ETV Bharat / sports

আইপিএলে দল পাননি ! 28 বলে সেঞ্চুরি, পন্থের রেকর্ড গুঁড়িয়ে জবাব তারকা ব্যাটারের

27 কোটি টাকায় বিক্রি হয়েছেন ঋষভ পন্থ ৷ এবার তাঁর রেকর্ড ভেঙে দিলেন গুজরাত টাইটান্সে খেলা ব্যাটার ৷ নিলামে না-নেওয়ায় হাত কামড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা ৷

Urvil Patel smashes India fastest T20 century
27 কোটির পন্থের রেকর্ড গুঁড়িয়ে জবাব তারকা ব্যাটারের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 27, 2024, 2:13 PM IST

Updated : Nov 27, 2024, 3:50 PM IST

হায়দরাবাদ, 27 নভেম্বর: আইপিএল 2025 মেগা নিলামে দল পাননি ৷ গত বছর গুজরাত টাইটান্সে খেলা ব্যাটারকে নিতে আগ্রহ দেখাননি কোনও ফ্র্যাঞ্চাইজিই ৷ একদিন পরেই যাবতীয় উপেক্ষার জবাব দিলেন তারকা ব্যাটার ৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেঞ্চুরি করতে নিলেন মাত্র 28টি বল ৷ ভেঙে দিলেন আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ঋষভ পন্থের রেকর্ড ৷

ত্রিপুরার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে শতরানে পৌঁছতে নিলেন মাত্র 28টি বল ৷ অপরাজিত থাকলেন 35 বলে 113 রানে ৷ ইনিংস সাজানো 7টি চার ও 12টি ছয়ে ৷ ভেঙে দিয়েছেন ঋষভ পন্থের 32 বলে শতরান করার রেকর্ড ৷ শেষ কবে কোনও জাতীয় স্তরের টুর্নামেন্টে কোনও ভারতীয় ব্যাটার এরকম বিধ্বংসী ব্যাটিং করেছেন, তা মনে করতে হলে মস্তিষ্কে চাপ পড়বে ৷

URVIL PATEL SLAMS CENTURY IN 28 BALLS IN SYED MUSHTAQ ALI TROPHY
পন্থের রেকর্ড গুঁড়িয়ে জবাব তারকা ব্যাটারের (ইটিভি ভারত)

গত বছরের ঠিক এই দিনে গুজরাট টাইটান্স তাঁকে ছেড়ে দেওয়ার পর অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচে গুজরাতের হয়ে 41 বলে 100 রান করেছিলেন উরভিল । তাঁর ওই সেঞ্চুরিটি ছিল লিস্ট এ ক্রিকেটে ভারতীয় ব্যাটারের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি ।

গত বছর গুজরাত টাইটান্সের হয়ে খেলেছিলেন উরভিল প্যাটেল ৷ স্টাম্পার-ব্যাটারকে মাঠেই নামায়নি দল ৷ এবছর নিলামে উঠেছিলেন ৷ বেস প্রাইস ছিল 30 লক্ষ টাকা ৷ যদিও 26 বছরের ব্যাটারকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজিই ৷ এবার তাঁরাই হয়তো উরভিলের ব্যাটিং দেখার পর হাত কামড়াচ্ছেন ৷

গুজরাতের কিপার-ব্যাটার উরভিল ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম টি-20 সেঞ্চুরিই শুধু করেননি ৷ একাধিক রেকর্ডও গড়েছেন ৷ টি-20 ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান ও ভারতীয় ব্যাটারদের হয়ে দ্রুততম শতরানও তাঁর দখলে । ভেঙে দিয়েছেন 2018 সালে মুস্তাক আলিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে পন্থের 32 বলে সেঞ্চুরি করার রেকর্ড । তাঁর আগে রয়েছেন একমাত্র এস্তোনিয়ার সাহিল চৌহান ৷ সাইপ্রাসের বিপক্ষে 27 বলে সেঞ্চুরি করেছিলেন সাহিল ।

আরও পড়ুন

হায়দরাবাদ, 27 নভেম্বর: আইপিএল 2025 মেগা নিলামে দল পাননি ৷ গত বছর গুজরাত টাইটান্সে খেলা ব্যাটারকে নিতে আগ্রহ দেখাননি কোনও ফ্র্যাঞ্চাইজিই ৷ একদিন পরেই যাবতীয় উপেক্ষার জবাব দিলেন তারকা ব্যাটার ৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেঞ্চুরি করতে নিলেন মাত্র 28টি বল ৷ ভেঙে দিলেন আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ঋষভ পন্থের রেকর্ড ৷

ত্রিপুরার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে শতরানে পৌঁছতে নিলেন মাত্র 28টি বল ৷ অপরাজিত থাকলেন 35 বলে 113 রানে ৷ ইনিংস সাজানো 7টি চার ও 12টি ছয়ে ৷ ভেঙে দিয়েছেন ঋষভ পন্থের 32 বলে শতরান করার রেকর্ড ৷ শেষ কবে কোনও জাতীয় স্তরের টুর্নামেন্টে কোনও ভারতীয় ব্যাটার এরকম বিধ্বংসী ব্যাটিং করেছেন, তা মনে করতে হলে মস্তিষ্কে চাপ পড়বে ৷

URVIL PATEL SLAMS CENTURY IN 28 BALLS IN SYED MUSHTAQ ALI TROPHY
পন্থের রেকর্ড গুঁড়িয়ে জবাব তারকা ব্যাটারের (ইটিভি ভারত)

গত বছরের ঠিক এই দিনে গুজরাট টাইটান্স তাঁকে ছেড়ে দেওয়ার পর অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচে গুজরাতের হয়ে 41 বলে 100 রান করেছিলেন উরভিল । তাঁর ওই সেঞ্চুরিটি ছিল লিস্ট এ ক্রিকেটে ভারতীয় ব্যাটারের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি ।

গত বছর গুজরাত টাইটান্সের হয়ে খেলেছিলেন উরভিল প্যাটেল ৷ স্টাম্পার-ব্যাটারকে মাঠেই নামায়নি দল ৷ এবছর নিলামে উঠেছিলেন ৷ বেস প্রাইস ছিল 30 লক্ষ টাকা ৷ যদিও 26 বছরের ব্যাটারকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজিই ৷ এবার তাঁরাই হয়তো উরভিলের ব্যাটিং দেখার পর হাত কামড়াচ্ছেন ৷

গুজরাতের কিপার-ব্যাটার উরভিল ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম টি-20 সেঞ্চুরিই শুধু করেননি ৷ একাধিক রেকর্ডও গড়েছেন ৷ টি-20 ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান ও ভারতীয় ব্যাটারদের হয়ে দ্রুততম শতরানও তাঁর দখলে । ভেঙে দিয়েছেন 2018 সালে মুস্তাক আলিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে পন্থের 32 বলে সেঞ্চুরি করার রেকর্ড । তাঁর আগে রয়েছেন একমাত্র এস্তোনিয়ার সাহিল চৌহান ৷ সাইপ্রাসের বিপক্ষে 27 বলে সেঞ্চুরি করেছিলেন সাহিল ।

আরও পড়ুন

Last Updated : Nov 27, 2024, 3:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.