ETV Bharat / state

ফের শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের 140 কোটির জমি দখলের অভিযোগ, পদক্ষেপের আশ্বাস মেয়রের - Ramakrishna Mission Land Grab

Ramakrishna Mission Land Encroachment: রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ ৷ আর দখল হওয়া জমির মূল্য দেড়শো কোটির কাছাকাছি ৷ যা নিয়ে এবার রাজ্য সরকারের কাছে অভিযোগ জানাল সাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 2, 2024, 7:37 PM IST

Ramakrishna Mission Land Encroachment
শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের 140 কোটির জমি দখলের অভিযোগ ৷ (নিজস্ব চিত্র)

শিলিগুড়ি, 2 অগস্ট: ফের একবার রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ উঠল ৷ সেই অভিযোগ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরে ৷ সেভক হাউজের পর এবার মাটিগাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের 9.90 একর জমি দখলের অভিযোগ উঠেছে ৷ এই জমির বর্তমান বাজারমূল্য প্রায় 140 কোটি টাকা ৷

শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের 140 কোটির জমি দখলের অভিযোগ ৷ (ইটিভি ভারত)

গত 27 জুলাই দখল হওয়া ওই বিপুল পরিমাণ জমি পুনরুদ্ধারের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে চিঠি দেয় রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ ৷ অভিযোগ পেয়েই শুক্রবার শিলিগুড়ি পুরনিগম ভবনে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন মেয়র গৌতম দেব ৷ জমি পুনরুদ্ধারে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি ৷

এদিন সাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বিনয়ানন্দ মহারাজ বলেন, "আমরা আমাদের জমি উদ্ধারের জন্য মেয়রের কাছে আবেদন করেছিলাম ৷ তিনি আমাদের আশ্বাস দিয়েছেন ওই জমি উদ্ধারে সাহায্য করবেন ৷" মেয়র গৌতম দেব বলেন, "1976 সালের জমি ৷ 1990 সাল থেকে সেখানে স্থায়ী, অস্থায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি হতে শুরু করে ৷ অনেকটা জমি ৷ তবে, জমির দলিল রামকৃষ্ণ মিশনের নামে রয়েছে ৷ তাই তাঁরা নথি তৈরির জন্য আবেদন করছেন ৷ আমরা সেসব কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব ৷"

জানা গিয়েছে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিপরীতে মাল্লাগুড়িতে রামকৃষ্ণ মিশনের 9.90 একর জমি রয়েছে ৷ তার মধ্যে 10 বিঘা জমি 1976 সালে আশ্রমের কেনা ৷ বাকি জমি দানে পেয়েছিল আশ্রম কর্তৃপক্ষ ৷ জমির সিংহভাগই দখল হয়ে গিয়েছে এবং দখলদাররা নিজেদের নামে জমির নথি তৈরি করে নিয়েছে বলে অভিযোগ ৷ 2022 সালে জমিটির মিউটেশনের জন্য আবেদন করা হলে ভূমি ও ভূমি সংস্কার দফতর কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ৷

বর্তমানে ওই জমির বাজারমূল্য প্রায় 140 কোটি টাকারও বেশি ৷ সম্প্রতি শিলিগুড়ি পুরনিগমে রামকৃষ্ণ মিশনের সেভক হাউজ নামে একটি জমি দখলের অভিযোগ ওঠে মাফিয়াদের বিরুদ্ধে ৷ এই ঘটনায় পুলিশ তদন্তে নেমে 12 জনকে গ্রেফতার করে ৷ অন্যদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাতারাতি জমির মিউটেশনের কাগজ মিশন কর্তৃপক্ষর হাতে গিয়ে তুলে দিয়েছিলেন খোদ মেয়র গৌতম দেব ৷

শিলিগুড়ি, 2 অগস্ট: ফের একবার রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ উঠল ৷ সেই অভিযোগ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরে ৷ সেভক হাউজের পর এবার মাটিগাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের 9.90 একর জমি দখলের অভিযোগ উঠেছে ৷ এই জমির বর্তমান বাজারমূল্য প্রায় 140 কোটি টাকা ৷

শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের 140 কোটির জমি দখলের অভিযোগ ৷ (ইটিভি ভারত)

গত 27 জুলাই দখল হওয়া ওই বিপুল পরিমাণ জমি পুনরুদ্ধারের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে চিঠি দেয় রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ ৷ অভিযোগ পেয়েই শুক্রবার শিলিগুড়ি পুরনিগম ভবনে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন মেয়র গৌতম দেব ৷ জমি পুনরুদ্ধারে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি ৷

এদিন সাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বিনয়ানন্দ মহারাজ বলেন, "আমরা আমাদের জমি উদ্ধারের জন্য মেয়রের কাছে আবেদন করেছিলাম ৷ তিনি আমাদের আশ্বাস দিয়েছেন ওই জমি উদ্ধারে সাহায্য করবেন ৷" মেয়র গৌতম দেব বলেন, "1976 সালের জমি ৷ 1990 সাল থেকে সেখানে স্থায়ী, অস্থায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি হতে শুরু করে ৷ অনেকটা জমি ৷ তবে, জমির দলিল রামকৃষ্ণ মিশনের নামে রয়েছে ৷ তাই তাঁরা নথি তৈরির জন্য আবেদন করছেন ৷ আমরা সেসব কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব ৷"

জানা গিয়েছে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিপরীতে মাল্লাগুড়িতে রামকৃষ্ণ মিশনের 9.90 একর জমি রয়েছে ৷ তার মধ্যে 10 বিঘা জমি 1976 সালে আশ্রমের কেনা ৷ বাকি জমি দানে পেয়েছিল আশ্রম কর্তৃপক্ষ ৷ জমির সিংহভাগই দখল হয়ে গিয়েছে এবং দখলদাররা নিজেদের নামে জমির নথি তৈরি করে নিয়েছে বলে অভিযোগ ৷ 2022 সালে জমিটির মিউটেশনের জন্য আবেদন করা হলে ভূমি ও ভূমি সংস্কার দফতর কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ৷

বর্তমানে ওই জমির বাজারমূল্য প্রায় 140 কোটি টাকারও বেশি ৷ সম্প্রতি শিলিগুড়ি পুরনিগমে রামকৃষ্ণ মিশনের সেভক হাউজ নামে একটি জমি দখলের অভিযোগ ওঠে মাফিয়াদের বিরুদ্ধে ৷ এই ঘটনায় পুলিশ তদন্তে নেমে 12 জনকে গ্রেফতার করে ৷ অন্যদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাতারাতি জমির মিউটেশনের কাগজ মিশন কর্তৃপক্ষর হাতে গিয়ে তুলে দিয়েছিলেন খোদ মেয়র গৌতম দেব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.