আসনে কংগ্রেস জয়লাভ করেছিল । তবে গত বিধানসভা নির্বাচনে মালদা ও মুর্শিদাবাদে যেভাবে মানুষ তৃণমূলের প্রার্থীদের আশির্বাদ করেছেন এবং তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবেউন্নয়ন করেছেন তাতে মানুষের সমর্থন দেখে আমরা ওই 2টি কেন্দ্রে জয় পেতে চলেছি বলেই মনে হচ্ছে ।"
রাজ্যে প্রথম দফার ভোট 19 এপ্রিল । তার আগে আগামিকাল রাজ্যের সমস্ত শাসক দলের পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শনিবার ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক করবেন তিনি। এখানে তৃণমূলের হাতে থাকা সমস্ত পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানদের উপস্থিত থাকতে বলা হয়েছে ।
আরও পড়ুন:
শনিবার পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠক, কী বার্তা দেবেন অভিষেক?
'বিজেপিতে যাননি বলেই জেল খাটছেন অনুব্রত', কেষ্টগড়ে নিশানা অভিষেকের
বিজেপির হাত থেকে ঝাড়গ্রাম ছিনিয়ে নিতে রণকৌশল বাতলে দিলেন অভিষেক