ETV Bharat / sports

মাঠেই হৃদরোগে আক্রান্ত, সঙ্কটজনক প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক ভর্তি হাসপাতালে - STAR CRICKETER SUFFERS HEART ATTACK

সঙ্কটজনক অবস্থায় তড়িঘড়ি ক্রিকেটারকে ভর্তি করানো হয় হাসপাতালে ৷ সোমবার সাভারে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন বাংলাদেশের তারকা ক্রিকেটার ৷

TAMIM IQBAL
তামিম ইকবাল (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : March 24, 2025 at 5:12 PM IST

2 Min Read

ঢাকা, 24 মার্চ: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাসদু'য়েক আগে ৷ তবে অংশ নিয়েছিলেন চলতি ঢাকা প্রিমিয়র লিগে ৷ আর ঢাকা প্রিমিয়র লিগে খেলতে খেলতেই হৃদরোগে আক্রান্ত হলেন তামিম ইকবাল ৷ সঙ্কটজনক অবস্থায় তড়িঘড়ি প্রাক্তন তারকা ওপেনারকে ভর্তি করানো হয় হাসপাতালে ৷ সোমবার সাভারে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন মহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ৷

শিনেপুকুর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে এদিন ম্যাচ চলাকালীন আচমকাই বুকে ব্যথা অনুভব করেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ৷ সে সময় মাঠে ফিল্ডিং করছিলেন বাংলাদেশের হয়ে 70টি টেস্ট, 243টি ওডিআই এবং 78টি টি-20 ম্যাচ খেলা ক্রিকেটার ৷ মাঠেই শুশ্রূষা চলে তাঁর ৷ তবে পরবর্তী চিকিৎসার জন্য বছর ছত্রিশের ক্রিকেটারকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে ৷ সেখানে শীঘ্রই তামিমের ইসিজি করা হয় ৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ ফিজিশিয়ান দেবাশিস চৌধুরী ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ'কে বলেন, "তামিমের হৃদযন্ত্র ঠিক কোন অবস্থায় রয়েছে তা এখনই বোঝা সম্ভব নয় ৷"

জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে পুনরায় মাঠে ফিরছিলেন তামিম ৷ সেইসময় ফের একবার বুকে ব্যথা অনুভব করেন তিনি ৷ দ্বিতীয়বার হাসপাতালে নিয়ে যাওয়া হলে দেখা যায় গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে 15 হাজার রানের মালিক ৷ চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তামিম ৷ শুধু তাই নয়, ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী পরীক্ষার পর বাংলাদেশ ক্রিকেটারের করোনারি আর্টারিতে ব্লকেজ পাওয়া গিয়েছে ৷ তাই অস্ত্রোপচারের মাধ্যমে স্টেন্ট বসানো হচ্ছে ৷ বোর্ডের একাধিক আধিকারিক তামিমকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন বলেও খবর ৷

উল্লেখ্য, বছরদু'য়েক আগে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তামিম ইকবাল ৷ কিন্তু দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে 24 ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত ফিরিয়ে নিয়েছিলেন ৷ কিন্তু কিছুদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দলঘোষণার আগে আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকি বিদায় জানান ঐতিহাসিক লর্ডসে বাংলাদেশের প্রথম ব্য়াটার হিসেবে শতরান করা তামিম ইকবাল ৷ নির্বাচকদের তরফে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ থাকলেও তা ফিরিয়ে দেন তারকা ওপেনার ৷

আরও পড়ুন:

ঢাকা, 24 মার্চ: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাসদু'য়েক আগে ৷ তবে অংশ নিয়েছিলেন চলতি ঢাকা প্রিমিয়র লিগে ৷ আর ঢাকা প্রিমিয়র লিগে খেলতে খেলতেই হৃদরোগে আক্রান্ত হলেন তামিম ইকবাল ৷ সঙ্কটজনক অবস্থায় তড়িঘড়ি প্রাক্তন তারকা ওপেনারকে ভর্তি করানো হয় হাসপাতালে ৷ সোমবার সাভারে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন মহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ৷

শিনেপুকুর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে এদিন ম্যাচ চলাকালীন আচমকাই বুকে ব্যথা অনুভব করেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ৷ সে সময় মাঠে ফিল্ডিং করছিলেন বাংলাদেশের হয়ে 70টি টেস্ট, 243টি ওডিআই এবং 78টি টি-20 ম্যাচ খেলা ক্রিকেটার ৷ মাঠেই শুশ্রূষা চলে তাঁর ৷ তবে পরবর্তী চিকিৎসার জন্য বছর ছত্রিশের ক্রিকেটারকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে ৷ সেখানে শীঘ্রই তামিমের ইসিজি করা হয় ৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ ফিজিশিয়ান দেবাশিস চৌধুরী ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ'কে বলেন, "তামিমের হৃদযন্ত্র ঠিক কোন অবস্থায় রয়েছে তা এখনই বোঝা সম্ভব নয় ৷"

জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে পুনরায় মাঠে ফিরছিলেন তামিম ৷ সেইসময় ফের একবার বুকে ব্যথা অনুভব করেন তিনি ৷ দ্বিতীয়বার হাসপাতালে নিয়ে যাওয়া হলে দেখা যায় গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে 15 হাজার রানের মালিক ৷ চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তামিম ৷ শুধু তাই নয়, ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী পরীক্ষার পর বাংলাদেশ ক্রিকেটারের করোনারি আর্টারিতে ব্লকেজ পাওয়া গিয়েছে ৷ তাই অস্ত্রোপচারের মাধ্যমে স্টেন্ট বসানো হচ্ছে ৷ বোর্ডের একাধিক আধিকারিক তামিমকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন বলেও খবর ৷

উল্লেখ্য, বছরদু'য়েক আগে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তামিম ইকবাল ৷ কিন্তু দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে 24 ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত ফিরিয়ে নিয়েছিলেন ৷ কিন্তু কিছুদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দলঘোষণার আগে আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকি বিদায় জানান ঐতিহাসিক লর্ডসে বাংলাদেশের প্রথম ব্য়াটার হিসেবে শতরান করা তামিম ইকবাল ৷ নির্বাচকদের তরফে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ থাকলেও তা ফিরিয়ে দেন তারকা ওপেনার ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.