ETV Bharat / sports

ইতিহাসে জর্ডান-উজবেকিস্তান, প্রথমবার বিশ্বকাপে এশিয়ার দুই দেশ - FIFA WC QUALIFIER

একইদিনে বিশ্বকাপের মূলপর্বে এশিয়ার তিন দেশ ৷ তার মধ্যে প্রথমবার 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এ জর্ডান ও উজবেকিস্তান ৷

WORLD CUP QUALIFIER
বিশ্বকাপে জায়গা করে নিল জর্ডান (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : June 6, 2025 at 1:49 PM IST

2 Min Read

হায়দরাবাদ, 6 জুন: ফাইনালে কাতারের কাছে হারলেও গতবছর এএফসি এশিয়ান কাপেই বিশ্ব ফুটবল টের পেয়েছিল জর্ডানের শক্তির কথা ৷ এশিয়ান কাপের পর তাঁদেরকে নিয়ে তৈরি হওয়া প্রত্যাশার সিলমোহর দিয়ে প্রথমবার 'দ্য গ্রেটেস্ট শো আর্থ'-এ যোগ্যতা অর্জন করল মধ্যপ্রাচ্যের দেশটি ৷ কেবল জর্ডানই নয়, প্রথমবার বিশ্বকাপ ফুটবলে দেখা যাবে এশিয়ার আরেক দেশ উজবেকিস্তানকেও ৷ মধ্য এশিয়ার দেশটিকে এতদিন 'ঘুমন্ত দৈত্য' বলা হলেও শেষমেশ জেগে উঠল তাঁরা ৷

এশিয়ার প্রথম দুই দেশ হিসেবে জাপান, ইরান আগামী বছর বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে গিয়েছিল আগেই ৷ বৃহস্পতিবার উজবেকিস্তান এবং জর্ডানের সঙ্গে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল দক্ষিণ কোরিয়াও ৷ টানা 11 বার বিশ্বকাপের মূলপর্বে পৌঁছল তাঁরা ৷ গ্রুপ-এ'র তৃতীয়স্থানে থাকা সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ড্র করলেই চলত উজবেকদের ৷ আর ইতিহাসে নাম তোলার পথে গোলশূন্য ড্র-ই করলেন এলডোর সমুরোদভরা ৷ ফলত এক ম্যাচ বাকি থাকতেই কার্যসিদ্ধি করে ফেলল তাঁরা ৷

অন্যদিকে ওমানকে 3-0 গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপে পা রাখল জর্ডানও ৷ প্রথমার্ধে জোড়া গোলে এগিয়ে গিয়ে এদিন ইতিহাসে নাম তোলার বিষয়টি কার্যত নিশ্চিত করে ফেলে এএফসি এশিয়ান কাপের রানার্সরা ৷ দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে আগামী বছর কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে প্রবেশ নিশ্চিত হয়ে যায় তাঁদের ৷ জর্ডানের হয়ে এদিন হ্যাটট্রিক করেন আলি অলওয়ান ৷

দশজনের ইরাককে 2-0 গোলে পরাস্ত করে এশিয়ার পঞ্চম দেশ হিসেবে বিশ্বকাপ পৌঁছে গেল দক্ষিণ কোরিয়াও ৷ ইউরোপা লিগ জয়ী টটেনহ্যাম তারকা সন হিউং মিনকে ছাড়াই এদিন জিতল তাঁর দেশ ৷ পাশাপাশি জাপানকে একমাত্র গোলে হারিয়ে আগামী বছর বিশ্বকাপ যাত্রা প্রায় নিশ্চিত করে ফেলল অস্ট্রেলিয়াও ৷ যদিও গ্রুপের শেষ ম্য়াচ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাঁদের ৷ আজিজ বেহিচের শেষ মিনিটের দুরন্ত গোলে জয় তুলে নেয় 'সকারু'রা ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 6 জুন: ফাইনালে কাতারের কাছে হারলেও গতবছর এএফসি এশিয়ান কাপেই বিশ্ব ফুটবল টের পেয়েছিল জর্ডানের শক্তির কথা ৷ এশিয়ান কাপের পর তাঁদেরকে নিয়ে তৈরি হওয়া প্রত্যাশার সিলমোহর দিয়ে প্রথমবার 'দ্য গ্রেটেস্ট শো আর্থ'-এ যোগ্যতা অর্জন করল মধ্যপ্রাচ্যের দেশটি ৷ কেবল জর্ডানই নয়, প্রথমবার বিশ্বকাপ ফুটবলে দেখা যাবে এশিয়ার আরেক দেশ উজবেকিস্তানকেও ৷ মধ্য এশিয়ার দেশটিকে এতদিন 'ঘুমন্ত দৈত্য' বলা হলেও শেষমেশ জেগে উঠল তাঁরা ৷

এশিয়ার প্রথম দুই দেশ হিসেবে জাপান, ইরান আগামী বছর বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে গিয়েছিল আগেই ৷ বৃহস্পতিবার উজবেকিস্তান এবং জর্ডানের সঙ্গে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল দক্ষিণ কোরিয়াও ৷ টানা 11 বার বিশ্বকাপের মূলপর্বে পৌঁছল তাঁরা ৷ গ্রুপ-এ'র তৃতীয়স্থানে থাকা সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ড্র করলেই চলত উজবেকদের ৷ আর ইতিহাসে নাম তোলার পথে গোলশূন্য ড্র-ই করলেন এলডোর সমুরোদভরা ৷ ফলত এক ম্যাচ বাকি থাকতেই কার্যসিদ্ধি করে ফেলল তাঁরা ৷

অন্যদিকে ওমানকে 3-0 গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপে পা রাখল জর্ডানও ৷ প্রথমার্ধে জোড়া গোলে এগিয়ে গিয়ে এদিন ইতিহাসে নাম তোলার বিষয়টি কার্যত নিশ্চিত করে ফেলে এএফসি এশিয়ান কাপের রানার্সরা ৷ দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে আগামী বছর কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে প্রবেশ নিশ্চিত হয়ে যায় তাঁদের ৷ জর্ডানের হয়ে এদিন হ্যাটট্রিক করেন আলি অলওয়ান ৷

দশজনের ইরাককে 2-0 গোলে পরাস্ত করে এশিয়ার পঞ্চম দেশ হিসেবে বিশ্বকাপ পৌঁছে গেল দক্ষিণ কোরিয়াও ৷ ইউরোপা লিগ জয়ী টটেনহ্যাম তারকা সন হিউং মিনকে ছাড়াই এদিন জিতল তাঁর দেশ ৷ পাশাপাশি জাপানকে একমাত্র গোলে হারিয়ে আগামী বছর বিশ্বকাপ যাত্রা প্রায় নিশ্চিত করে ফেলল অস্ট্রেলিয়াও ৷ যদিও গ্রুপের শেষ ম্য়াচ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাঁদের ৷ আজিজ বেহিচের শেষ মিনিটের দুরন্ত গোলে জয় তুলে নেয় 'সকারু'রা ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.