ETV Bharat / sports

গলি ক্রিকেটে 'বিরুষ্কা', নিয়মের গেরোয় কোহলিকে কাঁদিয়ে ছাড়লেন পর্দার ঝুলন; রইল ভিডিয়ো - VIRAT KOHLI AND ANUSHKA SHARMA

VIRUSHKA PLAYS GULLY CRICKET: বাংলাদেশ সিরিজের পর গলি ক্রিকেটে বিরাট কোহলি ৷ খেললেন বেটার-হাফ অনুষ্কা শর্মার সঙ্গে ৷ কিন্তু শেষমেশ জিতলেন কে?

author img

By ETV Bharat Sports Team

Published : Oct 2, 2024, 7:42 PM IST

VIRUSHKA PLAYS GULLY CRICKET
বিরাট ও অনুষ্কা (GETTY)

হায়দরাবাদ, 2 অক্টোবর: দ্বিতীয় সন্তান জন্মের অনেক আগে থেকেই সেভাবে একসঙ্গে দেখা যায়নি দু'জনকে ৷ চলতি বছরের শুরুতে পুত্রসন্তানের জন্মের খবর জানানোর ব্যাপারেও অনেক সাবধানী ছিলেন তাঁরা ৷ অনুরাগীদের কাপল গোল উপহার দেওয়া বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা ফের স্বমহিমায় ৷ বহুদিন বাদে একসঙ্গে দেখা গেল অন্যতম চর্চিত এই জুটিতে ৷ জমিয়ে গলি ক্রিকেটে মেতে উঠলেন ভামিকা এবং অকায়ের বাবা-মা ৷

তবে বাস্তবে নয়, জনপ্রিয় একটি স্পোর্টস ব্র্যান্ডের প্রমোশন করতে গিয়ে গলি ক্রিকেটে মেতে উঠলেন 'বিরুষ্কা' ৷ লস্যি শট মারলেন বটে বিরাট, কিন্তু অর্ধাঙ্গিনীর একের পর এক নিয়মের গেরোয় নাভিশ্বাস উঠল আন্তর্জাতিক ক্রিকেটে 80টি শতরানের মালিকের ৷ জনপ্রিয় ব্র্যান্ডটির বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, শুরুতেই ফর্দ দেখে বেটার-হাফের সামনে নিয়মের বুলি আওড়ে দিচ্ছেন অনুষ্কা ৷ যা শুনে বেশ বিরক্ত বিরাট ৷

যার ব্যাট, সে প্রথম ব্যাট করবে ৷ এই নিয়মের গেরোয় প্রথমে ব্য়াট করতে যান অনুষ্কা ৷ কিন্তু প্রথম বলেই আউট হয়ে যান তিনি ৷ আর আউট হতেই নয়া নিয়ম আবিষ্কার করেন 'পিকু' অভিনেত্রী ৷ যেখানে অভিনেত্রীকে বলতে শোনা যাচ্ছে, "প্রথম বল সবসময় ট্রায়াল ৷" নিয়মের ছুতোয় যদিও বেশি সময় ব্য়াট করতে পারেননি অনুষ্কা ৷ পরের বলেই ফের আউট হয়ে যান তিনি ৷ এরপর নিজেকে বোলার হিসেবে জাহির করেন বিরাটপত্নী ৷

মজার বাকি ছিল তখনও ৷ অনুষ্কার প্রথম বলে বিরাট লম্বা একটি ছয় হাঁকালে ফের নয়া নিয়ম সামনে আনেন অভিনেত্রী ৷ তিনি বিরাটকে বলেন, "যে মারবে তাঁকেই বল আনতে হবে ৷" সবমিলিয়ে একের পর এক নিয়মে বিরাটকে কাঁদিয়ে ছাড়েন তাঁর স্ত্রী ৷ শেষে বিরক্ত হয়ে খেলা ছেড়ে বেরিয়ে যান বিরাট ৷ সোশাল মিডিয়ায় 'বিরুষ্কা'র শেয়ার করা মজার এই ভিডিয়ো পছন্দ করেছেন এবি ডি'ভিলিয়ার্স, সুনীল ছেত্রীর মত তারকারা ৷

কেরিয়ারের দিকে তাকালে সম্প্রতি ভারতের বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ী দলের সদস্য হয়েছেন বিরাট ৷ প্রথম টেস্টে রান না-পেলেও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সময়োপযোগী 47 রান আসে তাঁর ব্যাটে ৷ আগামীতে 16 অক্টোবর থেকে ঘরের মাটিতে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে দেখা যাবে রানমেশিনকে ৷ অন্যদিকে, অনুষ্কার পরবর্তী ছবি 'চাকদা এক্সপ্রেস' এখনও মুক্তির অপেক্ষায় ৷ সরাসরি ওভার দ্য টপে মুক্তি পাওয়ার কথা ঝুলন গোস্বামীর এই বায়োপিক ৷

হায়দরাবাদ, 2 অক্টোবর: দ্বিতীয় সন্তান জন্মের অনেক আগে থেকেই সেভাবে একসঙ্গে দেখা যায়নি দু'জনকে ৷ চলতি বছরের শুরুতে পুত্রসন্তানের জন্মের খবর জানানোর ব্যাপারেও অনেক সাবধানী ছিলেন তাঁরা ৷ অনুরাগীদের কাপল গোল উপহার দেওয়া বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা ফের স্বমহিমায় ৷ বহুদিন বাদে একসঙ্গে দেখা গেল অন্যতম চর্চিত এই জুটিতে ৷ জমিয়ে গলি ক্রিকেটে মেতে উঠলেন ভামিকা এবং অকায়ের বাবা-মা ৷

তবে বাস্তবে নয়, জনপ্রিয় একটি স্পোর্টস ব্র্যান্ডের প্রমোশন করতে গিয়ে গলি ক্রিকেটে মেতে উঠলেন 'বিরুষ্কা' ৷ লস্যি শট মারলেন বটে বিরাট, কিন্তু অর্ধাঙ্গিনীর একের পর এক নিয়মের গেরোয় নাভিশ্বাস উঠল আন্তর্জাতিক ক্রিকেটে 80টি শতরানের মালিকের ৷ জনপ্রিয় ব্র্যান্ডটির বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, শুরুতেই ফর্দ দেখে বেটার-হাফের সামনে নিয়মের বুলি আওড়ে দিচ্ছেন অনুষ্কা ৷ যা শুনে বেশ বিরক্ত বিরাট ৷

যার ব্যাট, সে প্রথম ব্যাট করবে ৷ এই নিয়মের গেরোয় প্রথমে ব্য়াট করতে যান অনুষ্কা ৷ কিন্তু প্রথম বলেই আউট হয়ে যান তিনি ৷ আর আউট হতেই নয়া নিয়ম আবিষ্কার করেন 'পিকু' অভিনেত্রী ৷ যেখানে অভিনেত্রীকে বলতে শোনা যাচ্ছে, "প্রথম বল সবসময় ট্রায়াল ৷" নিয়মের ছুতোয় যদিও বেশি সময় ব্য়াট করতে পারেননি অনুষ্কা ৷ পরের বলেই ফের আউট হয়ে যান তিনি ৷ এরপর নিজেকে বোলার হিসেবে জাহির করেন বিরাটপত্নী ৷

মজার বাকি ছিল তখনও ৷ অনুষ্কার প্রথম বলে বিরাট লম্বা একটি ছয় হাঁকালে ফের নয়া নিয়ম সামনে আনেন অভিনেত্রী ৷ তিনি বিরাটকে বলেন, "যে মারবে তাঁকেই বল আনতে হবে ৷" সবমিলিয়ে একের পর এক নিয়মে বিরাটকে কাঁদিয়ে ছাড়েন তাঁর স্ত্রী ৷ শেষে বিরক্ত হয়ে খেলা ছেড়ে বেরিয়ে যান বিরাট ৷ সোশাল মিডিয়ায় 'বিরুষ্কা'র শেয়ার করা মজার এই ভিডিয়ো পছন্দ করেছেন এবি ডি'ভিলিয়ার্স, সুনীল ছেত্রীর মত তারকারা ৷

কেরিয়ারের দিকে তাকালে সম্প্রতি ভারতের বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ী দলের সদস্য হয়েছেন বিরাট ৷ প্রথম টেস্টে রান না-পেলেও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সময়োপযোগী 47 রান আসে তাঁর ব্যাটে ৷ আগামীতে 16 অক্টোবর থেকে ঘরের মাটিতে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে দেখা যাবে রানমেশিনকে ৷ অন্যদিকে, অনুষ্কার পরবর্তী ছবি 'চাকদা এক্সপ্রেস' এখনও মুক্তির অপেক্ষায় ৷ সরাসরি ওভার দ্য টপে মুক্তি পাওয়ার কথা ঝুলন গোস্বামীর এই বায়োপিক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.