ETV Bharat / state

ভারত-বাংলাদেশ সীমান্তে আটক 12 কোটির সোনার বিস্কুট ! ধৃত চোরাচালানকারী - Gold Bar Seized

Gold Bar Seized from Indo Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের আটক চোরাই সোনা ! রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচনের মধ্যে বনগাঁর গুনারমঠ সীমান্ত এলাকার হালদারপাড়া গ্রাম থেকে উদ্ধার 89টি সোনার বিস্কুট ৷ প্রায় 12 কোটি টাকার চোরাই সোনা উদ্ধার করলেন দক্ষিণবঙ্গ সীমান্তের 05 নম্বর ব্যাটেলিয়নের গুনারমঠ সীমা চৌকির জওয়ানরা ৷ আটক চোরাকারবারীও ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 6:10 PM IST

Gold Recovered from Bongaon Indo Bangladesh border
সোনার বিস্কুট উদ্ধার (নিজস্ব চিত্র)

বনগাঁ, 26 মে: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উদ্ধার চোরাই সোনা ৷ উদ্ধার 12 কোটি টাকার 89টি সোনার বিস্কুট ৷ সেইসঙ্গে 1 জন পাচারকারীকেও আটক করল দক্ষিণবঙ্গ সীমান্তের 05 নম্বর ব্যাটেলিয়নের গুনারমঠ সীমা চৌকির জওয়ানরা ৷ বাড়ি বনগাঁ থানার গুনারমঠ সীমান্ত এলাকার হালদারপাড়া গ্রামে ৷

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন চলাকালীন উত্তর 24 পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তের হালদারপাড়া সীমান্ত গ্রামে অভিযান চালান সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা ৷ বিশেষ ওই অভিযান চলাকালীন অভুযুক্ত ব্যক্তির বাড়ি থেকে 16.067 কেজি ওজনের 89টি সোনার বিস্কুট পাওয়া যায় ৷ ঘটনা প্রসঙ্গে দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ-র মুখপাত্র ডিআইজ একে আর্য জানান, 25 মে সীমান্ত গ্রামের হালদারপাড়ার একটি বাড়িতে সোনা চালানের খবর পেয়ে বিশেষ অভিযান চালায় সীমান্ত চৌকি গুনারমঠের সেনারা ৷ গ্রামের সন্দেহভাজনের বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলা হয়। এরপর গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালানো হয় । তল্লাশির সময় অভুযুক্ত একটি কাপড়ের বেল্টে লুকিয়ে রাখা সোনার চালান-সহ ধরা পড়েন । কাপড়ের বেল্টটি খোলার পর বিভিন্ন সাইজের 89টি সোনার বিস্কুট পাওয়া যায় । এরপর পরবর্তী পদক্ষেপের জন্য ওই ব্যক্তিকে সোনার চালান-সহ সীমান্ত চৌকি কল্যাণীতে নিয়ে আসা হয় ।

আরও পড়ুন: লক্ষাধিক টাকার সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে আটক করল বিএসএফ

বিএসএফ-র প্রকাশিত বিবৃতি অনুযায়ী, জিজ্ঞাসাবাদে অভুযুক্ত জানায়, মার্চের শেষে বাংলাদেশের এক সোনা চোরাকারবারীর সঙ্গে তাঁর যোগাযোগ হয় ৷ সেই ব্যক্তি তাঁকে সোনা বাড়িতে লুকিয়ে রাখার জন্য প্রতিদিন 400 টাকা করে দেওয়ার আশ্বাস দেয় ৷ সেই মতো 24 মে রাতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি তাঁর বাড়িতে লুকিয়ে রাখার জন্য 89টি সোনার বিস্কুট দিয়ে যায় ৷ এরপর তাঁর বাড়িতে অভিযান চালান বিএসএফ জওয়ানরা ৷ জানা গিয়েছে, ধৃত ব্যক্তি সোনা চোরাচালানের দায়ে ইতিমধ্যে এক মাস জেল খেটেছেন ৷ সেই মামলা এখনও বনগাঁ আদালতে চলছে ।

আরও পড়ুন: প্রায় 2 কোটি টাকার সোনার বিস্কুট-সহ আটক 1 পাচারকারী

জওয়ানদের এই কৃতিত্বে আনন্দিত ডিআইজি একে আর্য । পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি । সেইসঙ্গে সীমান্তে বসবাসকারীদের কাছে সোনা চোরাচালান সম্পর্কিত যে কোনও তথ্য দিতে বিএসএফের 'সীমা সাথী' হেল্পলাইন নম্বর 14419-এ যোগাযোগ করার জন্য আবেদন জানান তিনি । অন্যদিকে, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের তরফেও একটি নম্বর জারি করা হয়েছে ৷ নম্বরটি হল 9903472227 ৷ এই নম্বরে চোরাচালান সংক্রান্ত হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ পাঠানো যাবে ৷ যিনি খবর দেবেন, তাঁর নাম গোপন রাখার পাশাপাশি তাঁকে পুরস্কার দেওয়া হবে বলেও জানানো হয়েছে বিএসএফ-র তরফে ৷

বনগাঁ, 26 মে: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উদ্ধার চোরাই সোনা ৷ উদ্ধার 12 কোটি টাকার 89টি সোনার বিস্কুট ৷ সেইসঙ্গে 1 জন পাচারকারীকেও আটক করল দক্ষিণবঙ্গ সীমান্তের 05 নম্বর ব্যাটেলিয়নের গুনারমঠ সীমা চৌকির জওয়ানরা ৷ বাড়ি বনগাঁ থানার গুনারমঠ সীমান্ত এলাকার হালদারপাড়া গ্রামে ৷

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন চলাকালীন উত্তর 24 পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তের হালদারপাড়া সীমান্ত গ্রামে অভিযান চালান সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা ৷ বিশেষ ওই অভিযান চলাকালীন অভুযুক্ত ব্যক্তির বাড়ি থেকে 16.067 কেজি ওজনের 89টি সোনার বিস্কুট পাওয়া যায় ৷ ঘটনা প্রসঙ্গে দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ-র মুখপাত্র ডিআইজ একে আর্য জানান, 25 মে সীমান্ত গ্রামের হালদারপাড়ার একটি বাড়িতে সোনা চালানের খবর পেয়ে বিশেষ অভিযান চালায় সীমান্ত চৌকি গুনারমঠের সেনারা ৷ গ্রামের সন্দেহভাজনের বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলা হয়। এরপর গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালানো হয় । তল্লাশির সময় অভুযুক্ত একটি কাপড়ের বেল্টে লুকিয়ে রাখা সোনার চালান-সহ ধরা পড়েন । কাপড়ের বেল্টটি খোলার পর বিভিন্ন সাইজের 89টি সোনার বিস্কুট পাওয়া যায় । এরপর পরবর্তী পদক্ষেপের জন্য ওই ব্যক্তিকে সোনার চালান-সহ সীমান্ত চৌকি কল্যাণীতে নিয়ে আসা হয় ।

আরও পড়ুন: লক্ষাধিক টাকার সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে আটক করল বিএসএফ

বিএসএফ-র প্রকাশিত বিবৃতি অনুযায়ী, জিজ্ঞাসাবাদে অভুযুক্ত জানায়, মার্চের শেষে বাংলাদেশের এক সোনা চোরাকারবারীর সঙ্গে তাঁর যোগাযোগ হয় ৷ সেই ব্যক্তি তাঁকে সোনা বাড়িতে লুকিয়ে রাখার জন্য প্রতিদিন 400 টাকা করে দেওয়ার আশ্বাস দেয় ৷ সেই মতো 24 মে রাতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি তাঁর বাড়িতে লুকিয়ে রাখার জন্য 89টি সোনার বিস্কুট দিয়ে যায় ৷ এরপর তাঁর বাড়িতে অভিযান চালান বিএসএফ জওয়ানরা ৷ জানা গিয়েছে, ধৃত ব্যক্তি সোনা চোরাচালানের দায়ে ইতিমধ্যে এক মাস জেল খেটেছেন ৷ সেই মামলা এখনও বনগাঁ আদালতে চলছে ।

আরও পড়ুন: প্রায় 2 কোটি টাকার সোনার বিস্কুট-সহ আটক 1 পাচারকারী

জওয়ানদের এই কৃতিত্বে আনন্দিত ডিআইজি একে আর্য । পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি । সেইসঙ্গে সীমান্তে বসবাসকারীদের কাছে সোনা চোরাচালান সম্পর্কিত যে কোনও তথ্য দিতে বিএসএফের 'সীমা সাথী' হেল্পলাইন নম্বর 14419-এ যোগাযোগ করার জন্য আবেদন জানান তিনি । অন্যদিকে, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের তরফেও একটি নম্বর জারি করা হয়েছে ৷ নম্বরটি হল 9903472227 ৷ এই নম্বরে চোরাচালান সংক্রান্ত হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ পাঠানো যাবে ৷ যিনি খবর দেবেন, তাঁর নাম গোপন রাখার পাশাপাশি তাঁকে পুরস্কার দেওয়া হবে বলেও জানানো হয়েছে বিএসএফ-র তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.