ETV Bharat / state

বিচারপতি পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দুপুরে সাংবাদিক বৈঠক

Justice Abhijit Gangopadhyay resigns: পূর্ব ঘোষণামতো আজ সকালে ইস্তফা দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ পদত্যাগপত্র তিনি পাঠাবেন রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 12:11 PM IST

Updated : Mar 5, 2024, 1:49 PM IST

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 5 মার্চ: কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । আজ সকাল সাড়ে দশটা নাগাদ তিনি পদত্যাগ করেন । সেই সংক্রান্ত চিঠি তিনি পাঠাবেন দেশের রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ।

মঙ্গলবার সকাল সাড়ে দশটার পরে তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গেও দেখা করেন । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত পরশুদিনই ঘোষণা করেছিলেন তিনি আজ সকালে তাঁর ইস্তফাপত্র পাঠাবেন দেশের রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে । একইসঙ্গে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে মৌখিকভাবে জানাবেন বলে জানিয়েছিলেন তিনি । সেই মতোই আজ সকাল সাড়ে দশটা নাগাদ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

কলকাতা হাইকোর্টের সামনে মাস্টারদা সূর্য সেনের মূর্তির পাদদেশে সাংবাদিক সম্মেলন করে তিনি তাঁর সব কথা জানাবেন বলে জানিয়েছিলেন । যদিও কলকাতা হাইকোর্ট চত্বরে 144 ধারা জারি থাকায় তিনি তাঁর সল্টলেকের বাড়িতে সাংবাদিক সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন ।

ইস্তফা দেওয়ার ইচ্ছেপ্রকাশ করার সঙ্গে সঙ্গে রাজনীতির ময়দানে নামারও ইঙ্গিত দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কিন্তু আগামী দিনে তাঁকে কোন দলে দেখা যাবে তা এখনও স্পষ্ট নয় । অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বারবার তৃণমূল কংগ্রেসকে তুলোধোনা করতে দেখা গিয়েছে ৷ আবার গতকালই তাঁর মুখে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্তুতি ৷ এর থেকেই রাজনীতির কারবারিরা মনে করছেন যে, নিজের কথাতেই তাঁর ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ শোনা যাচ্ছে, বিজেপির হয়ে আগামী লোকসভা নির্বাচনে তমলুক থেকে প্রার্থী হতে পারেন তিনি । যদিও এ বিষয়ে কোনও নিশ্চিত খবর এখনই পাওয়া যাচ্ছে না ৷

প্রসঙ্গত, বিচারপতি হিসেবে রাজ্যে দুর্নীতি মামলায় একের পর এক ঐতিহাসিক রায় দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় । গতকাল তাঁর কর্মজীবনের শেষ দিনে আক্ষেপ করতে দেখা গিয়েছে বহু চাকরিপ্রার্থীকে ৷ তাঁর ইস্তফার কথা শুনে সোমবার বহু মামলাকারী এজলাসে তাঁর সামনেই কেঁদে ফেলেন । আগামী দিনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী ভূমিকা নেন, তারই অপেক্ষায় সাধারণ মানুষ ৷

আরও পড়ুন:

  1. কেউ কাঁদলেন, কেউ বললেন কালো দিন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের শেষ দিনেও উঠল পূর্ব মেদিনীপুর
  2. 'সবচেয়ে বড় দালাল', কটাক্ষ ছুড়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রাজনীতির ময়দানে চ্যালেঞ্জ কল্যাণের
  3. 'রাজনীতিতে আসুন, তবে বিচার ব্যবস্থায় রাজনীতিকরণ ক্ষমাহীন অপরাধ'; বিচারপতি গঙ্গোপাধ্য়ায়কে আক্রমণ তৃণমূলের

কলকাতা, 5 মার্চ: কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । আজ সকাল সাড়ে দশটা নাগাদ তিনি পদত্যাগ করেন । সেই সংক্রান্ত চিঠি তিনি পাঠাবেন দেশের রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ।

মঙ্গলবার সকাল সাড়ে দশটার পরে তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গেও দেখা করেন । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত পরশুদিনই ঘোষণা করেছিলেন তিনি আজ সকালে তাঁর ইস্তফাপত্র পাঠাবেন দেশের রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে । একইসঙ্গে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে মৌখিকভাবে জানাবেন বলে জানিয়েছিলেন তিনি । সেই মতোই আজ সকাল সাড়ে দশটা নাগাদ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

কলকাতা হাইকোর্টের সামনে মাস্টারদা সূর্য সেনের মূর্তির পাদদেশে সাংবাদিক সম্মেলন করে তিনি তাঁর সব কথা জানাবেন বলে জানিয়েছিলেন । যদিও কলকাতা হাইকোর্ট চত্বরে 144 ধারা জারি থাকায় তিনি তাঁর সল্টলেকের বাড়িতে সাংবাদিক সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন ।

ইস্তফা দেওয়ার ইচ্ছেপ্রকাশ করার সঙ্গে সঙ্গে রাজনীতির ময়দানে নামারও ইঙ্গিত দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কিন্তু আগামী দিনে তাঁকে কোন দলে দেখা যাবে তা এখনও স্পষ্ট নয় । অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বারবার তৃণমূল কংগ্রেসকে তুলোধোনা করতে দেখা গিয়েছে ৷ আবার গতকালই তাঁর মুখে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্তুতি ৷ এর থেকেই রাজনীতির কারবারিরা মনে করছেন যে, নিজের কথাতেই তাঁর ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ শোনা যাচ্ছে, বিজেপির হয়ে আগামী লোকসভা নির্বাচনে তমলুক থেকে প্রার্থী হতে পারেন তিনি । যদিও এ বিষয়ে কোনও নিশ্চিত খবর এখনই পাওয়া যাচ্ছে না ৷

প্রসঙ্গত, বিচারপতি হিসেবে রাজ্যে দুর্নীতি মামলায় একের পর এক ঐতিহাসিক রায় দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় । গতকাল তাঁর কর্মজীবনের শেষ দিনে আক্ষেপ করতে দেখা গিয়েছে বহু চাকরিপ্রার্থীকে ৷ তাঁর ইস্তফার কথা শুনে সোমবার বহু মামলাকারী এজলাসে তাঁর সামনেই কেঁদে ফেলেন । আগামী দিনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী ভূমিকা নেন, তারই অপেক্ষায় সাধারণ মানুষ ৷

আরও পড়ুন:

  1. কেউ কাঁদলেন, কেউ বললেন কালো দিন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের শেষ দিনেও উঠল পূর্ব মেদিনীপুর
  2. 'সবচেয়ে বড় দালাল', কটাক্ষ ছুড়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রাজনীতির ময়দানে চ্যালেঞ্জ কল্যাণের
  3. 'রাজনীতিতে আসুন, তবে বিচার ব্যবস্থায় রাজনীতিকরণ ক্ষমাহীন অপরাধ'; বিচারপতি গঙ্গোপাধ্য়ায়কে আক্রমণ তৃণমূলের
Last Updated : Mar 5, 2024, 1:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.