ETV Bharat / state

মহিলাদের রাতের দখলে রক্তাক্ত শম্পা, পুলিশকর্মীর ক্ষেত্রে 'নারী-সুরক্ষা' কোথায় ? - RG Kar doctor Rape and murder case

Attack On RG Kar Hospital: শম্পা বিধানগর কমিশনারেটের একজন কনস্টেবল। সেই রাতে কারুর একটা ছোড়া ঢিলের ঘায়ে রক্তাক্ত হতে হয়েছে শম্পাকে। আর এখানেই রাজ্য পুলিশের তরফে প্রশ্ন করা হল, এই নারী-সুরক্ষা কী শম্পার জন্যও ছিল না? কারণ, শম্পা আগে একজন নারী।

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 16, 2024, 11:00 PM IST

FEMALE CONSTABLE INJURED
রক্তাক্ত কনস্টেবল শম্পা (ইটিভি ভারত)

কলকাতা, 16 অগস্ট: আরজি কর হাসপাতালে চিকিৎসকের সঙ্গে নির্যাতনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। সেই সময় রাজ্য পুলিশের নিজস্ব সামাজিক মাধ্যমের তরফে করা একটি পোস্ট ঘিরে এখন জোর সমলচনা নেট দুনিয়ায়। রাতের শহরে নারী সুরক্ষার ডিউটিতে গিয়ে বিক্ষোভকারীদের ছোঁড়া ইঁটের ঘায়ে রক্তাক্ত হতে হল শম্পা প্রামানিককে। শরীর ভিজল রক্তে।

শম্পা বিধানগর কমিশনারেটের একজন কনস্টেবল। সেই রাতে বিক্ষোভকারীদের ছোঁড়া ইঁটের ঘায়ে রক্তাক্ত হতে হয়েছে শম্পাকে। আর এখানেই রাজ্য পুলিশের তরফে প্রশ্ন করা হল, এই নারী-সুরক্ষা কি শম্পার জন্যও ছিল না? কারণ, শম্পা আগে একজন মহিলা। তার পেশায় সে পুলিশকর্মী । এখানেই প্রশ্ন যে, আরজি করের এই অপরাধের ঘটনায় প্রতিবাদে যখন রাত দখলে নেমেছিলেন মহিলারা, সেই রাতেই রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল শম্পাকে কেন রক্তাক্ত হতে হল?

এই বিষয় নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের এক উচ্চোপদস্থ আধিকারিক ইটিভি ভারতকে বলেন, "গোটা বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আরজি করের ঘটনার তদন্তে সিবিআই নেমেছে। কিন্তু আমার প্রশ্ন, সে রাতে আমাদের পুলিশ কনস্টেবল শম্পা তো নিজের দায়িত্বই পালন করছিল। তাহলে তাকে কেন রক্তাক্ত হতে হল?

এই ঘটনার ভবানী ভবন সূত্রের খবর, গত 14 অগস্ট এই ঘটনা ঘটেছে। বাগুইআটি থানা এলাকায়। আমরা থানায় অভিযোগ করে এই ঘটনার তদন্তে নেমেছি। রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছি। তাদের গ্রেফতারও করতে পাড়ব। তবে এই লজ্জা গোটা সমাজের বলে দাবি করেন রাজ্য পুলিশের আইনশৃংখলার দায়িত্বে থাকা এক উচ্চোপদস্থ আধিকারিক।

কলকাতা, 16 অগস্ট: আরজি কর হাসপাতালে চিকিৎসকের সঙ্গে নির্যাতনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। সেই সময় রাজ্য পুলিশের নিজস্ব সামাজিক মাধ্যমের তরফে করা একটি পোস্ট ঘিরে এখন জোর সমলচনা নেট দুনিয়ায়। রাতের শহরে নারী সুরক্ষার ডিউটিতে গিয়ে বিক্ষোভকারীদের ছোঁড়া ইঁটের ঘায়ে রক্তাক্ত হতে হল শম্পা প্রামানিককে। শরীর ভিজল রক্তে।

শম্পা বিধানগর কমিশনারেটের একজন কনস্টেবল। সেই রাতে বিক্ষোভকারীদের ছোঁড়া ইঁটের ঘায়ে রক্তাক্ত হতে হয়েছে শম্পাকে। আর এখানেই রাজ্য পুলিশের তরফে প্রশ্ন করা হল, এই নারী-সুরক্ষা কি শম্পার জন্যও ছিল না? কারণ, শম্পা আগে একজন মহিলা। তার পেশায় সে পুলিশকর্মী । এখানেই প্রশ্ন যে, আরজি করের এই অপরাধের ঘটনায় প্রতিবাদে যখন রাত দখলে নেমেছিলেন মহিলারা, সেই রাতেই রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল শম্পাকে কেন রক্তাক্ত হতে হল?

এই বিষয় নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের এক উচ্চোপদস্থ আধিকারিক ইটিভি ভারতকে বলেন, "গোটা বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আরজি করের ঘটনার তদন্তে সিবিআই নেমেছে। কিন্তু আমার প্রশ্ন, সে রাতে আমাদের পুলিশ কনস্টেবল শম্পা তো নিজের দায়িত্বই পালন করছিল। তাহলে তাকে কেন রক্তাক্ত হতে হল?

এই ঘটনার ভবানী ভবন সূত্রের খবর, গত 14 অগস্ট এই ঘটনা ঘটেছে। বাগুইআটি থানা এলাকায়। আমরা থানায় অভিযোগ করে এই ঘটনার তদন্তে নেমেছি। রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছি। তাদের গ্রেফতারও করতে পাড়ব। তবে এই লজ্জা গোটা সমাজের বলে দাবি করেন রাজ্য পুলিশের আইনশৃংখলার দায়িত্বে থাকা এক উচ্চোপদস্থ আধিকারিক।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.