ETV Bharat / sports

খারিজ ভিনেশের আর্জি, খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে ‘দঙ্গল গার্ল’কে - Vinesh Phogat

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 14, 2024, 9:42 PM IST

Updated : Aug 14, 2024, 11:02 PM IST

Vinesh Phogat: ভিনেশ ফোগতের আর্জি খারিজ করে দিল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস ৷ প্যারিসে ষষ্ঠতেই থামল ভারতের মেডেল সংখ্যা ৷

Vinesh Phogat
খারিজ ভিনেশ ফোগতের আর্জি (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 14 অগস্ট: ভিনেশ ফোগতের আর্জি খারিজ করে দিল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস ৷ ডিসকোয়ালিফিকেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আবেদন জানিয়েছিলেন ভিনেশ ফোগত ও তাঁর টিম ৷ কুস্তিগীরের সেই আর্জিই নাকচ করে দিল সিএএস ৷ ফলে প্যারিস অলিম্পিক্স থেকে খালি হাতেই দেশে ফিরলেন ‘দঙ্গল গার্ল’ ৷

দেশের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছিলেন ৷ 140 কোটি দেশবাসী চলতি অলিম্পিক্সে প্রথম সোনার প্রত্যাশা করেছিল তাঁরই কুস্তির প্যাঁচে ৷ তা না-হওয়ায় ভিনেশের রুপোর আশাতেই বুক বেঁধেছিল পদকপ্রত্যাশীরা ৷ যদিও কোর্ট অফ আরবিট্রেশনের রায় জানিয়ে দিল, প্যারিসে ষষ্ঠতেই থামল ভারতের মেডেল সংখ্যা ৷

Vinesh Phogat
কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের অর্ডার (সূত্র)

কী কারণে অযোগ্য হয়েছিলেন ভিনেশ ?

ওজন বেশি থাকার কারণে সোনার পদকের ম্যাচের আগে 'অযোগ্য' ঘোষিত হয়েছিলেন ভিনেশ ৷ মহিলাদের 50 কেজি ফ্রিস্টাইল ক্যাটেগরিতে নেমেছিলেন তিনি ৷ ফোগতের ওজন 50 কেজির সামান্য থাকায় তাঁকে 'বাতিল' ঘোষণা করা হয় ৷ বিভিন্ন রিপোর্টে বলা হয়েছিল, ভিনেশের ওজন কমিয়ে আনার জন্য আরও কিছু সময় চাওয়া হয়েছিল ৷ কিন্তু অফিসিয়ালরা সে অনুরোধে কর্ণপাত করেননি ৷ মাত্র 100 গ্রাম ওজন বেশি থাকায় তাঁকে অযোগ্য বলে ঘোষণা করে দেওয়া হয় ৷

প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও ভিনেশের ওজন কমানো যায়নি ৷ ভিনেশের ডিসকোয়ালিফিকেশন প্রসঙ্গে জানিয়েছিলেন ভারতীয় দলের চিফ মেডিক্য়াল অফিসার দিনশ পারদিওয়ালা ৷

কোর্টে কী আর্জি জানিয়েছিলেন ভিনেশ ?

শেষ চেষ্টা হিসেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভিনেশ ফোগত ৷ আর্জি জানিয়েছিলেন, তাঁকে অযোগ্য ঘোষণা না-করে যুগ্মভাবে রুপো দেওয়া হোক ৷ সেই আর্জিই এদিন বাতিল করে দিল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস ৷

নয়াদিল্লি, 14 অগস্ট: ভিনেশ ফোগতের আর্জি খারিজ করে দিল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস ৷ ডিসকোয়ালিফিকেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আবেদন জানিয়েছিলেন ভিনেশ ফোগত ও তাঁর টিম ৷ কুস্তিগীরের সেই আর্জিই নাকচ করে দিল সিএএস ৷ ফলে প্যারিস অলিম্পিক্স থেকে খালি হাতেই দেশে ফিরলেন ‘দঙ্গল গার্ল’ ৷

দেশের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছিলেন ৷ 140 কোটি দেশবাসী চলতি অলিম্পিক্সে প্রথম সোনার প্রত্যাশা করেছিল তাঁরই কুস্তির প্যাঁচে ৷ তা না-হওয়ায় ভিনেশের রুপোর আশাতেই বুক বেঁধেছিল পদকপ্রত্যাশীরা ৷ যদিও কোর্ট অফ আরবিট্রেশনের রায় জানিয়ে দিল, প্যারিসে ষষ্ঠতেই থামল ভারতের মেডেল সংখ্যা ৷

Vinesh Phogat
কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের অর্ডার (সূত্র)

কী কারণে অযোগ্য হয়েছিলেন ভিনেশ ?

ওজন বেশি থাকার কারণে সোনার পদকের ম্যাচের আগে 'অযোগ্য' ঘোষিত হয়েছিলেন ভিনেশ ৷ মহিলাদের 50 কেজি ফ্রিস্টাইল ক্যাটেগরিতে নেমেছিলেন তিনি ৷ ফোগতের ওজন 50 কেজির সামান্য থাকায় তাঁকে 'বাতিল' ঘোষণা করা হয় ৷ বিভিন্ন রিপোর্টে বলা হয়েছিল, ভিনেশের ওজন কমিয়ে আনার জন্য আরও কিছু সময় চাওয়া হয়েছিল ৷ কিন্তু অফিসিয়ালরা সে অনুরোধে কর্ণপাত করেননি ৷ মাত্র 100 গ্রাম ওজন বেশি থাকায় তাঁকে অযোগ্য বলে ঘোষণা করে দেওয়া হয় ৷

প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও ভিনেশের ওজন কমানো যায়নি ৷ ভিনেশের ডিসকোয়ালিফিকেশন প্রসঙ্গে জানিয়েছিলেন ভারতীয় দলের চিফ মেডিক্য়াল অফিসার দিনশ পারদিওয়ালা ৷

কোর্টে কী আর্জি জানিয়েছিলেন ভিনেশ ?

শেষ চেষ্টা হিসেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভিনেশ ফোগত ৷ আর্জি জানিয়েছিলেন, তাঁকে অযোগ্য ঘোষণা না-করে যুগ্মভাবে রুপো দেওয়া হোক ৷ সেই আর্জিই এদিন বাতিল করে দিল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস ৷

Last Updated : Aug 14, 2024, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.