গাইঘাটা, 11 সেপ্টেম্বর: কয়েকদিন ধরে পাড়ায় দেখা যাচ্ছিল না যুবককে। তার মধ্যে দুই-তিন দিন ধরে পাড়ায় ছড়িয়েছিল পচা দুর্গন্ধও। স্থানীয় এক ব্যাক্তি ওই যুবকে তার বাড়িতে ডাকতে গিয়ে দেখেন ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে সে। আর দেহে পচন ধরে সারা বাড়িতে ছড়িয়েছে দুর্গন্ধ ৷
এরপরই খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম বলরাম অধিকারী। ওই পাড়ায় পরিবারের সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকতো সে। গাইঘাটার একটি দুধের কারখানায় কাজ করত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাত বছর ধরে গাইঘাটা থানা এলাকায় বলরাম তার পরিবার নিয়ে ভাড়া থাকত। মাস কয়েক আগে সাংসারিক বিবাদকে কেন্দ্র করে তার স্ত্রী বাপের বাড়িতে চলে যান। ওই যুবকের বাবা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন ৷ মা দিন কয়েক আগে বাংলাদেশে ঘুরতে গিয়েছেন বলেও জানা গিয়েছে ৷
বলরাম সহকর্মীরা জানান, কয়েকদিন হল বলরাম কাজে যাচ্ছিলেন না। বাংলাদেশ থেকে তার মা ফোন করলে ধরছিলও না। তার জেরেই কাজ থেকে ফিরে তাকে বাড়িতে ডাকতে যান এক সহকর্মী। সারা বাড়িতে পচা দুর্গন্ধ আসছিল। ডাকাডাকি করে দরজা না খোলায় দরজার ফাঁকা দিয়ে তিনি ঘরের ভিতরে দেখতে পান বলরাম গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে। পচন ধরেছে দেহে। এরপরই খবর দেওয়া হয় গাইঘাটা থানায়। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ওই যুবককে এলাকায় দেখা যাচ্ছিল না। তারই মধ্যে দুর্গন্ধ ছড়িয়েছিল এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে আত্মহত্যা করেছে সে। অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ।