হায়দরাবাদ, 24 মে: বহু প্রতীক্ষার অবসান ৷ শনিবার ঘোষণা হতে চলেছে আসন্ন ইংল্য়ান্ড সফরের জন্য ভারতের টেস্ট স্কোয়াড ৷ রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা এবং বিরাট কোহলি ৷ কয়েকমাসের ব্যবধানে তিন কিংবদন্তি লাল-বলের ক্রিকেটকে বিদায় জানানোয় ভারতীয় দলে তৈরি হয়েছে শূন্যস্থান ৷ সেই শূন্যস্থান ভরিয়ে বিলেত সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য কীভাবে অজিত আগরকর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি দল তৈরি করেন, সেদিকেই তাকিয়ে ক্রিকেট অনুরাগীরা ৷
তবে কেবল স্কোয়াড ঘোষণাই নয়, নির্বাচকদের মাথাব্যথার কারণ অবশ্যই ভারতীয় দলের নয়া অধিনায়ক বেছে নেওয়া ৷ যার ফলাফল হবে সুদূরপ্রসারী ৷ রোহিত শর্মা সরে দাঁড়ানোয় বেশ কয়েকটি নাম আলোচনায় উঠে এলেও যা খবর, তাতে ক্রিকেটের কুলীন ঘরানায় 'ব্যাগি ব্লু' ব্রিগেডের আগামীর অধিনায়ক শুভমন গিল ৷ অভিজ্ঞতার নিরিখে জসপ্রীত বুমরা অধিনায়কের দৌড়ে সবার আগে থাকলেও চোট-আঘাতের কথা মাথায় রেখে সেই দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন গুজরাত পেসার ৷ উল্লেখ্য, বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতকে দু'টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা স্পিডস্টার ৷ কিন্তু পিঠের চোট সিরিজের শেষ টেস্টের মাঝেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে ৷
আসন্ন ইংল্য়ান্ড সফরেও পাঁচ ম্য়াচের সবক'টিতে তিনি দলকে সার্ভিস দিতে পারবেন, এমন নিশ্চয়তা নেই ৷ তাই বুমরা অধিনায়কের দৌড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় এগিয়ে পঞ্জাব তনয় গিল ৷ অবশ্য মহাদেশের বাইরে এই টপ-অর্ডার ব্য়াটারের লাল-বলের ক্রিকেটে ব্য়াটিং পরিসংখ্য়ান একেবারেই সন্তোষজনক নয় ৷ এশিয়ার বাইরে 13টি টেস্ট ম্যাচে 35.05 ব্যাটিং গড়ে 559 রান এসেছে গিলের ব্য়াটে ৷ অর্ধশতরান মাত্র দু'টি ৷ 2020-21 অস্ট্রেলিয়া সফরে গাব্বায় 91 রানের পর এশিয়ার বাইরে কোনও টেস্ট ইনিংসে আর চল্লিশের গণ্ডি পেরোননি তিনি ৷ ইংল্য়ান্ডের মাটিতে গিলের একটিমাত্র টেস্ট খেলার অভিজ্ঞতা বলতে 2021 এবং 2023 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2021 ফাইনালে তাঁর অবদান ছিল যথাক্রমে 28 এবং 8 রান ৷ অজিদের বিরুদ্ধে 2023-এর ফাইনালে পঞ্জাব ব্য়াটারের করেছিলেন যথাক্রমে 13 এবং 18 রান ৷
Who's going to fill RO-KO's void? 🤔
— Star Sports (@StarSportsIndia) May 24, 2025
Who's going to lead the Indian Test squad? 🧢
Get ready for the future of Indian cricket! ✨
Catch all the LIVE UPDATES of the Indian Test squad announcement TOMORROW from 12.30 PM onwards only on the Star Sports Network and JioHotstar! pic.twitter.com/i1Bp9iPcO2
এমতাবস্থায় গিলেই নির্বাচকরা শেষমেশ আস্থা রাখেন কি না, সেটাই দেখার ৷ তাঁর ডেপুটির দৌড়ে এগিয়ে রয়েছেন স্টাম্পার-ব্য়াটার ঋষভ পন্ত ৷ কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজদের ইংল্য়ান্ডগামী বিমান ধরার বিষয়টি একপ্রকার নিশ্চিত ৷ এদের মধ্যে যশস্বী জয়সওয়াল, নীতীশ রেড্ডির প্রথম বিলেত সফর হতে চলেছে এটি ৷ ইংল্য়ান্ডগামী স্কোয়াডে সম্ভবত রাখা হচ্ছে না মহম্মদ শামিকেও ৷ তাঁর ফিটনেস নিয়ে সংশয়ের কারণেই দলে রাখা হচ্ছে না বাংলার হয়ে খেলা পেসারকে ৷ পরিবর্তে আর্শদীপ সিং প্রথমবার ডাক পেতে পারেন টেস্ট স্কোয়াডে ৷
কোথায়-কখন অনুষ্ঠিত হবে সাংবাদিক সম্মেলন: বিসিসিআই সদর দফতরে শনিবার দুপুর 1টা 30 মিনিটে সাংবাদিক সম্মেলন শুরু হবে (প্রয়োজনে বদলাতে পারে সময়) ৷
কোথায় দেখবেন সরাসরি: ইংল্য়ান্ড সফরের দলঘোষণার সাংবাদিক সম্মেলন টেলিভিশনে সরাসরি অনুরাগীরা দেখতে পারবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে ৷ লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিওহটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে ৷