ETV Bharat / sports

বিশ্বকাপ আয়োজনে সেনার আশ্বাস চাইল বাংলাদেশ ক্রিকেট বোর্ড - WOMENS T20 WORLD CUP

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 10, 2024, 8:05 PM IST

BCB ON WOMEN'S T20 WC: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্য়াগ করে দেশ ছাড়ার পর বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ৷ কিন্তু প্রশ্ন হচ্ছে, এরপরেও কি বিশ্বকাপ আয়োজনের পরিস্থিতি রয়েছে ভারতের প্রতিবেশী দেশে ৷ জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্ট মোতাবেক, অক্টোবরে বিশ্বকাপ আয়োজনের জন্য সেনার সাহায্য চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৷

BCB ON WOMEN'S T20 WC
বিশ্বকাপ আয়োজনে সেনার আশ্বাস চাইল বাংলাদেশ (AP Photo)

ঢাকা, 10 অগস্ট: অক্টোবরে মেয়েদের টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশে ৷ কিন্ত তার ঠিক আগেই উত্তপ্ত সে দেশের রাজনৈতিক পরিস্থিতি ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্য়াগ করে দেশ ছাড়ার পর সেদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ৷ যার মাথায় বসানো হয়েছে নোবেলজয়ী মহম্মদ ইউনুসকে ৷ কিন্তু প্রশ্ন হচ্ছে, এরপরেও কি বিশ্বকাপ আয়োজনের পরিস্থিতি রয়েছে ভারতের প্রতিবেশী দেশে ৷ জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের রিপোর্ট মোতাবেক, অক্টোবরে বিশ্বকাপ আয়োজনের জন্য সেনার সাহায্য চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৷

রিপোর্ট মোতাবেক, বিসিবি দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে একটি খোলা চিঠি লিখেছে ৷ সেই চিঠিতে সূচি অনুযায়ী যাতে অক্টোবরে দেশে মেয়েদের বিশ্বকাপ আয়োজন করা যায়, সে ব্যাপারে আশ্বাস চাওয়া হয়েছে ৷ যদিও বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার দিকে শুরু থেকেই নজর রাখছে ৷ এমনকী, বাংলাদেশের পরিবর্তে মেয়েদের সংক্ষিপ্ত ফর্ম্য়াটের বিশ্বকাপ অন্য কোথাও সরানো যায় কি না, সে ব্যাপারেও চিন্তাভাবনা শুরু করেছিল তারা ৷ পরিবর্ত হিসেবে ভারত, শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরশাহির কথাও ভেবে রেখেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশ ৷

দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কিছু কর্তাও দেশ ছেড়েছেন ৷ যার মধ্যে রয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান ৷ তবে বিসিবি'র আম্পায়ারিং কমিটির চেয়ারম্যান ইফতিখর আহমেদ মিঠু টুর্নামেন্ট সেদেশে করার ব্যাপারে প্রত্যয়ী বলে উল্লেখ ক্রিকবাজের রিপোর্টে ৷ তিনি জানান, আমরা টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছি ৷ যেহেতু হাতে আর দু'মাসের মত সময়, তাই আমরা বিশ্বকাপ আয়োজনে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস চেয়ে 8 অগস্ট সেনাপ্রধানকে চিঠি লিখেছি ৷

এমনকী আইসিসি বিসিবি'র সঙ্গে যে কথা বলেছে এই বিষয়ে, তাও জানান ইফতিখর আহমেদ মিঠু ৷ তিনি বলেন, "আইসিসি দু'দিন আগে আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছে ৷ দেশে অন্তর্বর্তী সরকার গঠন হলেও নিরাপত্তার বিষয়টি বোর্ডের হাতে নেই ৷ তাই আমরা আশ্বাস চেয়ে সেনাকে চিঠি লিখেছি ৷ কী উত্তর আসে সেটা সময়মত আইসিসি'কে আমরা জানাব ৷"

ঢাকা, 10 অগস্ট: অক্টোবরে মেয়েদের টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশে ৷ কিন্ত তার ঠিক আগেই উত্তপ্ত সে দেশের রাজনৈতিক পরিস্থিতি ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্য়াগ করে দেশ ছাড়ার পর সেদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ৷ যার মাথায় বসানো হয়েছে নোবেলজয়ী মহম্মদ ইউনুসকে ৷ কিন্তু প্রশ্ন হচ্ছে, এরপরেও কি বিশ্বকাপ আয়োজনের পরিস্থিতি রয়েছে ভারতের প্রতিবেশী দেশে ৷ জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের রিপোর্ট মোতাবেক, অক্টোবরে বিশ্বকাপ আয়োজনের জন্য সেনার সাহায্য চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৷

রিপোর্ট মোতাবেক, বিসিবি দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে একটি খোলা চিঠি লিখেছে ৷ সেই চিঠিতে সূচি অনুযায়ী যাতে অক্টোবরে দেশে মেয়েদের বিশ্বকাপ আয়োজন করা যায়, সে ব্যাপারে আশ্বাস চাওয়া হয়েছে ৷ যদিও বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার দিকে শুরু থেকেই নজর রাখছে ৷ এমনকী, বাংলাদেশের পরিবর্তে মেয়েদের সংক্ষিপ্ত ফর্ম্য়াটের বিশ্বকাপ অন্য কোথাও সরানো যায় কি না, সে ব্যাপারেও চিন্তাভাবনা শুরু করেছিল তারা ৷ পরিবর্ত হিসেবে ভারত, শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরশাহির কথাও ভেবে রেখেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশ ৷

দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কিছু কর্তাও দেশ ছেড়েছেন ৷ যার মধ্যে রয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান ৷ তবে বিসিবি'র আম্পায়ারিং কমিটির চেয়ারম্যান ইফতিখর আহমেদ মিঠু টুর্নামেন্ট সেদেশে করার ব্যাপারে প্রত্যয়ী বলে উল্লেখ ক্রিকবাজের রিপোর্টে ৷ তিনি জানান, আমরা টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছি ৷ যেহেতু হাতে আর দু'মাসের মত সময়, তাই আমরা বিশ্বকাপ আয়োজনে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস চেয়ে 8 অগস্ট সেনাপ্রধানকে চিঠি লিখেছি ৷

এমনকী আইসিসি বিসিবি'র সঙ্গে যে কথা বলেছে এই বিষয়ে, তাও জানান ইফতিখর আহমেদ মিঠু ৷ তিনি বলেন, "আইসিসি দু'দিন আগে আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছে ৷ দেশে অন্তর্বর্তী সরকার গঠন হলেও নিরাপত্তার বিষয়টি বোর্ডের হাতে নেই ৷ তাই আমরা আশ্বাস চেয়ে সেনাকে চিঠি লিখেছি ৷ কী উত্তর আসে সেটা সময়মত আইসিসি'কে আমরা জানাব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.