গঙ্গারামপুর, 12 এপ্রিল: স্কুল চলাকালীন রান্নার গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড। ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল পড়ুয়ারা। শুক্রবার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর শহরের 17 নং ওয়ার্ডের ফকিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো ওইদিনও গঙ্গারামপুরের ফকিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে চলছিল পঠনপাঠন। ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের খাবার তৈরি হচ্ছিল রান্নাঘরে। হঠাৎ রান্না ঘরের গ্যাসে আগুন লেগে যায়। এমন ঘটনা দেখতে পেয়ে রাধুনিরা রান্নাঘর ছেড়ে চিৎকার করে বাইরে বেরিয়ে আসে। রাধুনিদের চিৎকারে আতঙ্কে স্কুলের শিক্ষক, শিক্ষিকারা ছাত্রছাত্রীদের ক্লাস রুম থেকে বের করে স্কুলের বাইরে নিয়ে চলে আসেন। ঘটনায় খবর দেওয়া হয় দমকলে ৷ দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গ্যাস সিলিন্ডারে লাগা আগুন নিয়ন্ত্রণ করে পরিস্থিতি স্বাভাবিক করে। স্কুলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের ছাত্রছাত্রীরা ক্লাসরুমে গিয়ে পড়াশোনা শুরু করে।
স্কুলের প্রধান শিক্ষিকা হাবিবা ইসলাম সরকার বলেন, "স্কুলে সেই সময় মিড ডে মিলে রান্না হচ্ছিল। নতুন করে সিলিন্ডার লাগানোর জন্যই এভাবে আগুন লেগে যায়। আগুন লাগার ঘটনায় ছাত্রছাত্রীরা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। তবে নির্বাপক যন্ত্রটি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয় যায়। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপণ দফতরে। দমকলের লোকেরা এসে আগুন আয়ত্তে নিয়ে আসেন।" দমকলের এক আধিকারিক বলেন, "স্কুলের রাধুনিদের এ বিষয়ে ট্রেনিং দেওয়া হবে। আশা করি, পরবর্তীতে এ ধরনের ঘটনার ঘটবে না।"
এই বিষয়ে এলাকাবাসী সুমনা পাল বলেন, "আমি লোকজনের চিৎকারে বাইরে ছুটে এসে দেখি স্কুলের ভেতরে রান্নাঘরে আগুন লেগেছে। সেই সময় রান্না হচ্ছিল। আতঙ্কে স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তায় এসে দাঁড়িয়ে ছিল। দমকলের একটি ইঞ্জিনে এসে আগুন নিয়ন্ত্রণ করে। আমরা সকলেই গোটা ঘটনায় খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম।"