কলকাতা, 9 এপ্রিল: বিকাশ ভবনে অপেক্ষায় ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । তবে কথা দিয়েও এলেন না প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কসবার ডিআই অফিসে চাকরিহারা বিক্ষোভকারীদের উপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদেই তিনি আর এ ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা চান না বলে জানিয়েছেন অভিজিৎ ৷ এমনকি মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য যে চিঠি নিয়ে এসেছিলেন, সেটি এদিন ছিঁড়ে ফেলেন তিনি ৷ যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইঙ্গিতপূর্ণভাবে তাঁকে বিঁধে বলেছেন, "এতক্ষণ অপেক্ষা করছিলাম ৷ বিজেপি সাংসদ জানিয়েছেন আসতে পারছেন না ৷ জানি না, দলের বারণ ছিল কি না ৷"
ব্রাত্য এদিন বলেন, "ওনারই দেওয়া সময়ে উনি এলেন না । ওনার ব্যাপার । উনি দলীয়ভাবে কোনও বিপদে পড়লেন কি না, দলীয় কোনও প্রতিবন্ধকতা তৈরি হল কি না, দল ওঁকে বারণ করল কি না, পরে এক্ষেত্রে ওনার কোনও অসুবিধা হবে কি না, এটা উনিই বলতে পারবেন । কিন্তু, আমরা ওনার জন্য হাত বাড়িয়ে বসেছিলাম । আমার অফিসে জানিয়েছেন যে, আজকে আসতে পারছেন না ।"
বুধবার লোকসভার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি অফিসে চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পর তাঁর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার কথা ছিল । শিক্ষামন্ত্রীর মাধ্যমে যোগ্য চাকরিহারাদের জন্য একটি চিঠি মুখ্যমন্ত্রীকে পাঠানোর কথা তিনি বলেছিলেন । তবে যোগ্য চাকরিহারাদের অভিযানকে কেন্দ্র করে এদিন ধুন্ধুমার বাঁধে কলকাতা-সহ বিভিন্ন জেলায় ৷ কসবায় বিক্ষোভকারীদের উপর বেপরোয়া লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ সেই খবর পাওয়ার পরই প্রতিবাদে তিনি আর সরকারের সঙ্গে আলোচনা করতে চাননি বলে জানিয়েছেন বিজেপি সাংসদ ৷
এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে বেরিয়ে তিনি বলেন, "আমরা এতক্ষণ অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে এসএসসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি । অনুরোধ করেছি যোগ্য-অযোগ্যদের ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করুন । উনি সহানুভূতির সঙ্গে সেটা শুনেছেন এবং আশা করব সেই মিরর ইমেজ উনি প্রকাশ করবেন । আমরা রাজ্য সরকারের কাছ থেকে একটা ভদ্রলোকের মতো ব্যবহার আশা করেছিলাম । কিন্তু বৈঠক করে বেরনোর সময় আমরা দেখলাম, সারা রাজ্যে শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হয়েছে । রাজনীতির ঊর্ধে উঠে বিষয়টাকে সমাধান করার জন্য ভদ্রলোকের মতো ব্যবহার করতে চেয়েছিলাম ৷ তা করে কোনও লাভ নেই বুঝতে পারলাম । তাই শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই চিঠি দেওয়া এখন বাতুলতা ।"
তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ বিকাশ ভবনে না যাওয়ায় এই নিয়ে শিক্ষামন্ত্রী পালটা প্রশ্ন তুললেন । তাঁর প্রশ্ন, তাহলে এসএসসি অফিসে বসে বৈঠক করলেন কেন ? তিনি বলেন, "উনি নিজেই আসতে চেয়েছিলেন । ওনার কথা অনুযায়ী দলমতের উর্ধ্বে উঠে, ওনার দলীয় পরিচয় ভুলে গিয়ে সাংসদ তথা প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন করেছিলেন । আমি বলেছিলাম মিডিয়ার কাছে আবেদন না করে লিখিতভাবে আবেদন করুন । তাঁর আমার কাছে মুখ্যমন্ত্রীর চিঠি দিতে আসারই কথা ছিল, তারপরেও তিনি এলেন না ।"
ব্রাত্য বসু আরও বলেন, "আমার একটা লোকগানের পংক্তি মনে পড়ছে, তুমি সর্প হয়ে দংশন কর, ওঝা হয়ে ঝাড়ো । মুখ্যমন্ত্রীর কাছে উনিই বলেছিলেন আসবেন, মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন আমার মাধ্যমে, মুখ্যমন্ত্রীর কাছে এটার একটা বিচার চাইবেন, তারপরে উনিই ব্যাক আউট করলেন এবং এই যুক্তিটা কোনও যুক্তি হতে পারে না, যেটা উনি বলছেন । শিক্ষা দফতর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনওভাবে যুক্ত নয় । উনি সরকারের সঙ্গে বৈঠক করবেন না বলছেন যখন, তাহলে কেন এসএসসি অফিসে বসে বৈঠক করলেন । ওটা অটোনমাস হলেও তো সরকারের ৷ তখন তাহলে তিনি কেন গাড়ি ঘুরিয়ে চলে গেলেন না ?"