ETV Bharat / state

বাবা যাচ্ছিলেন বিদেশে, স্টেশনের পথে টোটো ও মোটর বাইকের সংঘর্ষে মৃত্যু 2 বছরের মেয়ের - Murshidabad Accident

2 year Old Girl Child Dies in Road Accident: এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী মুর্শিদাবাদ। পরিবারের সঙ্গে বাবাকে স্টেশনে ছাড়তে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 19, 2024, 10:33 PM IST

2 year Old Girl Child Dies in Road Accident
টোটো ও মোটর বাইকের সংঘর্ষে মৃত্যু 2 বছরের মেয়ের (নিজস্ব চিত্র)

কান্দি, 19 জুলাই: বাবা বিদেশে কাজ করতে যাবেন। সুদিন ফিরবে সংসারে। আর তাই পরিবারের সকলের সঙ্গে বাবাকে স্টেশনে টেনে তুলে দিতে গিয়েছিল 2 বছরের শিশু । কিন্তু আর বাড়ি ফেরা হল না। বাবারও বিদেশ যাওয়া হল না। টোটো ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল শিশুর। জখম হলেন বাড়ির আরও 3 জন। শুক্রবার মুর্শিদাবাদের কান্দি থানা এলাকায় ঘটল এমনই মর্মান্তিক ঘটনা।

স্থানীয়দের তৎপরতায় সবাইকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কান্দি মহকুমা হাসপাতালের চিকিৎসকরা 3 জনকে গুরুতর জখম অবস্থায় ভর্তি করেন হাসপাতালে। পাশাপাশি 2 বছরের শিশু কন্যাকে মৃত বলে ঘোষণা করেন তাঁরা। জানা গিয়েছে, মৃত শিশু কন্যার নাম রাইমা দলুই। বয়স 2 বছর। বাড়ি বহরমপুর থানার টিকিয়া পাড়া এলাকায়।

মৃতের বাবা ধীমান দলুই কান্দি থানার জেমো গোলাপ বাগান এলাকায় শশুর বাড়ি থেকে টোটো করে পরিবারের সঙ্গে কর্ণসুবর্ণ স্টেশন যাচ্ছিলেন । সেখান থেকে তাঁর মুম্বই যাওয়ার কথা ছিল । পরে মুম্বই থেকে আরবে যাওয়ার কথা ছিল । কিন্তু কর্ণসুবর্ণ স্ট্রেশন যাওয়ার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মোটর বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 2 বছরে শিশু কন্যার। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার । স্বভাবতই আপাতত বিদেশ যাত্রা স্থগিত রেখেছেন বাবা । ঘটনার খবর দেওয়া হয় কান্দি থানার পুলিশকে। পাশাপাশি শিশুকন্যার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে । বাইক চালকের খোঁজ শুরু করেছে পুলিশ। কার গাফিলতিতে এই ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে।

কান্দি, 19 জুলাই: বাবা বিদেশে কাজ করতে যাবেন। সুদিন ফিরবে সংসারে। আর তাই পরিবারের সকলের সঙ্গে বাবাকে স্টেশনে টেনে তুলে দিতে গিয়েছিল 2 বছরের শিশু । কিন্তু আর বাড়ি ফেরা হল না। বাবারও বিদেশ যাওয়া হল না। টোটো ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল শিশুর। জখম হলেন বাড়ির আরও 3 জন। শুক্রবার মুর্শিদাবাদের কান্দি থানা এলাকায় ঘটল এমনই মর্মান্তিক ঘটনা।

স্থানীয়দের তৎপরতায় সবাইকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কান্দি মহকুমা হাসপাতালের চিকিৎসকরা 3 জনকে গুরুতর জখম অবস্থায় ভর্তি করেন হাসপাতালে। পাশাপাশি 2 বছরের শিশু কন্যাকে মৃত বলে ঘোষণা করেন তাঁরা। জানা গিয়েছে, মৃত শিশু কন্যার নাম রাইমা দলুই। বয়স 2 বছর। বাড়ি বহরমপুর থানার টিকিয়া পাড়া এলাকায়।

মৃতের বাবা ধীমান দলুই কান্দি থানার জেমো গোলাপ বাগান এলাকায় শশুর বাড়ি থেকে টোটো করে পরিবারের সঙ্গে কর্ণসুবর্ণ স্টেশন যাচ্ছিলেন । সেখান থেকে তাঁর মুম্বই যাওয়ার কথা ছিল । পরে মুম্বই থেকে আরবে যাওয়ার কথা ছিল । কিন্তু কর্ণসুবর্ণ স্ট্রেশন যাওয়ার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মোটর বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 2 বছরে শিশু কন্যার। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার । স্বভাবতই আপাতত বিদেশ যাত্রা স্থগিত রেখেছেন বাবা । ঘটনার খবর দেওয়া হয় কান্দি থানার পুলিশকে। পাশাপাশি শিশুকন্যার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে । বাইক চালকের খোঁজ শুরু করেছে পুলিশ। কার গাফিলতিতে এই ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.