ETV Bharat / sports

গ্রামে পৌঁছেই অবসর ভাঙার ইঙ্গিত ভিনেশের, ফিরতে পারেন রিংয়ে - VINESH PHOGAT RETIREMENT U TURN

Vinesh Phogat Retirement U-turn: প্যারিস অলিম্পিক থেকে গত শুক্রবার দেশের ফিরেছেন কুস্তিগীর ভিনেশ ফোগত ৷ আজ হরিয়ানায় গ্রামের বাড়িতে পৌঁছেছেন তিনি ৷ সেখানেই রিংয়ে ফেরা নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন ভারতীয় মহিলা কুস্তিগীর ৷

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 18, 2024, 5:24 PM IST

Updated : Aug 19, 2024, 1:27 PM IST

Vinesh Phogat Retirement U-turn
ভিনেশ ফোগত ৷ (ছবি- আইএএনএস)

নয়াদিল্লি, 18 অগস্ট: প্যারিস অলিম্পিকে 50 কেজির ক্যাটাগরির ফাইনালে ওঠার পরেও, তাঁকে অযোগ্য ঘোষণা করা হয় ৷ তার পরপরই কুস্তি থেকে অবসরের কথা ঘোষণা করেন ভারতীয় মহিলা কুস্তিগীর ৷ তবে, ভিনেশের দেশে ফেরার পরেই অবসর ভাঙা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে ৷ শনিবার দিল্লিতে ফেরার পর, আজ হরিয়ানায় তাঁর গ্রাম বালালিতে পৌঁছন ভিনেশ ৷ সেখানেই অবসর ভেঙে কুস্তির রিংয়ে ফেরার ইঙ্গিত দিলেন তিনি ৷

অবসর ভেঙে ফিরতে পারেন ভিনেশ ফোগত

জনগণের অফুরন্ত ভালোবাসা ও অভ্যর্থনা দেখে আপ্লুত ভিনেশ ফোগত ৷ দেশবাসীর এই অফুরন্ত ভালোবাসা দেখে তিনি অবসর ভাঙতেও পারেন ৷ ফের একবার কুস্তির রিংয়ে দেখা যেতে পারে তাঁকে ৷ এমনই ইঙ্গিত দিয়েছেন অলিম্পিকের মঞ্চে রেকর্ড গড়া ভিনেশ ফোগত ৷ নিজের গ্রামে পৌঁছে ভিনেশ বলেন, "এই অলিম্পিক পদক না-পাওয়া একটা গভীর ক্ষত তৈরি করেছে ৷ এটা পূরণ করতে সময় লাগবে ৷ কিন্তু, আমি দেশের মানুষকে ধন্যবাদ জানাতে চাই ৷ আমি এখনই কিছু বলতে পারছি না যে, কুস্তি ছেড়ে দেব নাকি, চালিয়ে যাব ৷" স্পষ্টতই ফের একবার কুস্তির রিংয়ে ফেরার একটা সম্ভাবনা জিইয়ে রাখলেন তিনি ৷

ভিনেশ তাঁর গ্রামের মানুষদের উদ্দেশ্যে বলেন, "আমাদের লড়াই শেষ হয়নি ৷ আমি সবে সেই লড়াইয়ের একটা পর্যায় পার করে আসলাম ৷ এটি একটি দীর্ঘ ও কঠিন লড়াই ৷ যা আমরা গত এক বছর ধরে লড়ে চলেছি এবং এটি অব্যাহত থাকবে ৷" উল্লেখ্য, 50 কেজি বিভাগের ফাইনালের 12 ঘণ্টা আগে 100 গ্রাম বেশি ওজন থাকায় ভিনেশ ফোগতকে 'অযোগ্য' ঘোষণা করা হয় ৷ এরপরেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ৷ তবে, ভিনেশ লড়াই ছাড়েননি ৷ তিনি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রুপোর পদকের দাবিতে আবেদন জানান ৷ একসপ্তাহের উপর সেই নিয়ে শুনানির পর, ভিনেশের আবেদনটি খারিজ করে দেয় আন্তর্জাতিক ক্রীড়া আদালত ৷

নয়াদিল্লি, 18 অগস্ট: প্যারিস অলিম্পিকে 50 কেজির ক্যাটাগরির ফাইনালে ওঠার পরেও, তাঁকে অযোগ্য ঘোষণা করা হয় ৷ তার পরপরই কুস্তি থেকে অবসরের কথা ঘোষণা করেন ভারতীয় মহিলা কুস্তিগীর ৷ তবে, ভিনেশের দেশে ফেরার পরেই অবসর ভাঙা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে ৷ শনিবার দিল্লিতে ফেরার পর, আজ হরিয়ানায় তাঁর গ্রাম বালালিতে পৌঁছন ভিনেশ ৷ সেখানেই অবসর ভেঙে কুস্তির রিংয়ে ফেরার ইঙ্গিত দিলেন তিনি ৷

অবসর ভেঙে ফিরতে পারেন ভিনেশ ফোগত

জনগণের অফুরন্ত ভালোবাসা ও অভ্যর্থনা দেখে আপ্লুত ভিনেশ ফোগত ৷ দেশবাসীর এই অফুরন্ত ভালোবাসা দেখে তিনি অবসর ভাঙতেও পারেন ৷ ফের একবার কুস্তির রিংয়ে দেখা যেতে পারে তাঁকে ৷ এমনই ইঙ্গিত দিয়েছেন অলিম্পিকের মঞ্চে রেকর্ড গড়া ভিনেশ ফোগত ৷ নিজের গ্রামে পৌঁছে ভিনেশ বলেন, "এই অলিম্পিক পদক না-পাওয়া একটা গভীর ক্ষত তৈরি করেছে ৷ এটা পূরণ করতে সময় লাগবে ৷ কিন্তু, আমি দেশের মানুষকে ধন্যবাদ জানাতে চাই ৷ আমি এখনই কিছু বলতে পারছি না যে, কুস্তি ছেড়ে দেব নাকি, চালিয়ে যাব ৷" স্পষ্টতই ফের একবার কুস্তির রিংয়ে ফেরার একটা সম্ভাবনা জিইয়ে রাখলেন তিনি ৷

ভিনেশ তাঁর গ্রামের মানুষদের উদ্দেশ্যে বলেন, "আমাদের লড়াই শেষ হয়নি ৷ আমি সবে সেই লড়াইয়ের একটা পর্যায় পার করে আসলাম ৷ এটি একটি দীর্ঘ ও কঠিন লড়াই ৷ যা আমরা গত এক বছর ধরে লড়ে চলেছি এবং এটি অব্যাহত থাকবে ৷" উল্লেখ্য, 50 কেজি বিভাগের ফাইনালের 12 ঘণ্টা আগে 100 গ্রাম বেশি ওজন থাকায় ভিনেশ ফোগতকে 'অযোগ্য' ঘোষণা করা হয় ৷ এরপরেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ৷ তবে, ভিনেশ লড়াই ছাড়েননি ৷ তিনি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রুপোর পদকের দাবিতে আবেদন জানান ৷ একসপ্তাহের উপর সেই নিয়ে শুনানির পর, ভিনেশের আবেদনটি খারিজ করে দেয় আন্তর্জাতিক ক্রীড়া আদালত ৷

Last Updated : Aug 19, 2024, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.