ETV Bharat / state

বর্ষার শুরুতেই শহরে ডেঙ্গিতে মৃত্যু, প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রীর - GIRL DIES OF DENGUE IN KOLKATA

বর্ষার শুরুতেই শহরে ডেঙ্গিতে মৃত্য়ু ৷ শনিবার মৃত্য়ু হয় বৈদ্যনাথ গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী দমদমের সারণী বন্দ্যোপাধ্যায়ের ৷

GIRL DIES OF DENGUE IN KOLKATA
বর্ষার শুরুতেই শহরে ডেঙ্গিতে মৃত্যু, (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 21, 2025 at 5:44 PM IST

2 Min Read

কলকাতা, 21 জুন: বর্ষার শুরুতেই রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু। শনিবার ডেঙ্গিতে মৃত্যু হল 13 বছরের এক কিশোরীর ৷ দমদম পুরসভার 18 নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তে মৃত্যু হল সপ্তম শ্রেণির ছাত্রী সারণী বন্দ্যোপাধ্যায়ের।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন থেকে অসুস্থ ছিল সারণী। তপসিয়ার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। কিন্তু তার অবস্থার অবনতি হতে থাকে ৷ প্লেটলেট অতন্ত কমে গিয়েছিল। শনিবার অর্থাৎ আজ ভোর রাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ হিসাবে লেখা রয়েছে ডেঙ্গি। বৈদ্যনাথ গার্লস হাইস্কুলের ছাত্রী ছিল সারণী ৷ তার মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷

স্থানীয়রা জানান, সাধারণ জ্বর হয়েছিল। সেই সমস্যার জন্য দক্ষিণ দমদমের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া যায় তপসিয়ার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই ভর্তি করা হয় 19 তারিখ । তার পরিবারের একজন জানান, চিকিৎসকের তরফে আমাদের জানানো হয়েছিল, ওর ফুসফুসে জল জমে গিয়েছিল। এক্স-রে করে দেখা হয়। এর জন্য ওর শ্বাসজনিত সমস্যা হচ্ছিল।" গত ডিসেম্বরে ডেঙ্গি উপসর্গ নিয়ে মৃত্যু হয় চন্দননগর হাসপাতালের চিকিৎসক স্বাতী দে'র ৷ এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ৷

প্রতি বছর বৃষ্টির মরশুম শুরু হলেই বারে ডেঙ্গি। এই বছর বিগত কিছুদিন ধরেই বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলা। চিকিৎসকদের তরফে বারবার সতর্ক করা হচ্ছে । যাতে কোথাও জল না-জমে। ফুলহাতা জামা প্যান্ট পড়ে থাকার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা।

সর্বোপরি জ্বর হলেই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। জ্বর যদি না-কমে তিন দিনের মাথায় দরকারে টেস্টও করতে হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ৷ ডেঙ্গি রুখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও সতর্ক থাকা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কলকাতা, 21 জুন: বর্ষার শুরুতেই রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু। শনিবার ডেঙ্গিতে মৃত্যু হল 13 বছরের এক কিশোরীর ৷ দমদম পুরসভার 18 নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তে মৃত্যু হল সপ্তম শ্রেণির ছাত্রী সারণী বন্দ্যোপাধ্যায়ের।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন থেকে অসুস্থ ছিল সারণী। তপসিয়ার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। কিন্তু তার অবস্থার অবনতি হতে থাকে ৷ প্লেটলেট অতন্ত কমে গিয়েছিল। শনিবার অর্থাৎ আজ ভোর রাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ হিসাবে লেখা রয়েছে ডেঙ্গি। বৈদ্যনাথ গার্লস হাইস্কুলের ছাত্রী ছিল সারণী ৷ তার মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷

স্থানীয়রা জানান, সাধারণ জ্বর হয়েছিল। সেই সমস্যার জন্য দক্ষিণ দমদমের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া যায় তপসিয়ার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই ভর্তি করা হয় 19 তারিখ । তার পরিবারের একজন জানান, চিকিৎসকের তরফে আমাদের জানানো হয়েছিল, ওর ফুসফুসে জল জমে গিয়েছিল। এক্স-রে করে দেখা হয়। এর জন্য ওর শ্বাসজনিত সমস্যা হচ্ছিল।" গত ডিসেম্বরে ডেঙ্গি উপসর্গ নিয়ে মৃত্যু হয় চন্দননগর হাসপাতালের চিকিৎসক স্বাতী দে'র ৷ এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ৷

প্রতি বছর বৃষ্টির মরশুম শুরু হলেই বারে ডেঙ্গি। এই বছর বিগত কিছুদিন ধরেই বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলা। চিকিৎসকদের তরফে বারবার সতর্ক করা হচ্ছে । যাতে কোথাও জল না-জমে। ফুলহাতা জামা প্যান্ট পড়ে থাকার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা।

সর্বোপরি জ্বর হলেই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। জ্বর যদি না-কমে তিন দিনের মাথায় দরকারে টেস্টও করতে হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ৷ ডেঙ্গি রুখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও সতর্ক থাকা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.