ETV Bharat / state

পরিশ্রমের পুরস্কার পাবেন আজ, রাশিফলে কাদের ইঙ্গিত ? - DAILY HOROSCOPE FOR 16 APRIL

কেমন কাটবে আজকের দিন ? কারা পাবেন ভাগ্যের সাহায্য ? কাদের হাতে আসতে পারে টাকা ? জানতে দেখুন ইটিভি ভারতের রাশিফল ।

ETV BHARAT DAILY HOROSCOPE
ইটিভি ভারতের রাশিফলে জানুন কেমন কাটবে আজকের দিন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 16, 2025 at 12:02 AM IST

6 Min Read

মেষ : আজ আপনি রোমান্সেই মগ্ন থাকবেন । আর্থিক সাফল্য শান্তি এনে দেবে এবং শান্তি থেকে সাফল্য পাবেন । আপনাকে খরচ নিয়ে সতর্ক থাকতে হবে ও সেগুলিই কিনুন, যা আপনার সত্যিই প্রয়োজন আছে । এর ফলে আপনি কিছু অনিশ্চিত প্রকল্পে টাকা ঢালা থেকে বেঁচে যাবেন । আজকে আপনি বাকি থাকা কাজ নিয়ে চিন্তায় থাকবেন এবং নিজের থেকে অনেক বেশি প্রত্যাশা করবেন । কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য আপনাকে আবশ্যক সব চাপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ।

বৃষ : আজকে আপনি যাই শুরু করবেন তাতেই সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে । বিকেলের আর্থিক লেনদেন সন্তোষজনক ও লাভজনক, দুইই হবে । আপনি যতটা প্রত্যাশা করেছিলেন, দিনটি ততটা আকর্ষণীয় হবে না । চিত্তাকর্ষক সন্ধ্যা ক্লান্তিকর দিনের ক্ষোভ পূরণ করে দেবে । প্রিয়তমের সঙ্গে অসাধারণ সন্ধ্যা কাটানোর আশা রাখুন । আবেদন করে থাকলে, আজকে টপ আপ ঋণ বা ব্যাঙ্ক ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে ।

মিথুন : বিলাসিতা কমানোর চেষ্টা করুন এবং আপনার কেনার প্রবৃত্তি নিয়ন্ত্রণে রাখুন । ইলেকট্রনিক যন্ত্রপাতি ও যোগাযোগের সরঞ্জামের প্রতি আপনার ভালোবাসা আপনার পকেট ফুটো করে দেবে । দুর্ভাগ্যক্রমে, সময়ের মধ্যে কাজ শেষ করতে আপনার সমস্যা হবে । যখন মনে হবে যে দিনের কাজ শেষ করে ফেলেছেন, আরও কাজ জমতে থাকবে । কাজগুলিকে পরিকল্পনা করে সাজিয়ে নিলে লক্ষ্যে পৌঁছতে বা সময়ের মধ্যে কাজ শেষ করতে সাহায্য হবে । কাজ আটকে গেলে যুক্তি দিয়ে ভাবুন ।

কর্কট : আপনি হয়ত আপনার প্রণয়ীকে নিয়ে রক্ষণশীল হয়ে উঠবেন ও তার প্রতি আপনার যে অনুভূতি তা প্রকাশ করার উপায় খুঁজবেন । তারাও হয়ত তাতে ভালোই সাড়া দেবেন ও তার ফলে রোমান্স বাড়বে ও দীর্ঘস্থায়ী সম্পর্কের রাস্তা প্রসারিত হবে । আর্থিক দিক থেকে আজকের দিনটি শুভ হতে পারে, কেননা অতীতের কোনও বিনিয়োগ আজ মোটা লাভ নিয়ে আসতে পারে । শেয়ার বাজারেও ফলপ্রসূ লেনদেন হতে পারে । কর্মক্ষেত্রে আপনার হয়ত খুব ব্যস্ততা থাকবে । কাজের জায়গায় আরও ভালো করার জন্য আপনার মাথায় প্রচুর নতুন নতুন অভূতপূর্ব চিন্তা ঘুরবে । যৌক্তিক কাজ সম্বন্ধে সহজাত বোধ সাহায্য করতে পারে ।

সিংহ : আপনি হয়ত সম্পর্কে ছন্দ খুঁজে পাবেন না । সঙ্গী আপনাকে বাড়ির কাজের দায়িত্ব নিতে বলবেন এবং আপনি সাংসারিক দায়িত্ব নিয়ে খুশি হবেন না । তুচ্ছ বিষয় যা আপনার সম্পর্ককে তিক্ত করে তোলে, সেরকম বিষয় আপনি এড়িয়ে চলুন । গ্রহের অবস্থান অনুকূলে নেই, কাজেই ব্যবসায়িক পরিকল্পনা কার্যকর করা ঠিক হবে না, কিন্তু আপনি তা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন । সম্পত্তির লেনদেন নিয়ে কাজ করার জন্য আজ ভালো দিন, কেননা নক্ষত্রগুলি সেদিক থাকা আপনার অনুকূলে আছে ।

কন্যা : আপনার আর্থিক লেনদেনের ক্ষেত্রে ছিদ্রগুলি আজ আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন । তার ফলে আপনার আর্থিক পরিকল্পনার প্রবল উন্নতি হবে । আজকে আপনি ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন । সব মিলিয়ে আজ দিনটি ভালোই কাটবে । আজ আপনি প্রচুর আগ্রহ নিয়ে কাজ করবেন, ফলে কাজগুলি দ্রুত সম্পন্ন হবে । আজ হয়ত আপনি কিছু গোপন ব্যবসায়িক পন্থা শিখবেন । অফিস ঝুটঝামেলাহীন কাটায় বাড়িতে সন্ধ্যাটিও উপভোগ্য হবে ।

তুলা : আপনি হাসিখুশি মেজাজে থাকবেন । কিন্তু আজকে আপনাকে নিজের খরচের ওপরে নিয়ন্ত্রণ রাখতে হবে । মহাজাগতিক অবস্থানের কারণে আপনার পক্ষে খরচ নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে । আপনি জীবনের সব দিকে ভারসাম্য বজায় রাখতে পছন্দ করেন, কিন্তু আজকে অফিসে ভুল কিছু বলে ফেলে আপনি সেই ভারসাম্য নষ্ট করে দেবেন । আপনার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে । নিশ্চিত করুন যে আপনার ও ওপরওয়ালাদের মধ্যে কোনও কলহ নেই । কাজের জায়গায় আজকের কর্মব্যস্ত দিনে একসঙ্গে অনেক কাজ করার জন্য প্রস্তুত থাকুন ।

বৃশ্চিক : সঙ্গীর সঙ্গে কেনাকাটা করতে যাওয়ার সম্ভাবনা আছে । আর্থিক বিষয়ের ক্ষেত্রে আজ আপনি আপনার মূল চরিত্র অনুযায়ীই কাজ করবেন । আপনার সহজাত প্রবৃত্তির ওপর নির্ভর করে সিদ্ধান্তগুলি নেবেন, যুক্তির ওপরে নয় । কাজের ক্ষেত্রে একনিষ্ঠতা ও শৃঙ্খলাবোধের সাহায্যে ধীরে কিন্তু স্থিরভাবে অগ্রসর হবেন । দায়িত্ব নিজের কাঁধে নেবেন এবং দক্ষতার সঙ্গে কাজগুলি সম্পন্ন করার পিছনে সব শক্তি ঢেলে দেবেন ।

ধনু : আজকের দিনটি দীপ্তিময়, অচঞ্চল । দিনটা সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে কাটিয়ে জীবনে একটু বৈচিত্র্য আনুন, তাদের সংসারের কাজে সাহায্যও করতে পারেন । রান্না করা, ঘর পরিষ্কার করার মত নিত্যদিনের কাজও আপনাদের দু'জনের মধ্যে সম্পর্কের এক দৃঢ় বন্ধন তৈরি করবে ।

মকর : আপনার প্রিয়তম রোমান্টিক মেজাজে থাকবেন ও রোমান্সের দিক থেকে আজকের দিনটি অসাধারণ কাটবে । আপনি জীবনে ছন্দ নিয়ে আসবেন ও সম্পর্ক যাতে মসৃণভাবে যায় তা নিশ্চিত করবেন । আপনাকে সম্পর্কের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে হবে - তাহলেই সেগুলি আর্থিক ও অন্যান্য দিক থেকে আপনার জন্য লাভজনক থাকবে । আর্থিক বিষয়ে আজকে এটি একটি ভালো শিক্ষা হবে ।

কুম্ভ : প্রিয়তমের জন্য কিছু সময় বের করার চেষ্টা করবেন । আপনাকে পারিবারিক সমস্যার দিকেও মন দিতে হবে । 'বেশি কাজ মানে বেশি পয়সা' - এই মন্ত্র আজ আপনার অনুকূলে কাজ করবে, কেননা নক্ষত্রদের আশীর্বাদ আজ আপনার ওপরে বর্ষিত হচ্ছে । নক্ষত্রেরা আপনার আর্থিক পরিস্থিতির ওপর ভালো প্রভাব ফেলবে । আজকের দিনে আপনি কত ভালো চাপ সামলাতে পারেন তার পরীক্ষা হবে । পেশা সংক্রান্ত বিষয় আপনার কাছে প্রাধান্য পাবে ।

মীন : অর্থ আহরণ ও সঞ্চয় দুইই গুরুত্ব পাবে, কাজেই আর্থিক বিষয় নিয়ে আজ আপনি উদ্যমী থাকবেন । এই বিষয়গুলি আপনার অনুকূলে কাজ করবে ও তা আপনার কাজ বা ব্যবসায়ে প্রত্যয় যোগ করবে । চটজলদি টাকা রোজগারের আশায় আপনি ফাটকা বাজারে নামতে চাইবেন । পরিশ্রমের ভালো পুরস্কার পাবেন । সহকর্মীদের প্রশংসা পেতে পারেন ও ভবিষ্যতে আপনার সততার পুরস্কার পাবেন ।

মেষ : আজ আপনি রোমান্সেই মগ্ন থাকবেন । আর্থিক সাফল্য শান্তি এনে দেবে এবং শান্তি থেকে সাফল্য পাবেন । আপনাকে খরচ নিয়ে সতর্ক থাকতে হবে ও সেগুলিই কিনুন, যা আপনার সত্যিই প্রয়োজন আছে । এর ফলে আপনি কিছু অনিশ্চিত প্রকল্পে টাকা ঢালা থেকে বেঁচে যাবেন । আজকে আপনি বাকি থাকা কাজ নিয়ে চিন্তায় থাকবেন এবং নিজের থেকে অনেক বেশি প্রত্যাশা করবেন । কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য আপনাকে আবশ্যক সব চাপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ।

বৃষ : আজকে আপনি যাই শুরু করবেন তাতেই সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে । বিকেলের আর্থিক লেনদেন সন্তোষজনক ও লাভজনক, দুইই হবে । আপনি যতটা প্রত্যাশা করেছিলেন, দিনটি ততটা আকর্ষণীয় হবে না । চিত্তাকর্ষক সন্ধ্যা ক্লান্তিকর দিনের ক্ষোভ পূরণ করে দেবে । প্রিয়তমের সঙ্গে অসাধারণ সন্ধ্যা কাটানোর আশা রাখুন । আবেদন করে থাকলে, আজকে টপ আপ ঋণ বা ব্যাঙ্ক ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে ।

মিথুন : বিলাসিতা কমানোর চেষ্টা করুন এবং আপনার কেনার প্রবৃত্তি নিয়ন্ত্রণে রাখুন । ইলেকট্রনিক যন্ত্রপাতি ও যোগাযোগের সরঞ্জামের প্রতি আপনার ভালোবাসা আপনার পকেট ফুটো করে দেবে । দুর্ভাগ্যক্রমে, সময়ের মধ্যে কাজ শেষ করতে আপনার সমস্যা হবে । যখন মনে হবে যে দিনের কাজ শেষ করে ফেলেছেন, আরও কাজ জমতে থাকবে । কাজগুলিকে পরিকল্পনা করে সাজিয়ে নিলে লক্ষ্যে পৌঁছতে বা সময়ের মধ্যে কাজ শেষ করতে সাহায্য হবে । কাজ আটকে গেলে যুক্তি দিয়ে ভাবুন ।

কর্কট : আপনি হয়ত আপনার প্রণয়ীকে নিয়ে রক্ষণশীল হয়ে উঠবেন ও তার প্রতি আপনার যে অনুভূতি তা প্রকাশ করার উপায় খুঁজবেন । তারাও হয়ত তাতে ভালোই সাড়া দেবেন ও তার ফলে রোমান্স বাড়বে ও দীর্ঘস্থায়ী সম্পর্কের রাস্তা প্রসারিত হবে । আর্থিক দিক থেকে আজকের দিনটি শুভ হতে পারে, কেননা অতীতের কোনও বিনিয়োগ আজ মোটা লাভ নিয়ে আসতে পারে । শেয়ার বাজারেও ফলপ্রসূ লেনদেন হতে পারে । কর্মক্ষেত্রে আপনার হয়ত খুব ব্যস্ততা থাকবে । কাজের জায়গায় আরও ভালো করার জন্য আপনার মাথায় প্রচুর নতুন নতুন অভূতপূর্ব চিন্তা ঘুরবে । যৌক্তিক কাজ সম্বন্ধে সহজাত বোধ সাহায্য করতে পারে ।

সিংহ : আপনি হয়ত সম্পর্কে ছন্দ খুঁজে পাবেন না । সঙ্গী আপনাকে বাড়ির কাজের দায়িত্ব নিতে বলবেন এবং আপনি সাংসারিক দায়িত্ব নিয়ে খুশি হবেন না । তুচ্ছ বিষয় যা আপনার সম্পর্ককে তিক্ত করে তোলে, সেরকম বিষয় আপনি এড়িয়ে চলুন । গ্রহের অবস্থান অনুকূলে নেই, কাজেই ব্যবসায়িক পরিকল্পনা কার্যকর করা ঠিক হবে না, কিন্তু আপনি তা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন । সম্পত্তির লেনদেন নিয়ে কাজ করার জন্য আজ ভালো দিন, কেননা নক্ষত্রগুলি সেদিক থাকা আপনার অনুকূলে আছে ।

কন্যা : আপনার আর্থিক লেনদেনের ক্ষেত্রে ছিদ্রগুলি আজ আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন । তার ফলে আপনার আর্থিক পরিকল্পনার প্রবল উন্নতি হবে । আজকে আপনি ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন । সব মিলিয়ে আজ দিনটি ভালোই কাটবে । আজ আপনি প্রচুর আগ্রহ নিয়ে কাজ করবেন, ফলে কাজগুলি দ্রুত সম্পন্ন হবে । আজ হয়ত আপনি কিছু গোপন ব্যবসায়িক পন্থা শিখবেন । অফিস ঝুটঝামেলাহীন কাটায় বাড়িতে সন্ধ্যাটিও উপভোগ্য হবে ।

তুলা : আপনি হাসিখুশি মেজাজে থাকবেন । কিন্তু আজকে আপনাকে নিজের খরচের ওপরে নিয়ন্ত্রণ রাখতে হবে । মহাজাগতিক অবস্থানের কারণে আপনার পক্ষে খরচ নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে । আপনি জীবনের সব দিকে ভারসাম্য বজায় রাখতে পছন্দ করেন, কিন্তু আজকে অফিসে ভুল কিছু বলে ফেলে আপনি সেই ভারসাম্য নষ্ট করে দেবেন । আপনার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে । নিশ্চিত করুন যে আপনার ও ওপরওয়ালাদের মধ্যে কোনও কলহ নেই । কাজের জায়গায় আজকের কর্মব্যস্ত দিনে একসঙ্গে অনেক কাজ করার জন্য প্রস্তুত থাকুন ।

বৃশ্চিক : সঙ্গীর সঙ্গে কেনাকাটা করতে যাওয়ার সম্ভাবনা আছে । আর্থিক বিষয়ের ক্ষেত্রে আজ আপনি আপনার মূল চরিত্র অনুযায়ীই কাজ করবেন । আপনার সহজাত প্রবৃত্তির ওপর নির্ভর করে সিদ্ধান্তগুলি নেবেন, যুক্তির ওপরে নয় । কাজের ক্ষেত্রে একনিষ্ঠতা ও শৃঙ্খলাবোধের সাহায্যে ধীরে কিন্তু স্থিরভাবে অগ্রসর হবেন । দায়িত্ব নিজের কাঁধে নেবেন এবং দক্ষতার সঙ্গে কাজগুলি সম্পন্ন করার পিছনে সব শক্তি ঢেলে দেবেন ।

ধনু : আজকের দিনটি দীপ্তিময়, অচঞ্চল । দিনটা সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে কাটিয়ে জীবনে একটু বৈচিত্র্য আনুন, তাদের সংসারের কাজে সাহায্যও করতে পারেন । রান্না করা, ঘর পরিষ্কার করার মত নিত্যদিনের কাজও আপনাদের দু'জনের মধ্যে সম্পর্কের এক দৃঢ় বন্ধন তৈরি করবে ।

মকর : আপনার প্রিয়তম রোমান্টিক মেজাজে থাকবেন ও রোমান্সের দিক থেকে আজকের দিনটি অসাধারণ কাটবে । আপনি জীবনে ছন্দ নিয়ে আসবেন ও সম্পর্ক যাতে মসৃণভাবে যায় তা নিশ্চিত করবেন । আপনাকে সম্পর্কের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে হবে - তাহলেই সেগুলি আর্থিক ও অন্যান্য দিক থেকে আপনার জন্য লাভজনক থাকবে । আর্থিক বিষয়ে আজকে এটি একটি ভালো শিক্ষা হবে ।

কুম্ভ : প্রিয়তমের জন্য কিছু সময় বের করার চেষ্টা করবেন । আপনাকে পারিবারিক সমস্যার দিকেও মন দিতে হবে । 'বেশি কাজ মানে বেশি পয়সা' - এই মন্ত্র আজ আপনার অনুকূলে কাজ করবে, কেননা নক্ষত্রদের আশীর্বাদ আজ আপনার ওপরে বর্ষিত হচ্ছে । নক্ষত্রেরা আপনার আর্থিক পরিস্থিতির ওপর ভালো প্রভাব ফেলবে । আজকের দিনে আপনি কত ভালো চাপ সামলাতে পারেন তার পরীক্ষা হবে । পেশা সংক্রান্ত বিষয় আপনার কাছে প্রাধান্য পাবে ।

মীন : অর্থ আহরণ ও সঞ্চয় দুইই গুরুত্ব পাবে, কাজেই আর্থিক বিষয় নিয়ে আজ আপনি উদ্যমী থাকবেন । এই বিষয়গুলি আপনার অনুকূলে কাজ করবে ও তা আপনার কাজ বা ব্যবসায়ে প্রত্যয় যোগ করবে । চটজলদি টাকা রোজগারের আশায় আপনি ফাটকা বাজারে নামতে চাইবেন । পরিশ্রমের ভালো পুরস্কার পাবেন । সহকর্মীদের প্রশংসা পেতে পারেন ও ভবিষ্যতে আপনার সততার পুরস্কার পাবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.